বিকিনিতে মলদ্বীপের সমুদ্রে স্নান ! বিশ্ব সুন্দরী মানুষী চিল্লরের বোল্ড ছবি ভাইরাল !

Last Updated:
অক্ষয় কুমারের সঙ্গে জুটি বেঁধে 'পৃথ্বীরাজ' ছবিতে অভিনয় করছেন তিনি।
1/5
মানুষী চিল্লর। ২০১৭ সালে তিনি মিস ওয়ার্ল্ডের খেতাব জেতেন। ভারতীয় এই কন্যার সৌন্দর্যে মাতাল হয় গোটা দুনিয়া। প্রিয়াঙ্কা চোপরা মিস ওয়ার্ল্ড হওয়ার পর ১৭ বছর ধরে এই খেতাব আর কোনও ভারতীয় জেতেননি। ১৭ বছর ফের মিস ওয়ার্ল্ড হয়ে সকলের প্রশংসা পেয়েছিলেন মানুষী। photo source Instagram
মানুষী চিল্লর। ২০১৭ সালে তিনি মিস ওয়ার্ল্ডের খেতাব জেতেন। ভারতীয় এই কন্যার সৌন্দর্যে মাতাল হয় গোটা দুনিয়া। প্রিয়াঙ্কা চোপরা মিস ওয়ার্ল্ড হওয়ার পর ১৭ বছর ধরে এই খেতাব আর কোনও ভারতীয় জেতেননি। ১৭ বছর ফের মিস ওয়ার্ল্ড হয়ে সকলের প্রশংসা পেয়েছিলেন মানুষী। photo source Instagram
advertisement
2/5
মানুষী এখন আছেন মলদ্বীপে। সেখানে ছুটি কাটাতে গিয়েছেন তিনি। বলিউডের বেশিরাগ সেলেবরাই এ বছর ছুটি কাটাতে মলদ্বীপেই গিয়েছেন। photo source Instagram
মানুষী এখন আছেন মলদ্বীপে। সেখানে ছুটি কাটাতে গিয়েছেন তিনি। বলিউডের বেশিরাগ সেলেবরাই এ বছর ছুটি কাটাতে মলদ্বীপেই গিয়েছেন। photo source Instagram
advertisement
3/5
মলদ্বীপের সমুদ্রে বোট চালাতে দেখা যায় মানুষীকে। শুধু তাই নয় নানা পোশাকে বিশেষ করে বিকিনিতে মোহময়ী হয়ে ওঠেন মানুষী। photo source Instagram
মলদ্বীপের সমুদ্রে বোট চালাতে দেখা যায় মানুষীকে। শুধু তাই নয় নানা পোশাকে বিশেষ করে বিকিনিতে মোহময়ী হয়ে ওঠেন মানুষী। photo source Instagram
advertisement
4/5
তিনি ইনস্টাগ্রামে বেশ অ্যাক্টিভ। এখানেই নানান ছবি পোস্ট করেন তিনি। কখনও মডেলিং, তো কখনও নিছক মজার ভিডিও পোস্ট করেন মানুষী। ইনস্টাতেই ভক্তদের সঙ্গে নিজের বিশেষ মুহূর্ত ভাগ করে নেন তিনি। photo source Instagram
তিনি ইনস্টাগ্রামে বেশ অ্যাক্টিভ। এখানেই নানান ছবি পোস্ট করেন তিনি। কখনও মডেলিং, তো কখনও নিছক মজার ভিডিও পোস্ট করেন মানুষী। ইনস্টাতেই ভক্তদের সঙ্গে নিজের বিশেষ মুহূর্ত ভাগ করে নেন তিনি। photo source Instagram
advertisement
5/5
খুব শীঘ্রই বলিউডে ডেবিউ করবেন মানুষী। অক্ষয় কুমারের সঙ্গে জুটি বেঁধে 'পৃথ্বীরাজ' ছবিতে অভিনয় করছেন তিনি। photo source Instagram
খুব শীঘ্রই বলিউডে ডেবিউ করবেন মানুষী। অক্ষয় কুমারের সঙ্গে জুটি বেঁধে 'পৃথ্বীরাজ' ছবিতে অভিনয় করছেন তিনি। photo source Instagram
advertisement
advertisement
advertisement