Mimi Chakraborty: মিমির প্রেমিক কে? শেষমেশ উত্তর দিলেন অভিনেত্রী, যা বললেন... অবাক হবেন

Last Updated:
Mimi Chakraborty: মিমি চক্রবর্তী। টলিউডের প্রথম সরির তারকা। তাঁর অনুরাগীর সংখ্যাও ঈর্ষনীয়। সাংসদ-অভিনেত্রীর কাজ সম্পর্কে কমবেশি সকলেই অবগত। কিন্তু প্রেম? আদৌ কি কাউকে মন দিয়েছেন মিমি?
1/5
মিমি চক্রবর্তী। টলিউডের প্রথম সরির তারকা। তাঁর অনুরাগীর সংখ্যাও ঈর্ষনীয়। সাংসদ-অভিনেত্রীর কাজ সম্পর্কে কমবেশি সকলেই অবগত। কিন্তু প্রেম? আদৌ কি কাউকে মন দিয়েছেন মিমি?
মিমি চক্রবর্তী। টলিউডের প্রথম সরির তারকা। তাঁর অনুরাগীর সংখ্যাও ঈর্ষনীয়। সাংসদ-অভিনেত্রীর কাজ সম্পর্কে কমবেশি সকলেই অবগত। কিন্তু প্রেম? আদৌ কি কাউকে মন দিয়েছেন মিমি?
advertisement
2/5
সম্প্রতি ইনস্টাগ্রামে  প্রশ্নোত্তর পর্বে মজেছিলেন মিমি। জনৈক অনুরাগীদের অভিনেত্রীর প্রেমিককে দেখতে চাওয়ার অনুরোধ করে বসেন। সেই অনুরোধ কিন্তু মিমির চোখ এড়ায়নি।
সম্প্রতি ইনস্টাগ্রামে প্রশ্নোত্তর পর্বে মজেছিলেন মিমি। জনৈক অনুরাগীদের অভিনেত্রীর প্রেমিককে দেখতে চাওয়ার অনুরোধ করে বসেন। সেই অনুরোধ কিন্তু মিমির চোখ এড়ায়নি।
advertisement
3/5
সেই প্রশ্নের উত্তরও দিয়েছেন মিমি। খানিক হেসে তিনি বলেন, "আমিও দেখতে চাই।" এর পরেই পাল্টা প্রশ্ন করেন, "বি এফ মানে কি? বেস্ট ফ্রেন্ড না বয় ফ্রেন্ড? প্রিয় বন্ধু কে, সেটা সকলেই জানেন। আমার মনে হয়, উনি আমার প্রেমিকের কথা জানতে চাইছেন। তাকে আমিও দেখতে চাই।"
সেই প্রশ্নের উত্তরও দিয়েছেন মিমি। খানিক হেসে তিনি বলেন, "আমিও দেখতে চাই।" এর পরেই পাল্টা প্রশ্ন করেন, "বি এফ মানে কি? বেস্ট ফ্রেন্ড না বয় ফ্রেন্ড? প্রিয় বন্ধু কে, সেটা সকলেই জানেন। আমার মনে হয়, উনি আমার প্রেমিকের কথা জানতে চাইছেন। তাকে আমিও দেখতে চাই।"
advertisement
4/5
আকারে-ইঙ্গিতে যেন মিমি এটাই বোঝালেন যে, তাঁর জীবনে এখনও কোনও বিশেষ মানুষ নেই। কিন্তু সত্যিই কি তাই? নাকি নিছকই গোপন কথাটি গোপনে রাখতে চাইছেন অভিনেত্রী? বোঝার উপায় নেই।
আকারে-ইঙ্গিতে যেন মিমি এটাই বোঝালেন যে, তাঁর জীবনে এখনও কোনও বিশেষ মানুষ নেই। কিন্তু সত্যিই কি তাই? নাকি নিছকই গোপন কথাটি গোপনে রাখতে চাইছেন অভিনেত্রী? বোঝার উপায় নেই।
advertisement
5/5
পুজোয় মুক্তি পাচ্ছে 'রক্তবীজ'। এই ছবিতে মিমির সঙ্গে দেখা যাবে আবীর চট্টোপাধ্যায়কে । এ ছাড়াও প্রথম সিরিজের প্রস্তুতি নিচ্ছেন তিনি।
পুজোয় মুক্তি পাচ্ছে 'রক্তবীজ'। এই ছবিতে মিমির সঙ্গে দেখা যাবে আবীর চট্টোপাধ্যায়কে । এ ছাড়াও প্রথম সিরিজের প্রস্তুতি নিচ্ছেন তিনি।
advertisement
advertisement
advertisement