বিশেষ পুরুষবন্ধুর সঙ্গে নুসরতের বিয়েতে হাজির হতে তুরস্কের উদ্দেশ্যে রওনা দিলেন মিমি

Last Updated:
1/13
♦ তুরস্কের বোদরুম শহরে বসেছে টলিউড অভিনেত্রী তথা নব্য নির্বাচিত সাংসদ নুসরত জাহানের বিয়ের আসর ৷ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে প্রাক-বিবাহ অনুষ্ঠান ৷
♦ তুরস্কের বোদরুম শহরে বসেছে টলিউড অভিনেত্রী তথা নব্য নির্বাচিত সাংসদ নুসরত জাহানের বিয়ের আসর ৷ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে প্রাক-বিবাহ অনুষ্ঠান ৷
advertisement
2/13
♦ নিমন্ত্রিতের তালিকা খুবই কম ৷ নুসরত ও তাঁর হবু স্বামী নিখিল জৈনের পরিবারের সদস্য, আত্মীয়-পরিজন এবং তাঁদের কিছু বন্ধু-বান্ধব ৷ আর টলিউড ইন্ডাস্ট্রি থেকে হাজির থাকছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী ৷
♦ নিমন্ত্রিতের তালিকা খুবই কম ৷ নুসরত ও তাঁর হবু স্বামী নিখিল জৈনের পরিবারের সদস্য, আত্মীয়-পরিজন এবং তাঁদের কিছু বন্ধু-বান্ধব ৷ আর টলিউড ইন্ডাস্ট্রি থেকে হাজির থাকছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী ৷
advertisement
3/13
♦ গতকালই তুরস্কের বোদরুমের উদ্দেশ্যে রওনা দিয়েছেন মিমি ৷ আর সেই ছবিই নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন নায়িকা ৷
♦ গতকালই তুরস্কের বোদরুমের উদ্দেশ্যে রওনা দিয়েছেন মিমি ৷ আর সেই ছবিই নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন নায়িকা ৷
advertisement
4/13
♦ টলিউড ইন্ডাস্ট্রিতে কাজ করতে করতে তাঁদের মধ্যে তৈরি হয়ে গিয়েছে গভীর বন্ধুত্ব ৷ সে কথা তো সকলেরই প্রায় জানা ৷ আবার দু’জনেই জিতে সাংসদ হয়েছেন ৷ এ বার সাত পাকে বাঁধা পড়ছেন নুসরত ৷ আর সেখানে মিমি হাজির থাকবে না, তা কি হয়!
♦ টলিউড ইন্ডাস্ট্রিতে কাজ করতে করতে তাঁদের মধ্যে তৈরি হয়ে গিয়েছে গভীর বন্ধুত্ব ৷ সে কথা তো সকলেরই প্রায় জানা ৷ আবার দু’জনেই জিতে সাংসদ হয়েছেন ৷ এ বার সাত পাকে বাঁধা পড়ছেন নুসরত ৷ আর সেখানে মিমি হাজির থাকবে না, তা কি হয়!
advertisement
5/13
♦ তবে চমক রয়েছে আরও বড় ৷ শুধুই মিমি নন ৷ নুসরতের বিয়েতে হাজির থাকতে পারেন নুসরেতর বিশেষ বন্ধু, তুরস্ক নিবাসী মিলি গুলহান কিজিলকায়া ৷ তুরস্কের বসেই বন্ধুর বিয়ের আসর ৷ আর সেখানেই থাকেন ‘বিশেষ বন্ধু’৷ আর তিনি নুসরতের বিয়েতে আসতে পারেন মিমির সঙ্গে ৷
♦ তবে চমক রয়েছে আরও বড় ৷ শুধুই মিমি নন ৷ নুসরতের বিয়েতে হাজির থাকতে পারেন নুসরেতর বিশেষ বন্ধু, তুরস্ক নিবাসী মিলি গুলহান কিজিলকায়া ৷ তুরস্কের বসেই বন্ধুর বিয়ের আসর ৷ আর সেখানেই থাকেন ‘বিশেষ বন্ধু’৷ আর তিনি নুসরতের বিয়েতে আসতে পারেন মিমির সঙ্গে ৷
advertisement
6/13
♦ ২০১৬ সাল ৷ তুরস্কে শ্যুটিং চলছিল বিরসা দাশগুপ্তর ছবি ‘গ্যাংস্টার’-এর ৷ আর সেই সময় তুরস্কে শ্যুটিং করছিলেন মিমি ৷ সে সময় কানাঘুষো শোনা গিয়েছিল তুরস্কে লোকাল লাইন প্রোডিউসর ইলহান কিজল্কির কুড়ি বছরের অত্যন্ত হ্যান্ডসাম ছেলে মিলির সঙ্গে শ্যুটিং শুরু হওয়ার কিছু দিন পর থেকেই নাকি চুটিয়ে প্রেম করতে শুরু করেন সাতাশ বছর বয়সি মিমি।
♦ ২০১৬ সাল ৷ তুরস্কে শ্যুটিং চলছিল বিরসা দাশগুপ্তর ছবি ‘গ্যাংস্টার’-এর ৷ আর সেই সময় তুরস্কে শ্যুটিং করছিলেন মিমি ৷ সে সময় কানাঘুষো শোনা গিয়েছিল তুরস্কে লোকাল লাইন প্রোডিউসর ইলহান কিজল্কির কুড়ি বছরের অত্যন্ত হ্যান্ডসাম ছেলে মিলির সঙ্গে শ্যুটিং শুরু হওয়ার কিছু দিন পর থেকেই নাকি চুটিয়ে প্রেম করতে শুরু করেন সাতাশ বছর বয়সি মিমি।
advertisement
7/13
♦ কিন্তু মিমি আর মিলির আলাপ কি বিরসা দাশগুপ্তর ‘গ্যাংস্টার’ ছবির সময়ই হয়েছিল? ইউনিটের লোকজন বলেছিলেন, না। ২০১৫তে পুজোয় রিলিজ হওয়া দেবের ছবি ‘শুধু তোমারই জন্য’র শ্যুটিংও তুরস্কেই হয়েছিল।
♦ কিন্তু মিমি আর মিলির আলাপ কি বিরসা দাশগুপ্তর ‘গ্যাংস্টার’ ছবির সময়ই হয়েছিল? ইউনিটের লোকজন বলেছিলেন, না। ২০১৫তে পুজোয় রিলিজ হওয়া দেবের ছবি ‘শুধু তোমারই জন্য’র শ্যুটিংও তুরস্কেই হয়েছিল।
advertisement
8/13
♦  এমনই কাকতালীয়, সে ছবিরও পরিচালক ছিলেন বিরসা। তখনই নাকি আলাপ হয় মিমি আর মিলির। অন্তরঙ্গতাও ঘটে। কিন্তু সম্পর্কটা দানা বাঁধে ‘গ্যাংস্টার’‌য়ের শ্যুটিং চলাকালীন।
♦ এমনই কাকতালীয়, সে ছবিরও পরিচালক ছিলেন বিরসা। তখনই নাকি আলাপ হয় মিমি আর মিলির। অন্তরঙ্গতাও ঘটে। কিন্তু সম্পর্কটা দানা বাঁধে ‘গ্যাংস্টার’‌য়ের শ্যুটিং চলাকালীন।
advertisement
9/13
 ♦ আর সেই সময় মিমি ও মিলির সম্পর্ক নিয়ে বেশ জলঘোলা হয়েছিল ৷ শোনা যায় রাজও নাকি ইউনিটের লোকজনকে ফোন করে মিমির বিষয়ে খোঁজ-খবর নেওয়া শুরু করেছিলেন ৷
♦ আর সেই সময় মিমি ও মিলির সম্পর্ক নিয়ে বেশ জলঘোলা হয়েছিল ৷ শোনা যায় রাজও নাকি ইউনিটের লোকজনকে ফোন করে মিমির বিষয়ে খোঁজ-খবর নেওয়া শুরু করেছিলেন ৷
advertisement
10/13
♦ তবে শোনা যায় ‘গ্যাংস্টার’-এর পুরো ইউনিট দেশে ফেরার পরেই ব্রেক আপয়ের খবর ঘনিষ্ঠ নায়িকা বন্ধু এবং প্রযোজক বন্ধুদের জানিয়ে দেন মিমি ৷ এরপর রাজের সঙ্গে বিয়ে হয় শুভশ্রীর ৷
♦ তবে শোনা যায় ‘গ্যাংস্টার’-এর পুরো ইউনিট দেশে ফেরার পরেই ব্রেক আপয়ের খবর ঘনিষ্ঠ নায়িকা বন্ধু এবং প্রযোজক বন্ধুদের জানিয়ে দেন মিমি ৷ এরপর রাজের সঙ্গে বিয়ে হয় শুভশ্রীর ৷
advertisement
11/13
♦ কিন্তু সে সময়ও মিলিকে নিয়ে বেশ কিছুদিন চুপ ছিলেন মিমি ৷ পরে অবশ্য মুখ খুলেছিলেন ৷ জানিয়েছিলেন, ‘মিলি আর আমি নিছকই বন্ধু’৷
♦ কিন্তু সে সময়ও মিলিকে নিয়ে বেশ কিছুদিন চুপ ছিলেন মিমি ৷ পরে অবশ্য মুখ খুলেছিলেন ৷ জানিয়েছিলেন, ‘মিলি আর আমি নিছকই বন্ধু’৷
advertisement
12/13
♦ কে এই মিলি গুলহান কিজিলকায়া ? তুরস্কের লোকাল লাইন প্রোডিউসার ইলহান কিজল্কির ছেলে হলেন মিলি ৷
♦ কে এই মিলি গুলহান কিজিলকায়া ? তুরস্কের লোকাল লাইন প্রোডিউসার ইলহান কিজল্কির ছেলে হলেন মিলি ৷
advertisement
13/13
♦ ২৩ বছরের মিলি বাবার সব প্রোডাকশনে থাকেন ৷ ইউনিটের মধ্যেও তাঁর ব্যবহারের জন্য অসম্ভব জনপ্রিয় তিনি ৷ শোনা যাচ্ছে খুব তাড়াতাড়ি অভিনেতা হিসেবে ডেবিউ করতে পারেন তিনি ৷ আরও একবার ইস্তানবুলে নুসরতের বিয়ে উপলক্ষ্যে উড়ে যাচ্ছেন মিমি ৷ আর সেই আনন্দ অনুষ্ঠানে থাকতে পারেন মিলিও ৷
♦ ২৩ বছরের মিলি বাবার সব প্রোডাকশনে থাকেন ৷ ইউনিটের মধ্যেও তাঁর ব্যবহারের জন্য অসম্ভব জনপ্রিয় তিনি ৷ শোনা যাচ্ছে খুব তাড়াতাড়ি অভিনেতা হিসেবে ডেবিউ করতে পারেন তিনি ৷ আরও একবার ইস্তানবুলে নুসরতের বিয়ে উপলক্ষ্যে উড়ে যাচ্ছেন মিমি ৷ আর সেই আনন্দ অনুষ্ঠানে থাকতে পারেন মিলিও ৷
advertisement
advertisement
advertisement