Titanic-Kate Winslet: ‘টাইটানিক’-এ নগ্ন ছবি আঁকার দৃশ্য আজও অস্বস্তিতে ফেলে...! সাক্ষাৎকারে এই কথাই বলেছিলেন পর্দার ‘রোজ’
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
Titanic Sketch of Rose Scene: ছবির সেই উষ্ণতায় ভরা দৃশ্য নিয়ে কী মনে করেন ‘রোজ’ থুড়ি কেট উইন্সলেট? আজ সেই গল্পই শুনে নেওয়া যাক।
ভক্তরা চোখ বুজলে যেন এখনও দেখতে পান রোজের ছবি আঁকার সেই দৃশ্য। জেমস ক্যামেরন পরিচালিত ‘টাইটানিক’ ছবিটি একাধিক অস্কার জিতেছে। এর পর সময় এগিয়েছে নিজের গতিতে। কেট আর লিওনার্দো-ও নিজেদের কেরিয়ারে সাফল্যের চূড়ায় পৌঁছেছেন। কিন্তু ছবির সেই উষ্ণতায় ভরা দৃশ্য নিয়ে কী মনে করেন ‘রোজ’ থুড়ি কেট উইন্সলেট? আজ সেই গল্পই শুনে নেওয়া যাক। Photo Courtesy: Paramount Pictures
‘টাইটানিক’ ছবির ওই দৃশ্যে দেখা গিয়েছিল, নগ্ন অবস্থায় কাউচের উপর শুয়ে রয়েছেন রোজ-রূপী কেট। আর তাঁর ছবি আঁকতে ব্যস্ত জ্যাক-রূপী লিও। এই দৃশ্যই ইতিহাস সৃষ্টি করেছে। তবে কালজয়ী এই দৃশ্য নিয়ে বেশ আক্ষেপ রয়েছে স্বয়ং রোজের। এক সাক্ষাৎকারে এমনই ইঙ্গিত পাওয়া গিয়েছে অভিনেত্রীর কথায়। Photo Courtesy: Paramount Pictures
২০১২ সালে টাইটানিক ৩ডি-তে আরও এক বার মুক্তি পেয়েছিল। সেই সময় ‘দ্য সান’-এর কাছে মুখ খোলেন কেট উইন্সলেট। তাঁর কথায়, “আমি আর ফিরেও তাকাতে চাই না। আমার মনে হয় অতটা নগ্নতা আমার দেখানো উচিত হয়নি। আসলে তখন আমি তারুণ্যে ভরপুর ছিলাম। আর আমার অনেক কিছু প্রমাণও করার ছিল।’’ Photo Courtesy: Paramount Pictures