Bollywood Gossip: শুনলে চমকে যাবেন...! এই নায়িকার সঙ্গে প্রেম করছেন কার্তিক আরিয়ান... অভিনেতার মা ফাঁস করলেন সব
- Published by:Rachana Majumder
- Reported by:Trending Desk
Last Updated:
এদিকে খুব শীঘ্রই পর্দায় একসঙ্গে দেখা যাবে কার্তিক আরিয়ান এবং শ্রীলীলাকে। যদিও অনুরাগ বসু পরিচালিত সেই ছবির নাম এখনও ঠিক করা হয়নি। এই ফিল্মের হাত ধরেই প্রথম বারের জন্য একসঙ্গে কাজ করতে চলেছেন তাঁরা।
advertisement
সম্প্রতি IIFA Awards 2025-এ পুত্র কার্তিকের সঙ্গে উপস্থিত হয়েছিলেন স্বয়ং মালা তিওয়ারিও। সেই অনুষ্ঠানের একটি ক্লিপই আপাতত ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ভবিষ্যৎ পুত্রবধূ সম্পর্কে তাঁর প্রত্যাশার কথা জানতে চাওয়া হয়েছিল মালার কাছে। আর জবাবে কার্তিকের মা সটান বলে বসেন যে, তাঁর পুত্রের স্ত্রী যেন একজন ভাল চিকিৎসক হন। মালা তিওয়ারির কথায়, “একজন ভাল চিকিৎসককেই পুত্রবধূ রূপে চায় তাঁর পরিবার।”
advertisement
advertisement
advertisement
চলতি মাসের গোড়ার দিকে অভিনেতার বোন ডা. কৃতিকা তিওয়ারির মেডিক্যাল কেরিয়ারে কৃতিত্ব অর্জন করেছিলেন। সেই সাফল্য উদযাপনের জন্য কার্তিক এবং তাঁর পরিবারের তরফে একটি পার্টির আয়োজন করা হয়েছিল। সেই পার্টিতেই উপস্থিত হয়েছিলেন শ্রীলীলা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিও-য় দেখা গিয়েছে, হাউজ পার্টিতে আনন্দ করছেন কার্তিক আর শ্রীলীলা। ‘পুষ্পা ২’-এর বিখ্যাত গানে নিজের সিগনেচার স্টেপ করতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। আর সেই সময় তাঁর পিছনে দাঁড়িয়ে পার্টির আনন্দের মুহূর্ত ক্যামেরাবন্দি করতে দেখা গিয়েছে কার্তিককে।
advertisement
এদিকে খুব শীঘ্রই পর্দায় একসঙ্গে দেখা যাবে কার্তিক আরিয়ান এবং শ্রীলীলাকে। যদিও অনুরাগ বসু পরিচালিত সেই ছবির নাম এখনও ঠিক করা হয়নি। এই ফিল্মের হাত ধরেই প্রথম বারের জন্য একসঙ্গে কাজ করতে চলেছেন তাঁরা। আগে অবশ্য এই ছবির টিজার এসেছে। যেখানে কার্তিককে মঞ্চে ‘তু মেরি জিন্দেগি’ গানটি গাইতে দেখা গিয়েছে। ওই গানে অভিনেতার লুক একেবারে উদাস এক প্রেমিকের মতো। মুখ ভর্তি দাড়ি আর এলোমেলো লম্বা চুলে দারুণ দেখাচ্ছে তাঁকে। ওই ভিডিওতেই শ্রীলীলা আর কার্তিকের কিছু রোম্যান্টিক মুহূর্তেরও ঝলক দেখা গিয়েছে। আর তাঁদের সুন্দর রসায়ন দেখার জন্য উদগ্রীব ভক্তরাও। চলতি বছর দীপাবলিতে বড় পর্দায় মুক্তি পেতে চলেছে এই ছবি।