হোম » ছবি » বিনোদন » কাঞ্জিভরম, হাতে গ্লাভস, কান রেড কার্পেট-এ চমকে দিলেন ফ্যাশনিস্তা কঙ্গনা

কাঞ্জিভরম, হাতে গ্লাভস, কান রেড কার্পেট-এ চমকে দিলেন ফ্যাশনিস্তা কঙ্গনা

  • Bangla Editor

  • 18

    কাঞ্জিভরম, হাতে গ্লাভস, কান রেড কার্পেট-এ চমকে দিলেন ফ্যাশনিস্তা কঙ্গনা

    ফ্লোর ছাপানো গাউন. বিদেশি ডিজাইনার নয়৷ কান ফিল্ম ফেস্টিভ্যাল ২০১৯-এর রেড কার্পেটে কঙ্গনা রানাওতের লুক ছিল একদম হঠকে৷ কখনও শাড়ির রেট্রো লুক, কখনও লেদার জ্যাকেটে চমকে দিয়েছেন কঙ্গনা৷

    MORE
    GALLERIES

  • 28

    কাঞ্জিভরম, হাতে গ্লাভস, কান রেড কার্পেট-এ চমকে দিলেন ফ্যাশনিস্তা কঙ্গনা

    ফাল্গুনি ও শেন পিককের ডিজাইন করা সোনালি ক্লাসিক কাঞ্জিভরম শাড়ির সঙ্গে সোনার বেল্ট ও ভেলভেট গ্লাভস পরে নতুন স্টেটমেন্ট তৈরি করেন কঙ্গনা৷

    MORE
    GALLERIES

  • 38

    কাঞ্জিভরম, হাতে গ্লাভস, কান রেড কার্পেট-এ চমকে দিলেন ফ্যাশনিস্তা কঙ্গনা

    পরে নিকি বিচে গ্রে গুজ ব্যাশ-এ কঙ্গনা পরেছিলেন গ্ল্যামারাস প্যান্টসুট ও বেইজ করসেট টপ৷

    MORE
    GALLERIES

  • 48

    কাঞ্জিভরম, হাতে গ্লাভস, কান রেড কার্পেট-এ চমকে দিলেন ফ্যাশনিস্তা কঙ্গনা

    ৭২তম কান ফিল্ম ফেস্টিভ্যালের ইন্ডিয়ান প্যাভিলিয়ানে এদিন বক্তৃতাও দেন তিনি৷ বলেন, আমি জানি না জাতীয়তাবাদ ও উদারনীতি কখন একে অপরের থেকে ভিন্ন হয়ে গেল৷ জাতীয়তাবাদ বিষয়টাই আধ্যাত্মিক৷ যখন আমরা একে অপরের সঙ্গে একাত্ম বোধ করি৷

    MORE
    GALLERIES

  • 58

    কাঞ্জিভরম, হাতে গ্লাভস, কান রেড কার্পেট-এ চমকে দিলেন ফ্যাশনিস্তা কঙ্গনা

    তার মতে আমরা যখন কারও সঙ্গে একাত্ম বোধ করি, তারা আমাদের পরিবার হয়ে ওঠে৷ নিজের জাতির প্রতি একাত্মবোধই আমাদের মধ্যে জাতীয়তাবাদী চেতনা গড়ে তোলে৷

    MORE
    GALLERIES

  • 68

    কাঞ্জিভরম, হাতে গ্লাভস, কান রেড কার্পেট-এ চমকে দিলেন ফ্যাশনিস্তা কঙ্গনা

    নিজের রেড কার্পেট লুকের জন্য ৫ দিন ১০ কেজি ওজন ঝরিয়েছেন কঙ্গনা৷ ইনস্টাগ্রামে তার টিম সেই ছবি পোস্ট করতেই ভাইরাল৷

    MORE
    GALLERIES

  • 78

    কাঞ্জিভরম, হাতে গ্লাভস, কান রেড কার্পেট-এ চমকে দিলেন ফ্যাশনিস্তা কঙ্গনা

    কঙ্গনার শাড়ি পরা ছবি পোস্ট করে তার টিম ইনস্টাগ্রামে লেখে, দ্য কুইন হ্যাজ অ্যারাইভড৷ ক্যাপশন যে যোগ্য ছবি দেখার পর তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না৷

    MORE
    GALLERIES

  • 88

    কাঞ্জিভরম, হাতে গ্লাভস, কান রেড কার্পেট-এ চমকে দিলেন ফ্যাশনিস্তা কঙ্গনা

    প্রথম দিনের লুক পোস্ট করার আগেই তার মেকআপ রুমের ছবি পোস্ট করেছিলেন কঙ্গনা৷ ক্যাপশন ছিল ফার্স্ট ডে ফার্স্ট লক, কাম বিফোর দ্য স্টর্ম (প্রথম দিনের প্রথম সাজ, ঝড়ের আগের শান্তি)৷

    MORE
    GALLERIES