Who is Janhvi Kapoor Boyfriend: বিবাহিত বনিকে বিয়ে করেন শ্রীদেবী, জাহ্নবী করেননি সেই ভুল, প্রভাবশালী প্রেমিকেই বেছেছেন শ্রীদেবী কন্যা, কে এই শিখর পাহাড়িয়া?
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
Shikhar Pahariya: মা শ্রীদেবী বিয়ে করেছিলেন দোজবরকে৷ তবে মেয়ে একেবারেই অন্যরকম ভাবে গুছিয়ে নিচ্ছেন তাঁর জীবন৷ কবে দু’জনে গাঁটছড়া বাঁধবেন তা এখনও জানা যায়নি
advertisement
advertisement
advertisement
advertisement
মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী সুশীল কুমার শিন্ডের নাতি হলেন শিখর পাহাড়িয়া। শিখর এবং জাহ্নবী দু’জনেই একসঙ্গে পড়াশুনা করতেন এবং স্কুল থেকেই তাঁদের বন্ধুত্ব৷ শোনা যায় যে শিখর এবং জাহ্নবীর প্রেম অনেক আগের৷ মাঝে তাঁদের সম্পর্ক ভেঙে যায়৷ পরে আবার তাঁরা কাছাকাছি আসেন এবং এখন মোটের উপর তাঁদের বিয়েও নিশ্চিত৷ এখন তাদের প্রায়শই একসঙ্গে দেখা যায়৷ এমনকী কাপুর পরিবারের অনেক অনুষ্ঠানেও শিখর উপস্থিত থাকেন৷
advertisement