Tollywood Gossip: টলি-পাড়ায় নতুন শুরুর ইঙ্গিত! সৃজলাকে ভুলে অঙ্গনার সঙ্গে প্রেম করছেন রোহন? ইনস্টাগ্রাম পোস্টে সবটা ফাঁস

Last Updated:
Tollywood Gossip: অঙ্গনার সঙ্গে এক মিষ্টি ছবি শেয়ার করে রোহন লেখেন, “তোমার সঙ্গে উড়তে চাই, তোমার সঙ্গে পড়তে চাই।” ফলে নেটিজেনদের কিছু বুঝতে আর বাকি থাকে না।
1/6
টলিপাড়ায় ফের নতুন সম্পর্কের গুঞ্জন। শোনা যাচ্ছে একই ধারাবাহিকে কাজ করতে গিয়েই প্রেমে পড়েছেন রোহন ভট্টাচার্য ও অঙ্গনা রায়।
টলিপাড়ায় ফের নতুন সম্পর্কের গুঞ্জন। শোনা যাচ্ছে একই ধারাবাহিকে কাজ করতে গিয়েই প্রেমে পড়েছেন রোহন ভট্টাচার্য ও অঙ্গনা রায়।
advertisement
2/6
অঙ্গনার সঙ্গে এক মিষ্টি ছবি শেয়ার করে রোহন লেখেন, “তোমার সঙ্গে উড়তে চাই, তোমার সঙ্গে পড়তে চাই।” ফলে নেটিজেনদের কিছু বুঝতে আর বাকি থাকে না।
অঙ্গনার সঙ্গে এক মিষ্টি ছবি শেয়ার করে রোহন লেখেন, “তোমার সঙ্গে উড়তে চাই, তোমার সঙ্গে পড়তে চাই।” ফলে নেটিজেনদের কিছু বুঝতে আর বাকি থাকে না।
advertisement
3/6
রোহন ও সৃজলার সম্পর্ক ছিল দীর্ঘ ৫ বছরের৷ লিভ ইনের সম্পর্ক ছিল তাঁদের৷ প্রথম থেকেই নিজেদের সম্পর্ক নিয়ে কোনও রাখঢাক করেননি দু’জনে৷
রোহন ও সৃজলার সম্পর্ক ছিল দীর্ঘ ৫ বছরের৷ লিভ ইনের সম্পর্ক ছিল তাঁদের৷ প্রথম থেকেই নিজেদের সম্পর্ক নিয়ে কোনও রাখঢাক করেননি দু’জনে৷
advertisement
4/6
তবে সেই প্রেম ভেঙেছে অনেকদিন। কোনও তিক্ততা রাখেননি কেউই। আবার নতুন করে শুরু করতে চলেছেন অভিনেতা।
তবে সেই প্রেম ভেঙেছে অনেকদিন। কোনও তিক্ততা রাখেননি কেউই। আবার নতুন করে শুরু করতে চলেছেন অভিনেতা।
advertisement
5/6
অতন্ত্য পরিচিত সিনেমা 'আলো' দিয়ে প্রথম অভিনয়ে হাতে খড়ি অঙ্গনার। তারপর 'ইন্দুবালা ভাতের হোটেল', 'পাপ', 'নষ্টনীড়', 'তানসেনের তানপুরা'র মতো জনপ্রিয় সব ওয়েব সিরিজে কাজ করেছেন তিনি। রোহন ছোটপর্দার পরিচিত মুখ তো বটেই। পাশাপাশি বড় পর্দাতেও কাজ করেছেন তিনি। সম্প্রতি বাঘাযতীন ছবিতে দেবের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন।
অতন্ত্য পরিচিত সিনেমা 'আলো' দিয়ে প্রথম অভিনয়ে হাতে খড়ি অঙ্গনার। তারপর 'ইন্দুবালা ভাতের হোটেল', 'পাপ', 'নষ্টনীড়', 'তানসেনের তানপুরা'র মতো জনপ্রিয় সব ওয়েব সিরিজে কাজ করেছেন তিনি। রোহন ছোটপর্দার পরিচিত মুখ তো বটেই। পাশাপাশি বড় পর্দাতেও কাজ করেছেন তিনি। সম্প্রতি বাঘাযতীন ছবিতে দেবের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন।
advertisement
6/6
আপাতত টলি-টাউনের এই নতুন জুটি নিয়ে এখন চলছে জোর আলোচনা।
আপাতত টলি-টাউনের এই নতুন জুটি নিয়ে এখন চলছে জোর আলোচনা।
advertisement
advertisement
advertisement