Mimi Chakraborty: অবশেষে বিয়ে করছেন মিমি চক্রবর্তী? নিজের মুখেই দিলেন আসল উত্তর

Last Updated:
Mimi Chakraborty: এক ভক্ত মিমিকে প্রশ্ন করেন, “কবে বিয়ে করবেন আপনি?”মিমি লেখেন, “কী জন্য করব?” সঙ্গে হাসির স্টিকার।
1/7
টলিউডে এক দশক পার। ধারাবাহিক থেকে এক লাফে বড় পর্দা। তার পর রাজনীতি। নিন্দকরা বলেন, "তিনি নাকউঁচু। বড্ড বেশি পারিশ্রমিক নেন।"
টলিউডে এক দশক পার। ধারাবাহিক থেকে এক লাফে বড় পর্দা। তার পর রাজনীতি। নিন্দকরা বলেন, "তিনি নাকউঁচু। বড্ড বেশি পারিশ্রমিক নেন।"
advertisement
2/7
ফিগার হোক কিংবা ফটোশ্যুট টলিপাড়ার অভিনেত্রীরা একের পর এক ছক্কা হাঁকাচ্ছেন। তাদের স্টাইল স্টেটমেন্টে হার মানছে বলি সুন্দরীরাও। সেই তালিকায় রয়েছেন মিমি চক্রবর্তী৷
ফিগার হোক কিংবা ফটোশ্যুট টলিপাড়ার অভিনেত্রীরা একের পর এক ছক্কা হাঁকাচ্ছেন। তাদের স্টাইল স্টেটমেন্টে হার মানছে বলি সুন্দরীরাও। সেই তালিকায় রয়েছেন মিমি চক্রবর্তী৷
advertisement
3/7
একাধারে অভিনেত্রী, অন্যদিকে সাংসদ, টলিপাড়ার অভিনেত্রী মিমি চক্রবর্তী সমান তালে সবটা চালিয়ে যাচ্ছেন। ফিগার হোক কিংবা ফটোশ্যুট টলিপাড়ার অভিনেত্রীদের বলে বলে গোল দিচ্ছেন মিমি চক্রবর্তী।
একাধারে অভিনেত্রী, অন্যদিকে সাংসদ, টলিপাড়ার অভিনেত্রী মিমি চক্রবর্তী সমান তালে সবটা চালিয়ে যাচ্ছেন। ফিগার হোক কিংবা ফটোশ্যুট টলিপাড়ার অভিনেত্রীদের বলে বলে গোল দিচ্ছেন মিমি চক্রবর্তী।
advertisement
4/7
৭ ডিসেম্বর ২০১২ তারিখে মুক্তি পায় 'বাপি বাড়ি যা' চলচ্চিত্র। সেই সিনেমার মাধ্যমেই মিমির অভিনয়ের যাত্রা শুরু। টেলিভিশনের পর্দায় তাঁকে প্রথম দেখা গিয়েছিল 'পুপে' রূপে। তারপর বহু ছবিতে অভিনয় করেছেন।
৭ ডিসেম্বর ২০১২ তারিখে মুক্তি পায় 'বাপি বাড়ি যা' চলচ্চিত্র। সেই সিনেমার মাধ্যমেই মিমির অভিনয়ের যাত্রা শুরু। টেলিভিশনের পর্দায় তাঁকে প্রথম দেখা গিয়েছিল 'পুপে' রূপে। তারপর বহু ছবিতে অভিনয় করেছেন।
advertisement
5/7
তবে অভিনেত্রীর ব্য়ক্তিগত জীবন খুব একটা প্রকাশ্য়ে আসে না। কাউকে নিয়ে খুব একটা গুঞ্জনও শোনা যায়নি।
তবে অভিনেত্রীর ব্য়ক্তিগত জীবন খুব একটা প্রকাশ্য়ে আসে না। কাউকে নিয়ে খুব একটা গুঞ্জনও শোনা যায়নি।
advertisement
6/7
সম্প্রতি ইনস্টাগ্রামে ভক্তদের সঙ্গে প্রশ্ন-উত্তরের খেলায় মেতেছিলেন অভিনেত্রী। সেখানেই নানা ধরনের প্রশ্ন আসে।
সম্প্রতি ইনস্টাগ্রামে ভক্তদের সঙ্গে প্রশ্ন-উত্তরের খেলায় মেতেছিলেন অভিনেত্রী। সেখানেই নানা ধরনের প্রশ্ন আসে।
advertisement
7/7
এক ভক্ত মিমিকে প্রশ্ন করেন, “কবে বিয়ে করবেন আপনি?”মিমি লেখেন, “কী জন্য করব?” সঙ্গে হাসির স্টিকার।
এক ভক্ত মিমিকে প্রশ্ন করেন, “কবে বিয়ে করবেন আপনি?”মিমি লেখেন, “কী জন্য করব?” সঙ্গে হাসির স্টিকার।
advertisement
advertisement
advertisement