Bonny-Koushani Wedding :চমকে দেওয়া খবর! বিয়ে করছেন বনি-কৌশানী? ছবি সামনে আসতেই তোলপাড় নেটদুনিয়া

Last Updated:
টলিউডের এরকম হেভিওয়েট জুটির বিয়ের খবরে সত্য়িই চমকে উঠেছেন সকলে।
1/5
দীর্ঘ আট বছর ধরে একে অপরের সঙ্গে সম্পর্কে রয়েছেন বনি সেনগুপ্ত ও কৌশানি মুখোপাধ্যায়৷ কবে বসবেন বিয়ের পিঁড়িতে?
দীর্ঘ আট বছর ধরে একে অপরের সঙ্গে সম্পর্কে রয়েছেন বনি সেনগুপ্ত ও কৌশানি মুখোপাধ্যায়৷ কবে বসবেন বিয়ের পিঁড়িতে?
advertisement
2/5
টলিপাড়ার আনাচে কানাচে যখন বিয়ে নিয়ে সাজ সাজ রব, তখন  বনি সেনগুপ্ত ও কৌশানী মুখোপাধ্যায়ের ইনস্টা পোস্ট জল্পনা উসকে দিয়েছে।
টলিপাড়ার আনাচে কানাচে যখন বিয়ে নিয়ে সাজ সাজ রব, তখন বনি সেনগুপ্ত ও কৌশানী মুখোপাধ্যায়ের ইনস্টা পোস্ট জল্পনা উসকে দিয়েছে।
advertisement
3/5
বনি তাঁর ইনস্টাগ্রামে কৌশানীর সঙ্গে ছবি পোস্ট করে লিখেছেন, 'আমি যা কিছু চেয়েছি তোমার থেকে।  একসঙ্গে মিলে গোটা পৃথিবী ঘুরব।'
বনি তাঁর ইনস্টাগ্রামে কৌশানীর সঙ্গে ছবি পোস্ট করে লিখেছেন, 'আমি যা কিছু চেয়েছি তোমার থেকে। একসঙ্গে মিলে গোটা পৃথিবী ঘুরব।'
advertisement
4/5
অন্দিকে কৌশানীর কাছেও এটা জীবনের সেরা স্মৃতি। টলিপাড়ায় এই মুহূর্তে চলছে বিয়ের মরসুম। আজই গাঁটছড়া বাঁধছেন সৌরভ-দর্শনা। সম্প্রতি বিয়ে সেরেছেন সন্দীপ্তা-সৌম্য়। তাহলে এবারে কি বনি-কৌশানী?
অন্দিকে কৌশানীর কাছেও এটা জীবনের সেরা স্মৃতি। টলিপাড়ায় এই মুহূর্তে চলছে বিয়ের মরসুম। আজই গাঁটছড়া বাঁধছেন সৌরভ-দর্শনা। সম্প্রতি বিয়ে সেরেছেন সন্দীপ্তা-সৌম্য়। তাহলে এবারে কি বনি-কৌশানী?
advertisement
5/5
বনি-কৌশানির ফটোশ্যুটের ছবি দেখে অনেকেই মনে করছেন এটা প্রিওয়েডিং শ্যুট। তবে বনি জানিয়েছেন, 'এটা একটা ফটোশ্যুট। ঘুরতে গিয়ে আমরা ছবি তুলেছিলাম। এর সঙ্গে আমাদের বিয়ের কোনও সম্পর্ক নেই।'
বনি-কৌশানির ফটোশ্যুটের ছবি দেখে অনেকেই মনে করছেন এটা প্রিওয়েডিং শ্যুট। তবে বনি জানিয়েছেন, 'এটা একটা ফটোশ্যুট। ঘুরতে গিয়ে আমরা ছবি তুলেছিলাম। এর সঙ্গে আমাদের বিয়ের কোনও সম্পর্ক নেই।'
advertisement
advertisement
advertisement