Rezwan Rabbani Sheikh: 'আমি তো বুদ্ধিমান নয়...' নতুন মেগা আসার আগে কেন এমন বললেন রেজওয়ান? কী নিয়ে ক্ষোভ উগড়ে দিলেন অভিনেতা

Last Updated:
বহু দিন পর ছোটপর্দায় ফিরছেন রেজওয়ান রব্বানি শেখ, নতুন মেগা ‘বঁধুয়া’র হাত ধরে। অনেকেই মেগার প্রোমো দেখে আন্দাজ করেছেন 'সত্য প্রেম কী কথা'র গল্পের সঙ্গে মিল রয়েছে এই ধারাবাহিকের। সেই বিষয়েই মুখ খুললেন অভিনেতা।
1/6
বহু দিন পর ছোটপর্দায় ফিরছেন রেজওয়ান রব্বানি শেখ। গত বছর মার্চে শেষ হয়েছিল ‘নবাব নন্দিনী’। নতুন মেগা ‘বঁধুয়া’র হাত ধরেই ফিরছেন তিনি।
বহু দিন পর ছোটপর্দায় ফিরছেন রেজওয়ান রব্বানি শেখ। গত বছর মার্চে শেষ হয়েছিল ‘নবাব নন্দিনী’। নতুন মেগা ‘বঁধুয়া’র হাত ধরেই ফিরছেন তিনি।
advertisement
2/6
কিন্তু মেগার প্রোমো প্রকাশ্যে আসতেই ওঠে মন্তব্যের ঝড়। অনেকেই মেগার প্রোমো দেখে আন্দাজ করেছেন কিয়ারা আডবানী ও কার্ত্তিক আরিয়ান অভিনীত 'সত্য প্রেম কী কথা'র গল্পের সঙ্গে মিল রয়েছে এই ধারাবাহিকের।
কিন্তু মেগার প্রোমো প্রকাশ্যে আসতেই ওঠে মন্তব্যের ঝড়। অনেকেই মেগার প্রোমো দেখে আন্দাজ করেছেন কিয়ারা আডবানী ও কার্ত্তিক আরিয়ান অভিনীত 'সত্য প্রেম কী কথা'র গল্পের সঙ্গে মিল রয়েছে এই ধারাবাহিকের।
advertisement
3/6
এই বিষয়ে একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেতা জানান, সোশ্যাল মিডিয়ায় সকলেই নিজের মতামত রাখতে পারেন। তিনি বলেন, "মানুষ আজকাল বড্ড জাজমেন্টাল, এতো বেশি বুঝে ফেলে আগে থেকে… আমি তো বুদ্ধিমান নয়! কারুর যদি মনে হয়ে থাকে, সেটা তার মত। আমি বলতে পারব না।"
এই বিষয়ে একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেতা জানান, সোশ্যাল মিডিয়ায় সকলেই নিজের মতামত রাখতে পারেন। তিনি বলেন, "মানুষ আজকাল বড্ড জাজমেন্টাল, এতো বেশি বুঝে ফেলে আগে থেকে… আমি তো বুদ্ধিমান নয়! কারুর যদি মনে হয়ে থাকে, সেটা তার মত। আমি বলতে পারব না।"
advertisement
4/6
রেজওয়ান জানান, তিনি নিজেও এখনও সম্পূর্ণ গল্প জানেন না। প্রোমোয় যেইটুকু প্রকাশ্যে এসেছে তিনি ঠিক ততটাই জানেন। গল্পে তাঁর নিজের চরিত্র কেমন হবে তাও তিনি সম্পূর্ণ ভাবে জানেন না।
রেজওয়ান জানান, তিনি নিজেও এখনও সম্পূর্ণ গল্প জানেন না। প্রোমোয় যেইটুকু প্রকাশ্যে এসেছে তিনি ঠিক ততটাই জানেন। গল্পে তাঁর নিজের চরিত্র কেমন হবে তাও তিনি সম্পূর্ণ ভাবে জানেন না।
advertisement
5/6
‘বঁধুয়া’র প্রোমো নিয়ে যে চর্চা হচ্ছে, বলা ভাল মেগার প্রোমো যে সকলকে ভাবাচ্ছে এতেই খুশি অভিনেতা।
‘বঁধুয়া’র প্রোমো নিয়ে যে চর্চা হচ্ছে, বলা ভাল মেগার প্রোমো যে সকলকে ভাবাচ্ছে এতেই খুশি অভিনেতা।
advertisement
6/6
ধারাবাহিকে রেজওয়ানের বিপরীতে দেখা যাবে নবাগতা জ্যোতির্ময়ীকে। ধারাবাহিকের শ্যুটিং এখনও শুরু হয়নি। কোন মেগার পরিবর্তে আসতে চলেছে ‘বঁধুয়া’ তাও এখনও জানা যায়নি।
ধারাবাহিকে রেজওয়ানের বিপরীতে দেখা যাবে নবাগতা জ্যোতির্ময়ীকে। ধারাবাহিকের শ্যুটিং এখনও শুরু হয়নি। কোন মেগার পরিবর্তে আসতে চলেছে ‘বঁধুয়া’ তাও এখনও জানা যায়নি।
advertisement
advertisement
advertisement