তাঁর খুব কাছের বন্ধু অক্ষয় ওবেরয় জানিয়েছেন, ইমরান আর কখনই অভিনয় করবেন না। বিদায় নিলেন অভিনয় থেকে। কিন্তু এর পিছনে কারণ হিসেবে ওই বন্ধু জানিয়েছেন সম্পর্কের টানা পোড়েনে বহুদিন ধরে অবসাদে রয়েছেন তিনি। আর এখন এই সিদ্ধান্ত একান্তই ইমরানের। photo source collected