Anupam-Iman: 'আমার যে কী হত’! পরম-পিয়ার বিয়ের পর হঠাৎ অনুপমকে নিয়ে ইমনের পোস্ট, তুঙ্গে জল্পনা

Last Updated:
পিয়া-পরমের বিয়ে পর অনুপমকে নিয়ে ইমনের পোস্ট ঘিরে নেটদুনিয়ায় জল্পনা তুঙ্গে।
1/6
একসময়ের সফর 'সঙ্গিনী' সঙ্গ ছেড়েছিলেন আগেই। হাত ধরেছেন 'পরম' প্রিয়বন্ধুর। একমাস আগেই প্রাক্তন স্ত্রী পিয়া সই সাবুদ করে বিয়ে করেছেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে।
একসময়ের সফর 'সঙ্গিনী' সঙ্গ ছেড়েছিলেন আগেই। হাত ধরেছেন 'পরম' প্রিয়বন্ধুর। একমাস আগেই প্রাক্তন স্ত্রী পিয়া সই সাবুদ করে বিয়ে করেছেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে।
advertisement
2/6
গত ২৭ নভেম্বর তাঁদের বিয়ের খবরে হইচই পড়ে যায়। সোশ্যাল মিডিয়া থেকে টলিপাড়া নানা মন্তব্য, কানাঘুষো, জল্পনা চলতেই থাকে। অবশেষে সেদিন সন্ধ্যায় প্রকাশ্যে আসে তাঁদের ছবি। সেই দিন অবশ্য দেশের বাইরে ছিলেন অনুপম রায়।
গত ২৭ নভেম্বর তাঁদের বিয়ের খবরে হইচই পড়ে যায়। সোশ্যাল মিডিয়া থেকে টলিপাড়া নানা মন্তব্য, কানাঘুষো, জল্পনা চলতেই থাকে। অবশেষে সেদিন সন্ধ্যায় প্রকাশ্যে আসে তাঁদের ছবি। সেই দিন অবশ্য দেশের বাইরে ছিলেন অনুপম রায়।
advertisement
3/6
তবে দেশে ফিরে সঙ্গীত পরিচালক আবার নিজের কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। ইতিমধ্যেই দেবের 'প্রধান' ছবিতে তাঁর গান মুক্তি পেয়েছে। আর তারমধ্যেই ইমন চক্রবর্তীর একটি পোস্ট ঘিরে তৈরি হয় গুঞ্জন।
তবে দেশে ফিরে সঙ্গীত পরিচালক আবার নিজের কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। ইতিমধ্যেই দেবের 'প্রধান' ছবিতে তাঁর গান মুক্তি পেয়েছে। আর তারমধ্যেই ইমন চক্রবর্তীর একটি পোস্ট ঘিরে তৈরি হয় গুঞ্জন।
advertisement
4/6
টলিউডের অতন্ত্য পরিচিত গায়িকাদের তালিকায় রয়েছেন ইমন চক্রবর্তী। তার গান বহু মানুষের প্রাণ ছুঁয়ে যায়।
টলিউডের অতন্ত্য পরিচিত গায়িকাদের তালিকায় রয়েছেন ইমন চক্রবর্তী। তার গান বহু মানুষের প্রাণ ছুঁয়ে যায়।
advertisement
5/6
আর এবার তাঁর পোস্ট ঘিরে জল্পনা তুঙ্গে। হঠাৎ করেই তিনি নিজের সঙ্গে অনুপমের একটি ছবি স্যোশাল মিডিয়ায় শেয়ার করে নেন। সেখানে ইমনের পরনে ছিল গোলাপি সালোয়ার, আর অনুপমের লাল পাঞ্জাবি। ইমনের কাঁধে হাত দিয়ে তোলা ছবি। সেটাই অনুরাগীদের সঙ্গে ভাগ করে ক্যাপশনে গায়িকা লেখেন, ‘তুমি গান না বানালে আমার যে কী হত…’।
আর এবার তাঁর পোস্ট ঘিরে জল্পনা তুঙ্গে। হঠাৎ করেই তিনি নিজের সঙ্গে অনুপমের একটি ছবি স্যোশাল মিডিয়ায় শেয়ার করে নেন। সেখানে ইমনের পরনে ছিল গোলাপি সালোয়ার, আর অনুপমের লাল পাঞ্জাবি। ইমনের কাঁধে হাত দিয়ে তোলা ছবি। সেটাই অনুরাগীদের সঙ্গে ভাগ করে ক্যাপশনে গায়িকা লেখেন, ‘তুমি গান না বানালে আমার যে কী হত…’।
advertisement
6/6
হঠাৎ অনুপমকে নিয়ে এমন কথা কেন লিখলেন গায়িকা? আসলে অনুপমের সুরে গান গেয়ে তিনি জাতীয় পুরস্কার পেয়েছেন। তারপর নানা সময় তিনি অনুপমের সঙ্গে কাজ করেছেন সেই কৃতজ্ঞতা, ভালবাসা, বন্ধুত্ব ও শ্রদ্ধার জায়গা থেকেই গায়িকার এই পোস্ট বলে অনেকে মনে করছেন।
হঠাৎ অনুপমকে নিয়ে এমন কথা কেন লিখলেন গায়িকা? আসলে অনুপমের সুরে গান গেয়ে তিনি জাতীয় পুরস্কার পেয়েছেন। তারপর নানা সময় তিনি অনুপমের সঙ্গে কাজ করেছেন সেই কৃতজ্ঞতা, ভালবাসা, বন্ধুত্ব ও শ্রদ্ধার জায়গা থেকেই গায়িকার এই পোস্ট বলে অনেকে মনে করছেন।
advertisement
advertisement
advertisement