বলিউড অভিনেতা রণবীর সিংহ। তাঁর এনার্জির সঙ্গে তাল মিলিয়ে চলা মুশকিল বলেন অনেকেই। পুরস্কার বিতরণী অনুষ্ঠান হোক, বাড়ি থেকে হাঁটতে বেরোনো হোক, গাড়ি থেকে নামার সময়ে হোক অথবা হোক না কোনও গুরুগম্ভীর অনুষ্ঠান, ক্যামেরার সামনে তাঁকে শান্ত দেখতে দেখা যায়নি খুব একটা। তাঁর এই এনার্জির ঝড় বরাবর তুঙ্গে৷