‘শকা লাকা বুম বুম’-এর সেই খুদে আজ নতুন কনে, বিয়ে করলেন হংসিকা মোতওয়ানি

Last Updated:
Hansika Mogwani Wedding: সিঁদুর পরিয়ে দেওয়ার পর হংসিকাকে প্রকাশ্যেই চুম্বন করেন সোহেল। অভিনেত্রীর চোখে তখন আনন্দাশ্রু
1/8
দীর্ঘ দিনের প্রেমিক সোহেল কাঠুরিয়ার সঙ্গে বিয়ের বন্ধনে বাঁধা পড়লেন হংসিকা মোতওয়ানি। রবিবার জয়পুরের মান্ডোটা ফোর্ট অ্যান্ড প্যালেসে গাঁটছড়া বাঁধলেন শাকা লাকা বুম বুম-এর জনপ্রিয় এই অভিনেত্রী।
দীর্ঘ দিনের প্রেমিক সোহেল কাঠুরিয়ার সঙ্গে বিয়ের বন্ধনে বাঁধা পড়লেন হংসিকা মোতওয়ানি। রবিবার জয়পুরের মান্ডোটা ফোর্ট অ্যান্ড প্যালেসে গাঁটছড়া বাঁধলেন শাকা লাকা বুম বুম-এর জনপ্রিয় এই অভিনেত্রী।
advertisement
2/8
তাঁদের বিয়ের ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল। লাল লেহঙ্গায় অপরূপা হংসিকার সৌন্দর্য থেকে চোখ ফেরানোই কঠিন। সোহেল সেজেছিলেন আইভরি রঙা শেরওয়ানিতে।
তাঁদের বিয়ের ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল। লাল লেহঙ্গায় অপরূপা হংসিকার সৌন্দর্য থেকে চোখ ফেরানোই কঠিন। সোহেল সেজেছিলেন আইভরি রঙা শেরওয়ানিতে।
advertisement
3/8
আলো, আতসবাজির রোশনাইয়ে কেল্লায় রাজকীয় পরিবেশে অনুষ্ঠিত হল দু’জনের মালাবদল, সিঁদুরদান ও অন্যান্য রীতিনীতি। সিঁদুর পরিয়ে দেওয়ার পর হংসিকাকে প্রকাশ্যেই চুম্বন করেন সোহেল। অভিনেত্রীর চোখে তখন আনন্দাশ্রু।
আলো, আতসবাজির রোশনাইয়ে কেল্লায় রাজকীয় পরিবেশে অনুষ্ঠিত হল দু’জনের মালাবদল, সিঁদুরদান ও অন্যান্য রীতিনীতি। সিঁদুর পরিয়ে দেওয়ার পর হংসিকাকে প্রকাশ্যেই চুম্বন করেন সোহেল। অভিনেত্রীর চোখে তখন আনন্দাশ্রু।
advertisement
4/8
এর আগে রবিবার তাঁদের হলদি ও সঙ্গীত অনুষ্ঠানের ছবি বাজিমাত করেছিল সোশ্যাল মিডিয়ায়। হলদি অনুষ্ঠানে এই জুটি সেজেছিল সাদা রঙের ফ্লোরাল পোশাকে। সঙ্গীত-এর দিন হংসিকার পরনে ছিল গোলাপি লেহঙ্গা।
এর আগে রবিবার তাঁদের হলদি ও সঙ্গীত অনুষ্ঠানের ছবি বাজিমাত করেছিল সোশ্যাল মিডিয়ায়। হলদি অনুষ্ঠানে এই জুটি সেজেছিল সাদা রঙের ফ্লোরাল পোশাকে। সঙ্গীত-এর দিন হংসিকার পরনে ছিল গোলাপি লেহঙ্গা।
advertisement
5/8
পেশায় ব্যবসায়ী সোহেল প্যারিসে আইফেট টাওয়ারের নীচে প্রোপোজ করেছিলেন হংসিকাকে৷ রীতিমতো হাঁটু মুড়ে বসে পশ্চিমী কায়দায় তাঁর প্রেম নিবেদন মন জয় করেছিল নেটিজেনদের৷ এর পর হংসিকার ব্যাচেলর্স পার্টি উদযাপিত হয় গ্রিসে৷ ইনস্টাগ্রামে ভিডিও পোস্ট করে হংসিকা লিখেছিলেন ‘এখনও পর্যন্ত সেরা ব্যাকালোরেট৷’
পেশায় ব্যবসায়ী সোহেল প্যারিসে আইফেট টাওয়ারের নীচে প্রোপোজ করেছিলেন হংসিকাকে৷ রীতিমতো হাঁটু মুড়ে বসে পশ্চিমী কায়দায় তাঁর প্রেম নিবেদন মন জয় করেছিল নেটিজেনদের৷ এর পর হংসিকার ব্যাচেলর্স পার্টি উদযাপিত হয় গ্রিসে৷ ইনস্টাগ্রামে ভিডিও পোস্ট করে হংসিকা লিখেছিলেন ‘এখনও পর্যন্ত সেরা ব্যাকালোরেট৷’
advertisement
6/8
ছোট্ট হংসিকা শিশু অভিনেতা হিসেবে মন জয় করেছিলেন কেরিারের শুরুতেই৷ দূরদর্শনে তুমুল জনপ্রিয় ‘শকা লকা বুম বুম’ ধারাবাহিকে তিনি অভিনয় করেছিলেন করুণা তথা সোনা চরিত্রে৷ এর পর শিশু অভিনেতা হিসেবেই তাঁকে দেখা গিয়েছিল ‘হাওয়া’, ‘কোই মিল গ্যয়া’, ‘অ্যাবরা কা ড্যাবরা’-সহ বেশ কিছু ছবিতে৷
ছোট্ট হংসিকা শিশু অভিনেতা হিসেবে মন জয় করেছিলেন কেরিারের শুরুতেই৷ দূরদর্শনে তুমুল জনপ্রিয় ‘শকা লকা বুম বুম’ ধারাবাহিকে তিনি অভিনয় করেছিলেন করুণা তথা সোনা চরিত্রে৷ এর পর শিশু অভিনেতা হিসেবেই তাঁকে দেখা গিয়েছিল ‘হাওয়া’, ‘কোই মিল গ্যয়া’, ‘অ্যাবরা কা ড্যাবরা’-সহ বেশ কিছু ছবিতে৷
advertisement
7/8
পরবর্তীতে বলিউডে সেরকম নজর কাড়তে না পারলেও দক্ষিণী ইন্ডাস্ট্রিতে বেশ কিছু ছবিতে অভিনয় করেছেন হংসিকা৷
পরবর্তীতে বলিউডে সেরকম নজর কাড়তে না পারলেও দক্ষিণী ইন্ডাস্ট্রিতে বেশ কিছু ছবিতে অভিনয় করেছেন হংসিকা৷
advertisement
8/8
প্রসঙ্গত সোহেলের প্রথম বিয়েতেও অভ্যাগতদের মধ্যে হাজির ছিলেন হংসিকা৷ এমনকি সেই ভিডিও প্রকাশ্যেও এসেছে যেখানে তাঁকে সোহেলের প্রথম বিয়েতে নাচতেও দেখা যাচ্ছে৷
প্রসঙ্গত সোহেলের প্রথম বিয়েতেও অভ্যাগতদের মধ্যে হাজির ছিলেন হংসিকা৷ এমনকি সেই ভিডিও প্রকাশ্যেও এসেছে যেখানে তাঁকে সোহেলের প্রথম বিয়েতে নাচতেও দেখা যাচ্ছে৷
advertisement
advertisement
advertisement