

‘রব নে বানা দি জোড়ি’ এটাই যেন ট্যাগ লাইন হতে পারে দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংয়ের বিয়ের ৷ গোটা দেশ অপেক্ষায় বসে ছিল লম্বা প্রেম পর্বের শেষে কবে গাঁটছড়া বাঁধবেন এই লাভবার্ডস ৷ সেই অপেক্ষার অবসান ৷ বিয়ে, দেশে ফেরা, প্রথম রিসেপশন একে একে এগিয়ে চলেছেন জাস্ট ম্যারেড কাপল ৷ Photo- instagram


এই দম্পতি প্রেমপর্বের শুরুতে বিষয়টিতকে হালকা গোপন করলেও যত দিন এগিয়েছে তত তাঁরা সকলের সামনেই এই সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন ৷ রাশিচক্রের হিসেবে দীপিকা মকর ও রণবীর কর্কট ৷ চরিত্রগত বৈশিষ্ট্যের দিক থেকে একেবারে বিপরীত মেরুর বাসিন্দা ৷ Photo- instagram


নিজেদের বিয়ের জন্য ১৪ ও ১৫ নভেম্বর বেছেছিলেন দীপবীর ৷ দুটি দিনই গ্রহের উপস্থিতি হিসেবে দারুণ ভালো ৷ Photo-PTI


কোঙ্কনি মতে বিয়ে হয়েছিল ১৪ তারিখ ও সিন্ধ্রি মতে বিয়ে হয়েছিল ১৫ তারিখ ৷ দুটি রীতিই পুরোপুরি মেনে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছে এই দুই বলিউড সেলিব্রিটি ৷ এতেও দু‘জনের চরিত্রের বিষয়টি পরিষ্কার ফুটে উঠেছে ৷ Photo-PTI


তাঁদের এই বৈচিত্রপূর্ণ চারিত্রিক বৈশিষ্ট্যের জন্য নক্ষত্রও খুবই প্রভাবশালী দু‘জনের জীবনে ৷ এতদিন নক্ষত্রের প্রভাবে তরতর করে এগিয়েছে এই সম্পর্ক ৷ সামনের দিনেও গ্রহ-নক্ষত্রের অবস্থান এই সম্পর্কের আরও গভীরতা বৃদ্ধির দিকেই নির্দেশিকা দেখাচ্ছে ৷ Photo-PTI


সবথেকে বড় কথা এরা দু‘জন দুজনের বন্ধু তাই এই সম্পর্ক বাড়তি একটা গভীরতা পেয়ে যাচ্ছে আর পাঁচজন দম্পতির থেকে যা তাঁদের অনেকটা আলাদা করে দিচ্ছে ৷ Photo- instagram


সব মিলিয়ে এটা একটা দারুণ পজিটিভ বিয়ে ৷ একে অপরকে ধাক্কা দিয়ে পিছনে ফেলে দেওয়া নয় বন্ধু হিসেবেও এঁরা একে অপরকে এগিয়ে নিয়ে গেছেন আর স্বামী স্ত্রী হিসেবেও এঁরা একে অপরকে এগিয়ে দেবেন এমনটাই বলছে নক্ষত্রের যোগ৷ Photo-PTI


বক্স অফিসে যেমন সাফল্য পাবে দীপবীরের ছবি তেমনিই ফ্যানরাও চেটেপুটে মজা নেবেন এঁদের সেরা অনস্ক্রিন পারফরম্যান্সের ৷ Photo- instagram


চলচ্চিতের পাশাপাশি দীপবীর জুটি হয়ত সামনের দিনে নিজেদের বিজনেস লাইনও খুলতে পারেন ৷ তা সে কসমেটিক্স হোক বা গারমেন্টস কিম্বা অন্য কিছু ৷ Photo-PTI