Pavitra Rishta Season 2: ফিরছে সেই প্রেমের ধারাবাহিক, অঙ্কিতা থাকবেন কিন্তু কে থাকবে সুশান্তের চরিত্রে?
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
২০০৯ শুরু হয় পবিত্র রিস্তা ধারাবাহিক৷ সুশান্ত সিং রাজপুত ও অঙ্কিতা লোখন্ডে ছিলেন প্রধান চরিত্রে৷
•তাঁর মৃত্যুতে চোখের জলে ভেসেছে গোটা দেশ৷ বহু দিন মৃত্যুর কারণ ও তার তদন্ত নিয়ে আলোচনা চলে৷ কিন্তু বাস্তব তো এটাই যে সুশান্ত সিং রাজপুত আর ফিরবেন না৷ আর সেই মন ভোলানো হাসি দেখা যাবে না পর্দায়৷ হিন্দি ধারাবাহিক পবিত্র রিস্তা থেকে যাঁর পথ চলা শুরু সেই সুশান্তের স্মৃতি ফিরিয়ে আনছেন শোয়ের প্রযোজক একতা কাপুর৷
advertisement
advertisement
advertisement
•অঙ্কিতা লোখান্ডেই থাকবেন অর্চনার চরিত্রে৷ কিন্তু মানব কে হবেন? সেটাই প্রশ্ন৷ এই চরিত্রে অভিনয় করতেন সুশান্ত সিং রাজপুত৷ প্রয়াত সুশান্ত সিং-এর এই চরিত্রে কাকে বেছে নেওয়া হবে, তাঁকে দেখার অপেক্ষায় দর্শক৷ সুশান্ত-অঙ্কিতার রসায়ন এতটাই ভাল ছিল এবং এই ধারাবাহিকের সঙ্গে এমনভাবে যুক্ত হয়ে গিয়েছিলেন সুশান্ত যে তাঁকে বাদ দিয়ে যেন কাউকেই মনে ধরবে না দর্শকদের৷ তাঁর স্থান যিনি গ্রহণ করবেন, তাঁর জন্য থাকবে মারাত্মক চ্যালেঞ্জ৷
advertisement
advertisement