

টিভির সর্বকালীন জনপ্রিয়তম সিরিয়াল রামায়ণে (Ramayan) রামের চরিত্রে অভিনয় করেছিলেন অরুণ গোভিল (Arun Govil)৷ আর রামই যাঁদের রাজনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ সেই বিজেপি (BJP) -দলে যোগ দিলেন ‘শ্রী রাম’৷ শুক্রবার সরকারিভাবে বিজেপিতে যোগ দিলেন অরুণ গোভিল৷ অরুণ গোভিলের বিজেপিতে যোগ দেওয়া এই মুহূর্তে দাঁড়িয়ে মাস্টারস্ট্রোক হিসেবে দেখা হচ্ছে৷ (Photo Courtesy-Instagram @siyaramkijai)


সামনেই পাঁচ জায়গায় বিধানসভা ভোট সেক্ষেত্রে শ্রী রাম স্বয়ং বিজেপি-র হয়ে প্রচার করলে তা অন্য মাত্রায় পৌঁছবে ৷ কারণ সাধারণ ভোটারদের কাছে অরুণ গোভিল যে রাম হয়েছিলেন তা এখনও অমলিন৷ (Photo Courtesy-Instagram @siyaramkijai)


কিছুদিন আগেই অরুণ গোভিল একটি টিভির অনুষ্ঠানে হাজির হয়েছিলেন যেখানে তিনি ছাড়াও রামায়ণে তাঁর সঙ্গে অভিনয় করা সীতা দীপিকা চিখলিয়া-র মতো একাধিক প্রধান চরিত্ররা হাজির ছিলেন৷ সেখানে নিজের জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলির কথা বলছিলেন৷ (Photo Courtesy-Instagram @siyaramkijai)


রিপোর্ট অনুযায়ি মুম্বইতে তিনি অভিনেতা নয়, সফল ব্যবসায়ী হওয়ার লক্ষ্যে এসেছিলেন৷ অভিনয়ে আসাকে পুরোপুরি ইশ্বরের ইচ্ছা বলেই জানিয়েছেন তিনি৷ ব্যবসায়ী না হয়ে অভিনেতা হওয়াটা ভগবান শ্রী রামের অমোঘ নির্দেশ বলে মেনেছেন তিনি৷ (Photo Courtesy-Instagram @siyaramkijai)


রাম হওয়ার পর তাঁর জনপ্রিয়তা আকাশ ছোঁওয়া হয়ে গিয়েছিল৷ লোকে তাঁকেই রাম ভেবে পুজো করত৷ শুধু দেশ নয় বিদেশেও তাঁর জনপ্রিয়তা ছড়িয়ে পড়ে৷ তাঁকে ছোট থেকে বুড়োরা পুজো করত! (Photo Courtesy-Instagram @siyaramkijai)


১৯৫৮ -র ১২ জানুয়ারি জন্মেছেন অরুণ গোভিল৷ তিনি প্রথমে ফিলমে সেভাবে জনপ্রিয় হননি, কিন্তু রামের চরিত্রে অভিনয় করার পর তিনি একেবারে পৃথিবী বিখ্যাত হয়ে যান৷ (Photo Courtesy-Instagram @siyaramkijai)


২০২০ তে লকডাউনে ফের টিভি চ্যানেলে রামায়ণের সম্প্রচার শুরু করে কেন্দ্রীয় সরকার৷ যার ফলে ফের একবার চরমে পৌঁছে যায় রামায়ণের জনপ্রিয়তা৷ (Photo Courtesy-Instagram @siyaramkijai)