বিয়ের লেহেঙ্গা চূড়ান্ত করতে ৬ ঘণ্টা বৈঠক করলেন নিক-প্রিয়াঙ্কা!

Last Updated:
1/8
• বিয়ের সানাই বাজল বলে ৷ শোনা যাচ্ছে, ‘বাজিরাও মস্তানি’র দুই নায়িকাই গাঁটছড়া বাঁধবেন এই নভেম্বরে ৷ আর সে কারণেই জোরদার চলছে সেই প্রস্তুতি ৷ দেশি গার্ল প্রিয়াঙ্কা চোপড়া এবং মার্কিন পপ তারকা নিক জোনসের বাগদান পর্ব শেষ ৷ এবার শুধু ছাদনাতলায় বসার অপেক্ষা ৷ আর সে কারণেই চোপড়া-জোনস পরিবারে ব্যস্ততা এখন তুঙ্গে ৷
• বিয়ের সানাই বাজল বলে ৷ শোনা যাচ্ছে, ‘বাজিরাও মস্তানি’র দুই নায়িকাই গাঁটছড়া বাঁধবেন এই নভেম্বরে ৷ আর সে কারণেই জোরদার চলছে সেই প্রস্তুতি ৷ দেশি গার্ল প্রিয়াঙ্কা চোপড়া এবং মার্কিন পপ তারকা নিক জোনসের বাগদান পর্ব শেষ ৷ এবার শুধু ছাদনাতলায় বসার অপেক্ষা ৷ আর সে কারণেই চোপড়া-জোনস পরিবারে ব্যস্ততা এখন তুঙ্গে ৷
advertisement
2/8
• একটি সূত্রের তরফে জানা গিয়েছে, যোধপুরের বিখ্যাত বিয়ের ভেন্যু উমেদ ভবন প্যালেসে হবে তাঁদের বিয়ে এবং অন্যান্য অনুষ্ঠান। ৩০ নভেম্বর থেকে শুরু হবে বিয়ের উৎসব। আর তা চলবে তিন দিন। বিয়ে ঘিরে এরই মধ্যে দুই পরিবারে শুরু হয়ে গিয়েছে চূড়ান্ত প্রস্তুতি।
• একটি সূত্রের তরফে জানা গিয়েছে, যোধপুরের বিখ্যাত বিয়ের ভেন্যু উমেদ ভবন প্যালেসে হবে তাঁদের বিয়ে এবং অন্যান্য অনুষ্ঠান। ৩০ নভেম্বর থেকে শুরু হবে বিয়ের উৎসব। আর তা চলবে তিন দিন। বিয়ে ঘিরে এরই মধ্যে দুই পরিবারে শুরু হয়ে গিয়েছে চূড়ান্ত প্রস্তুতি।
advertisement
3/8
• বিয়ে বললেই সবার আগে মনে আসে সাজগোজের কথা ৷ আর যেখানে বিয়ের কনে খোদ প্রিয়াঙ্কা চোপড়া, সেখানে পোশাক আর ফ্যাশনের উপর নজর তো থাকবেই ৷
• বিয়ে বললেই সবার আগে মনে আসে সাজগোজের কথা ৷ আর যেখানে বিয়ের কনে খোদ প্রিয়াঙ্কা চোপড়া, সেখানে পোশাক আর ফ্যাশনের উপর নজর তো থাকবেই ৷
advertisement
4/8
• জানা গিয়েছে, বলি সেলেবদের ফেভারিট ডিজাইনার সব্যসাচী চক্রবর্তীকে নয়, এবার নায়িকার পছন্দ হয়েছে অন্য এক ডিজাইনার জুটিকে ৷
• জানা গিয়েছে, বলি সেলেবদের ফেভারিট ডিজাইনার সব্যসাচী চক্রবর্তীকে নয়, এবার নায়িকার পছন্দ হয়েছে অন্য এক ডিজাইনার জুটিকে ৷
advertisement
5/8
• জানা গিয়েছে, আবু জানি ও সন্দীপ খোসলার ডিজাইন করা বিশেষ লেহেঙ্গায় সাজবেন পিগি চপস ৷
• জানা গিয়েছে, আবু জানি ও সন্দীপ খোসলার ডিজাইন করা বিশেষ লেহেঙ্গায় সাজবেন পিগি চপস ৷
advertisement
6/8
• আর সে কারণেই নাকি ডিজাইনারদ্বয়ের সঙ্গে ৬ ঘণ্টা বৈঠক করেছেন নিয়াঙ্কা ৷
• আর সে কারণেই নাকি ডিজাইনারদ্বয়ের সঙ্গে ৬ ঘণ্টা বৈঠক করেছেন নিয়াঙ্কা ৷
advertisement
7/8
• তবে এতে আশ্চর্য হওয়ার কিছু নেই ৷ জীবনের অন্যতম বিশেষ দিন বলে কথা !
• তবে এতে আশ্চর্য হওয়ার কিছু নেই ৷ জীবনের অন্যতম বিশেষ দিন বলে কথা !
advertisement
8/8
• ৬ অক্টোবর হবু স্বামী-স্ত্রীর সঙ্গে এই মিটিং করেছেন আবু জানি ও সন্দীপ খোসলা ৷
• ৬ অক্টোবর হবু স্বামী-স্ত্রীর সঙ্গে এই মিটিং করেছেন আবু জানি ও সন্দীপ খোসলা ৷
advertisement
advertisement
advertisement