Lisa Haydon: কোলে তৃতীয় সন্তান, সুখবর দিলেন বলি নায়িকা!

Last Updated:
আগে থেকেই জানতেন যে, কন্যা সন্তান (Baby girl) হবে তাঁর৷
1/6
•তৃতীয়বার মা হলেন বলি নায়িকা৷ সুখবর দিলেন খুবই অভিনব ভাবে৷ সোশ্যাল মিডিয়ায় এক ভক্তের প্রশ্নের উত্তরে তিনি জানালেন যে কন্যা সন্তানের মা হয়েছেন তিনি৷
•তৃতীয়বার মা হলেন বলি নায়িকা৷ সুখবর দিলেন খুবই অভিনব ভাবে৷ সোশ্যাল মিডিয়ায় এক ভক্তের প্রশ্নের উত্তরে তিনি জানালেন যে কন্যা সন্তানের মা হয়েছেন তিনি৷
advertisement
2/6
•সোশ্যাল মিডিয়ায় এক ভক্ত প্রশ্ন করেন, তৃতীয় সন্তান কোথায়? তখনই নায়িকা উত্তর দেন, আমার কোলে৷ এর আগে ২ সন্তান রয়েছে তাঁর৷ জ্যাক ও লিও তাদের নাম৷
•সোশ্যাল মিডিয়ায় এক ভক্ত প্রশ্ন করেন, তৃতীয় সন্তান কোথায়? তখনই নায়িকা উত্তর দেন, আমার কোলে৷ এর আগে ২ সন্তান রয়েছে তাঁর৷ জ্যাক ও লিও তাদের নাম৷
advertisement
3/6
•চারদিন আগেই লিজা হেডেনর তৃতীয় সন্তানের খবর সামনে আসে৷ এবছর ফেব্রুয়ারি মাসে তিনি জানান যে তিনি গর্ভবতী৷ তবে সেই খবর জানানোর মধ্যেও ছিল অভিনবত্ব৷ কারণ নায়িকা নিজে নন, তাঁর ছোট ছেলে জ্যাকের মাধ্যমে তিনি জানিয়ে দেন যে তার বোন আসছে৷
•চারদিন আগেই লিজা হেডেনর তৃতীয় সন্তানের খবর সামনে আসে৷ এবছর ফেব্রুয়ারি মাসে তিনি জানান যে তিনি গর্ভবতী৷ তবে সেই খবর জানানোর মধ্যেও ছিল অভিনবত্ব৷ কারণ নায়িকা নিজে নন, তাঁর ছোট ছেলে জ্যাকের মাধ্যমে তিনি জানিয়ে দেন যে তার বোন আসছে৷
advertisement
4/6
•অর্থাৎ আগে থেকেই তাঁরা জানতে পারেন যে এবার কন্যা সন্তান হতে চলেছে তাঁদের৷ সেই মতো লিজার ছেলে জানায় যে বাড়িতে বোন আসবে!
•অর্থাৎ আগে থেকেই তাঁরা জানতে পারেন যে এবার কন্যা সন্তান হতে চলেছে তাঁদের৷ সেই মতো লিজার ছেলে জানায় যে বাড়িতে বোন আসবে!
advertisement
5/6
•এরপর এক সাক্ষাৎকারে লিজা জানান যে, তাঁর সন্তান প্রসবের দিন ২২ জুন ধার্য হয়েছে৷ তবে সেই দিনটি এগিয়ে আসতে পারে বলে তিনি জানিয়েছিলেন৷ সময় মতোই তৃতীয় সন্তান প্রসব করেছেন লিজা৷
•এরপর এক সাক্ষাৎকারে লিজা জানান যে, তাঁর সন্তান প্রসবের দিন ২২ জুন ধার্য হয়েছে৷ তবে সেই দিনটি এগিয়ে আসতে পারে বলে তিনি জানিয়েছিলেন৷ সময় মতোই তৃতীয় সন্তান প্রসব করেছেন লিজা৷
advertisement
6/6
•এই নিয়ে তিন সন্তান হল তাঁর৷ তবে তাও যেন একটু উদ্বেগেই ছিলেন লিজা হেডেন৷ নবজাতকে আঁকড়ে এখন দিন কাটবে অ্যায় দিল হ্যায় মুশকিল, কুইন, হাউজফুল থ্রি, আয়শা ছবিতে অভিনয় করা লিজার৷
•এই নিয়ে তিন সন্তান হল তাঁর৷ তবে তাও যেন একটু উদ্বেগেই ছিলেন লিজা হেডেন৷ নবজাতকে আঁকড়ে এখন দিন কাটবে অ্যায় দিল হ্যায় মুশকিল, কুইন, হাউজফুল থ্রি, আয়শা ছবিতে অভিনয় করা লিজার৷
advertisement
advertisement
advertisement