রাজস্থানে রাজকীয়ভাবে বিয়ে হচ্ছে নিক-প্রিয়ঙ্কার, জেনে নিন আয়োজনের বহর

Last Updated:
1/11
•• আগামী ২৯ নভেম্বর থেকে শুরু করে ৩ ডিসেম্বর পর্যন্ত চলবে নিক-প্রিয়াঙ্কার বিয়ের অনুষ্ঠান। ইতিমধ্যেই এদেশে এসে পৌঁছেছেন দেশি গার্লের হবু বর।
•• আগামী ২৯ নভেম্বর থেকে শুরু করে ৩ ডিসেম্বর পর্যন্ত চলবে নিক-প্রিয়াঙ্কার বিয়ের অনুষ্ঠান। ইতিমধ্যেই এদেশে এসে পৌঁছেছেন দেশি গার্লের হবু বর।
advertisement
2/11
•• আপাতত প্রিয়াঙ্কা ও নিক দিল্লিতে আয়োজিত বিশেষ ডিনারে যোগ দিয়েছেন।
•• আপাতত প্রিয়াঙ্কা ও নিক দিল্লিতে আয়োজিত বিশেষ ডিনারে যোগ দিয়েছেন।
advertisement
3/11
•• আগামী ২৯ নভেম্বর থেকে যোধপুরের উমেদ ভবনে শুরু হচ্ছে নিক-প্রিয়াঙ্কার বিয়ের যাবতীয় অনুষ্ঠান। প্রথমে মেহরণগড় দুর্গে হবে নিক জোনাস এবং প্রিয়াঙ্কা চোপড়ার মেহন্দি এবং সঙ্গীতের অনুষ্ঠান। ২৯ নভেম্বর জুড়ে হবে ওই অনুষ্ঠান।
•• আগামী ২৯ নভেম্বর থেকে যোধপুরের উমেদ ভবনে শুরু হচ্ছে নিক-প্রিয়াঙ্কার বিয়ের যাবতীয় অনুষ্ঠান। প্রথমে মেহরণগড় দুর্গে হবে নিক জোনাস এবং প্রিয়াঙ্কা চোপড়ার মেহন্দি এবং সঙ্গীতের অনুষ্ঠান। ২৯ নভেম্বর জুড়ে হবে ওই অনুষ্ঠান।
advertisement
4/11
•• ২ ডিসেম্বর হিন্দু প্রথায় বিয়ের পর ৩ ডিসেম্বর খ্রিস্টান মতে বিয়ে করবেন নিক-প্রিয়াঙ্কা।
•• ২ ডিসেম্বর হিন্দু প্রথায় বিয়ের পর ৩ ডিসেম্বর খ্রিস্টান মতে বিয়ে করবেন নিক-প্রিয়াঙ্কা।
advertisement
5/11
 •• ১ ডিসেম্বর প্রিয়াঙ্কা চোপড়া এবং নিক জোনাসের গায়ে হলুদের অনুষ্ঠান রয়েছে। ১ ডিসেম্বর গায়ে হলুদের অনুষ্ঠান শেষ হলে ২ ডিসেম্বর বসবে নিক-প্রিয়াঙ্কার বিয়ের আসর।
•• ১ ডিসেম্বর প্রিয়াঙ্কা চোপড়া এবং নিক জোনাসের গায়ে হলুদের অনুষ্ঠান রয়েছে। ১ ডিসেম্বর গায়ে হলুদের অনুষ্ঠান শেষ হলে ২ ডিসেম্বর বসবে নিক-প্রিয়াঙ্কার বিয়ের আসর।
advertisement
6/11
•• যেখানে হিন্দু রীতি মেনে প্রিয়াঙ্কার গলায় মালা দেবেন নিক জোনাস।
•• যেখানে হিন্দু রীতি মেনে প্রিয়াঙ্কার গলায় মালা দেবেন নিক জোনাস।
advertisement
7/11
 ••এরপর ৩০ নভেম্বর হবে ককটেল পার্টি। নিক এবং প্রিয়াঙ্কার ঘনিষ্ঠরাই ওই ককটেল পার্টিতে হাজির হবেন বলে জানা যাচ্ছে।
••এরপর ৩০ নভেম্বর হবে ককটেল পার্টি। নিক এবং প্রিয়াঙ্কার ঘনিষ্ঠরাই ওই ককটেল পার্টিতে হাজির হবেন বলে জানা যাচ্ছে।
advertisement
8/11
•• এরপর নিক ও প্রিয়াঙ্কাকে যোগ দিতে দেখা গিয়েছে মুম্বইয়ের একটি নৈশভোজে ৷ আসলে প্রিয়াঙ্কার কাছের মানুষরা চাইছেন এই হবু দম্পতিকে শুভেচ্ছায় ভরিয়ে দিতে ৷
•• এরপর নিক ও প্রিয়াঙ্কাকে যোগ দিতে দেখা গিয়েছে মুম্বইয়ের একটি নৈশভোজে ৷ আসলে প্রিয়াঙ্কার কাছের মানুষরা চাইছেন এই হবু দম্পতিকে শুভেচ্ছায় ভরিয়ে দিতে ৷
advertisement
9/11
 •• অন্যদিকে, নিক-প্রিয়াঙ্কার বিয়ের তদারকি করছেন প্রিয়াঙ্কার মা মধু চোপড়া। তিনি ইতিমধ্যে রাজস্থানের যোধপুরের উমেদ ভবনে পৌঁছে গিয়েছেন বলে খবর।
•• অন্যদিকে, নিক-প্রিয়াঙ্কার বিয়ের তদারকি করছেন প্রিয়াঙ্কার মা মধু চোপড়া। তিনি ইতিমধ্যে রাজস্থানের যোধপুরের উমেদ ভবনে পৌঁছে গিয়েছেন বলে খবর।
advertisement
10/11
•• জানা যাচ্ছে বিয়ের আগে উমেদ ভবনে পৌঁছনোর সময় পাপারাৎজির ক্যামেরার ক্লিক এড়াতে প্রিয়াঙ্কা ও নিক নাকি বিশেষ হেলিকপ্টরে করে উমেদ ভবনে পৌঁছবেন। বিশেষ সূত্রে খবর আগামী ২৯ নভেম্বর ও ৩ ডিসেম্বর বিয়ে করতে যাওয়া ও ফেরা দুদিনের জন্যই বিশেষ হেলিকপ্টর বুক করা হয়ে গিয়েছে।
•• জানা যাচ্ছে বিয়ের আগে উমেদ ভবনে পৌঁছনোর সময় পাপারাৎজির ক্যামেরার ক্লিক এড়াতে প্রিয়াঙ্কা ও নিক নাকি বিশেষ হেলিকপ্টরে করে উমেদ ভবনে পৌঁছবেন। বিশেষ সূত্রে খবর আগামী ২৯ নভেম্বর ও ৩ ডিসেম্বর বিয়ে করতে যাওয়া ও ফেরা দুদিনের জন্যই বিশেষ হেলিকপ্টর বুক করা হয়ে গিয়েছে।
advertisement
11/11
•• পাশাপাশি ওই একই হেলিকপ্টর কিছু আমন্ত্রিতদের জন্যও বুক করা হয়েছে। যেটি ওই অতিথিদের যোধপুর বিমানবন্দর থেকে উমেদভবন প্যলেসে নিয়ে যাবে। এভাবে হেলিকপ্টরটি ওই দিন ৫-৬ বার যাতায়ত করবে বলে খবর।
•• পাশাপাশি ওই একই হেলিকপ্টর কিছু আমন্ত্রিতদের জন্যও বুক করা হয়েছে। যেটি ওই অতিথিদের যোধপুর বিমানবন্দর থেকে উমেদভবন প্যলেসে নিয়ে যাবে। এভাবে হেলিকপ্টরটি ওই দিন ৫-৬ বার যাতায়ত করবে বলে খবর।
advertisement
advertisement
advertisement