Happy Bday Rani Mukerji: বয়স বাড়ছে, কেন ঘন ঘন স্বামীর সঙ্গে ঝগড়া হয় রানির? ফাঁস করলেন অভিনেত্রী

Last Updated:
২০১৪-এ রানি আদিত্যর বিয়ে হয়৷ ২০১৫-এ জন্ম নেয় আদিরা৷
1/8
•৪৩তে পা দিলেন রানি মুখোপাধ্যায়৷ তাঁর জন্মদিনে নিজেই বেশ কিছু ঘরোয়া গোপন তথ্য ফাঁস করলেন তিনি৷ যার মধ্যে রয়েছে স্বামী আদিত্য চোপড়ার সঙ্গে ঝগড়ার কথাও৷ নিজেই স্বীকার করেন যে আর পাঁচটা বিবাহিত দম্পতির মতো স্বামীর সঙ্গে মতে অমিল হয় তাঁর এবং যার ফলে ঝগড়া অবধারিত৷
•৪৩তে পা দিলেন রানি মুখোপাধ্যায়৷ তাঁর জন্মদিনে নিজেই বেশ কিছু ঘরোয়া গোপন তথ্য ফাঁস করলেন তিনি৷ যার মধ্যে রয়েছে স্বামী আদিত্য চোপড়ার সঙ্গে ঝগড়ার কথাও৷ নিজেই স্বীকার করেন যে আর পাঁচটা বিবাহিত দম্পতির মতো স্বামীর সঙ্গে মতে অমিল হয় তাঁর এবং যার ফলে ঝগড়া অবধারিত৷
advertisement
2/8
•তিনি জানান যে আদিত্য খুবই শৌখিন এবং সময়ের কাজ সময়ে করতে পছন্দ করেন৷ তবে বহু ক্ষেত্রে তা যেন মাত্রা ছাড়িয়ে যায়৷ কোথাও বেড়াতে গেলে বা বাইরে গেলে, অনেকক্ষণ আগেই সেখানে পৌঁছে যান আদিত্য৷ যেমন কোনও হলে ছবি দেখতে গেলে, ছবির শুরুর প্রায় আধঘণ্টা আগে পৌঁছে যাবেন তিনি৷ এর পিছনে যুক্তও রয়েছে তাঁর৷
•তিনি জানান যে আদিত্য খুবই শৌখিন এবং সময়ের কাজ সময়ে করতে পছন্দ করেন৷ তবে বহু ক্ষেত্রে তা যেন মাত্রা ছাড়িয়ে যায়৷ কোথাও বেড়াতে গেলে বা বাইরে গেলে, অনেকক্ষণ আগেই সেখানে পৌঁছে যান আদিত্য৷ যেমন কোনও হলে ছবি দেখতে গেলে, ছবির শুরুর প্রায় আধঘণ্টা আগে পৌঁছে যাবেন তিনি৷ এর পিছনে যুক্তও রয়েছে তাঁর৷
advertisement
3/8
•আদিত্য বলেন যে কোনও কাজে তাড়াহুড়ো করতে চান না৷ তাই ধীরে সুস্থে আরামে গন্তব্য পৌঁছে কাজ শুরু করতে চান যশরাজ ফিল্মসের কর্তা৷ এতেই মহা সমস্যায় পড়েন রানি৷ তিনি বিরক্ত হয়ে যান৷ স্পষ্ট বলেছেন বলিউড স্টার৷
•আদিত্য বলেন যে কোনও কাজে তাড়াহুড়ো করতে চান না৷ তাই ধীরে সুস্থে আরামে গন্তব্য পৌঁছে কাজ শুরু করতে চান যশরাজ ফিল্মসের কর্তা৷ এতেই মহা সমস্যায় পড়েন রানি৷ তিনি বিরক্ত হয়ে যান৷ স্পষ্ট বলেছেন বলিউড স্টার৷
advertisement
4/8
•এছাড়াও রয়েছে অন্য একটি বিষয়৷ তিনি বলেন যে মেয়েকে বড় করার পদ্ধতির মধ্যেও অনেক সময় দু’জনের মতের অমিল হয়৷ এর ফলেও শুরু হয় ঝগড়া!
•এছাড়াও রয়েছে অন্য একটি বিষয়৷ তিনি বলেন যে মেয়েকে বড় করার পদ্ধতির মধ্যেও অনেক সময় দু’জনের মতের অমিল হয়৷ এর ফলেও শুরু হয় ঝগড়া!
advertisement
5/8
•২০১৪-এ রানি আদিত্যর বিয়ে হয়৷ ২০১৫-এ জন্ম নেয় আদিরা৷
•২০১৪-এ রানি আদিত্যর বিয়ে হয়৷ ২০১৫-এ জন্ম নেয় আদিরা৷
advertisement
6/8
•তবে এমন ভাবার কোনও কারণ নেই যে, আদিত্যর সঙ্গে সুখে নেই তিনি৷ অমিল যেমন রয়েছে তেমন আদিত্যর সঙ্গে তাঁর স্বভাবের মিলও রয়েছে মারাত্মক৷ দু’জনেই খুব আন্তরিক এবং বাইরের জগতকে এড়িয়ে চলতে ভালবাসেন৷
•তবে এমন ভাবার কোনও কারণ নেই যে, আদিত্যর সঙ্গে সুখে নেই তিনি৷ অমিল যেমন রয়েছে তেমন আদিত্যর সঙ্গে তাঁর স্বভাবের মিলও রয়েছে মারাত্মক৷ দু’জনেই খুব আন্তরিক এবং বাইরের জগতকে এড়িয়ে চলতে ভালবাসেন৷
advertisement
7/8
•রানির কথায়, আমার প্রথম থেকেই আদিত্যকে পছন্দ করার মূল কারণই হল আদিত্য একেবারে অন্যদের মত নয়৷ ফিল্ম ইন্ডাস্ট্রিতে থেকেও ও ভিড় এড়িয়ে চলতে ভালবাসে৷ এর জন্যই আমার আর আদিত্যর মধ্যে খুব মিল৷
•রানির কথায়, আমার প্রথম থেকেই আদিত্যকে পছন্দ করার মূল কারণই হল আদিত্য একেবারে অন্যদের মত নয়৷ ফিল্ম ইন্ডাস্ট্রিতে থেকেও ও ভিড় এড়িয়ে চলতে ভালবাসে৷ এর জন্যই আমার আর আদিত্যর মধ্যে খুব মিল৷
advertisement
8/8
•দু’জনের বিয়েও হয় খুব গোপনে, দেশের বাইরে৷ এমনকি রানির মেয়ে আদিরার ছবিও খুব একটা সামনে আসে না৷ এতটাই নিজেদের ব্যক্তিগত জীবনে গোপনীয়তা বজায় রাখতে পছন্দ করেন এই দম্পতি৷
•দু’জনের বিয়েও হয় খুব গোপনে, দেশের বাইরে৷ এমনকি রানির মেয়ে আদিরার ছবিও খুব একটা সামনে আসে না৷ এতটাই নিজেদের ব্যক্তিগত জীবনে গোপনীয়তা বজায় রাখতে পছন্দ করেন এই দম্পতি৷
advertisement
advertisement
advertisement