HBD: Monalisa 39-এও আগুন ঝরাচ্ছেন! সমুদ্রের নীল জলে উথলে পড়ছে ভরা যৌবন! Hot ছবিতে ঝড় উঠেছে, আছড়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
Monalisa|Antara Biswas|Bigg Boss fame Monalisa|Bollywood|Gossip|Latest Entertainment News|Happy Birthday Monalisa: সারা শরীর জুড়ে শুধুই ঝড় উঠেছে, আছড়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়
ভোজপুরী ছাড়াও মোনালিসা (Monalisa), বাংলা (Bengali), ওড়িশা (Odia), কন্নড় (Kannada) ও তেলুগু (Telugu) ছবিতে কাজ করেছেন মোনালিসা ৷ বলিউডের নানান ছবিতে অভিনয় করেছেন ৷ সেখানে তাঁর উপস্থিতি বিশেষ ভাবে চোখে পড়েছে ৷ অনেকেই জানেন না অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) ও অভিষেক বচ্চন (Abhishek Bachchan) অভিনীত বান্টি অউর বাবলি (Bunty Aur Babli) ছবিতে ডান্সার হিসাবে দেখতে পাওয়া গিয়েছে মোনালিসাকে ৷
মোনালিসা এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে যখন তিনি এই খবর দেখেছিলেন তখন থেকেই অত্যন্ত বিব্রত হয়েছিলেন ৷ কেউ আমার সঙ্গে কথা বলে বা অনুমতি নিয়ে এমন লিখতে পারেন কী করে? বিক্রান্ত প্রথমে এই রিপোর্ট দেখেছিলেন তারপরে তাঁকে দেখিয়েছেন ৷ হেসেছিলেন কিন্তু বর্তমানে এই বিষয়ে হাসির থেকে বিরক্তি আসছে বেশি কেননা ভক্তরাও বিষয়টি ভাবতে শুরু করেছেন ৷