সম্প্রতি দ্বিতীয় বার বিয়ে করেন দিয়া মির্জা৷ তারপর তিনি হানিমুনে যান৷ সেখানে স্বামীর সঙ্গে ছিলেন স্বামীর আগের পক্ষের মেয়েও৷ তিনজন মিলে খুবই আনন্দ করতে দেখা যায় তাঁদের৷ এরই মধ্যে দিয়া পোস্ট করেন তাঁর বেবি বাম্পের ছবি৷ বুঝিয়ে দেন যে মা হতে চলেছেন সুন্দরী৷ যার অর্থ বিয়ের আগেই তিনি গর্ভে সন্তান ধারণ করেছেন৷ এবং তারপর সেই সন্তানকে আইনি স্বীকৃতি দিতে তিনি বিয়ে করেছেন৷ diamirzaofficial/Instagram)