ত্রিধা চৌধুরী (Tridha Choudhury) একবারে অল্প সময়ে মুম্বইয়ের গ্ল্যামার ওয়ার্ল্ডেও নিজের আলাদা পরিচিতি বানিয়েছেন৷ ৩ টি বাংলা সিনেমা করার পর সুন্দরী , লাস্যময়ী বঙ্গললনা 'Surya vs Surya' ছবিতে কাজ করে তেলেগু ইন্ডাস্ট্রিতে পা রাখেন৷ এরপর মুম্বইয়ের ছোট পর্দা ওডিজিটাল প্ল্যাটফর্মে বাজার গরম করা (Bold Photo)পারফরম্যান্স দেওয়ার পর বলিউড সিনেমাতেও কাজ করতে চলেছেন৷ রূপের আগুনে এবার কে ঝলসাবে সেটাই একবার দেখে নেওয়া যাক বং বিউটির বার্থডে-র দিনে৷ স্টারপ্লাসের ধারাবাহিক দেহলিজে অভিনয় করে ত্রিধা চৌধুরী ()Tridha Choudhury তিনি একেবারে ঘরে ঘরে পৌঁছে যান৷ তিনি সেই শো-তে স্বাধীনতা রামকৃষ্ণের ভূমিকায় অভিনয় করেছিলেন৷ এর পরে তিনি প্রকাশ ঝা- প্রোডাকশন হাউসের তৈরি করে আশ্রম করে একেবারে সকলের বোলতি বন্ধ করে দিয়েছিলেন৷ 'আশ্রমে' (Ashram) তিনি লিড রোলে অভিনয় করেছিলেন৷ আশ্রমে ববি দেওলের সঙ্গে বিছানার সিনের সাহসী শটে একেবারে সকলের চেনা হয়ে যান৷ ‘আশ্রম’ এ ত্রিধা চৌধুরী অভিনেতা ববি দেওলের (Bobby Deol)সঙ্গে একাধিক সাহসী সিনে ডিজিটাল প্ল্যাটফর্মের স্ক্রিনে একেবারে আগুন ধরিয়েছিলেন৷ MX Player original এই ওয়েব সিরিজে (Web Series) দেখা যায় সুন্দরী এই বঙ্গললনাকে৷ আশ্রমের সাহসী সিনে ত্রিধা চৌধুরীকে দেখার পর তাঁকে সকলে সার্চ করতে শুরু করেন এবং তাঁর ফ্যান ফলোয়িং লাখে লাখে বাড়তে থাকে৷ খুব দ্রুত ত্রিধা যশ রাজ ব্যানারের ফিল্ম Shamshera' তে নজরে আসবেন৷ এই ছবিতে রণবীর কাপুর (Ranbeer Kapoor), সঞ্জয় দত্ত (Sanjay Dutt) আর বাণী কাপুর (vaani Kapoor) লিড স্টার এবং ত্রিধা সাপোর্টিং রোলে থাকবেন৷