শাহরুখ-কাজল-ধর্মেন্দ্র-নীতু-ডিম্পল-সায়রা বানো-সইফ আলি খান, অতি অল্প বয়সে বিয়ে করে সামলেছেন জীবনের নানান টানাপোড়েন

Last Updated:
বিয়ের সময়ে ডিম্পলের বয়স ছিল মাত্র ১৬ বছর, যা রীতিমত ঝড় তুলেছিল সেই সময়ে
1/9
বলিউডের বেশিরভাগ সেলিব্রিটিরা প্রায় কেরিয়ারের শে, প্রান্তে এসে বিয়ের কথা ভাবেন বা বিয়ে করেন ৷ অন্তত এমনটাই প্রচলিত আছে ৷ তবে এর বিপরীত ঘটনাো রয়েছে ৷ এমন বেশ কিছু সেলিব্রিটি আছেন যাঁরা অল্প বয়সেই বিয়ের মত গুরুত্বপূর্ণ কাজটি সেরে ফেলেছেন ৷ এমনই বেশ কিছু সেলিব্রিটি আচেন যাঁরা অল্প বয়সে বিয়ে সেরে ফেলেছেন ৷
বলিউডের বেশিরভাগ সেলিব্রিটিরা প্রায় কেরিয়ারের শে, প্রান্তে এসে বিয়ের কথা ভাবেন বা বিয়ে করেন ৷ অন্তত এমনটাই প্রচলিত আছে ৷ তবে এর বিপরীত ঘটনাো রয়েছে ৷ এমন বেশ কিছু সেলিব্রিটি আছেন যাঁরা অল্প বয়সেই বিয়ের মত গুরুত্বপূর্ণ কাজটি সেরে ফেলেছেন ৷ এমনই বেশ কিছু সেলিব্রিটি আচেন যাঁরা অল্প বয়সে বিয়ে সেরে ফেলেছেন ৷
advertisement
2/9
শাহরুখ খান ও গৌরি খান মাত্র ২৫ বছর বয়সেই বিয়ে করে ফেলেছেন ৷ শাহরুখ ও গৌরি খানের জুটি বলিউডের অন্যতম সফল জুটি ৷ শাহরুখ-গৌরির তিন সন্তান আরিয়ান খান, সুহানা খান ও আবরাম খান ৷
শাহরুখ খান ও গৌরি খান মাত্র ২৫ বছর বয়সেই বিয়ে করে ফেলেছেন ৷ শাহরুখ ও গৌরি খানের জুটি বলিউডের অন্যতম সফল জুটি ৷ শাহরুখ-গৌরির তিন সন্তান আরিয়ান খান, সুহানা খান ও আবরাম খান ৷
advertisement
3/9
সায়রা বাণু বলিউডের অন্যতম প্রতিভাবান অভিনেতা দিলীপ কুমারকে ভালবেসে ছিলেন বিয়ের সময় সায়রা বাণুর বয়স ছিল মাত্র ২১ বছর ৷
সায়রা বাণু বলিউডের অন্যতম প্রতিভাবান অভিনেতা দিলীপ কুমারকে ভালবেসে ছিলেন বিয়ের সময় সায়রা বাণুর বয়স ছিল মাত্র ২১ বছর ৷
advertisement
4/9
আয়ুষ্মান খুরানা, তাহিরা কাশ্যাপকে স্কুলের সময় থেকে ভালবাসতেন ৷ মাত্র ২৬ বছর বয়সে আয়ুষ্মান তাহিরাকে বিয়ে করেছেন ৷ এই জনপ্রিয় জুটির দুই সন্তান ৷ এক ছেলে ও এক মেয়ে নিয়ে সুখের সংসার আয়ুষ্মান ও তাহিরার ৷
আয়ুষ্মান খুরানা, তাহিরা কাশ্যাপকে স্কুলের সময় থেকে ভালবাসতেন ৷ মাত্র ২৬ বছর বয়সে আয়ুষ্মান তাহিরাকে বিয়ে করেছেন ৷ এই জনপ্রিয় জুটির দুই সন্তান ৷ এক ছেলে ও এক মেয়ে নিয়ে সুখের সংসার আয়ুষ্মান ও তাহিরার ৷
advertisement
5/9
মাত্র ২১ বছর বয়সে নিতু কাপুর ঋষি কাপুরকে বিয়ে করেছিলেন ৷ ঋষি-নীতুর দুই সন্তান, ঋদ্ধিমা সাহানি কাপুর ও রণবীর কাপুর ৷
মাত্র ২১ বছর বয়সে নিতু কাপুর ঋষি কাপুরকে বিয়ে করেছিলেন ৷ ঋষি-নীতুর দুই সন্তান, ঋদ্ধিমা সাহানি কাপুর ও রণবীর কাপুর ৷
advertisement
6/9
মাত্র ২১ বছর বয়সে নিতু কাপুর ঋষি কাপুরকে বিয়ে করেছিলেন ৷ ঋষি-নীতুর দুই সন্তান, ঋদ্ধিমা সাহানি কাপুর ও রণবীর কাপুর ৷
মাত্র ২১ বছর বয়সে নিতু কাপুর ঋষি কাপুরকে বিয়ে করেছিলেন ৷ ঋষি-নীতুর দুই সন্তান, ঋদ্ধিমা সাহানি কাপুর ও রণবীর কাপুর ৷
advertisement
7/9
কাজলও যখন অজয় দেবগনক বিয়ে করেছিলেন তখন বয়সে অনেক ছোট ছিলেন কাজল ৷ অল্প বয়সে বিয়ে করার কাজলের এই সিদ্ধান্তের ঘোরতর বিরোধী ছিলেন ৷ মা তনুজা সমর্থন করেচিলেন কাজলের অল্প বয়সে বিয়ে করার সিদ্ধান্ত ৷ আজ এই জুটির বিয়ের এক যুগ পার হয়ে গিয়েছে ৷ মেয়ে নিসাকে নিয়েই অজয় ও কাজলের সংসার ৷
কাজলও যখন অজয় দেবগনক বিয়ে করেছিলেন তখন বয়সে অনেক ছোট ছিলেন কাজল ৷ অল্প বয়সে বিয়ে করার কাজলের এই সিদ্ধান্তের ঘোরতর বিরোধী ছিলেন ৷ মা তনুজা সমর্থন করেচিলেন কাজলের অল্প বয়সে বিয়ে করার সিদ্ধান্ত ৷ আজ এই জুটির বিয়ের এক যুগ পার হয়ে গিয়েছে ৷ মেয়ে নিসাকে নিয়েই অজয় ও কাজলের সংসার ৷
advertisement
8/9
ডিম্পল কাপাডিয়া দেশের প্রথম সুপারস্টার রাজেশ খান্নাকে যখন বিয়ে করেছিলেন ৷ তখন ডিম্পলের বয়স ছিল মাত্র ১৬ বছর, রাজেশ ও ডিম্পলের বয়সের অন্তর ছিল ১৫ বছর ৷ ডিম্পল ও রাজৈেশের দুই মেয়ে টুইঙ্কেল খান্না ও রিঙ্কি খান্না ৷
ডিম্পল কাপাডিয়া দেশের প্রথম সুপারস্টার রাজেশ খান্নাকে যখন বিয়ে করেছিলেন ৷ তখন ডিম্পলের বয়স ছিল মাত্র ১৬ বছর, রাজেশ ও ডিম্পলের বয়সের অন্তর ছিল ১৫ বছর ৷ ডিম্পল ও রাজৈেশের দুই মেয়ে টুইঙ্কেল খান্না ও রিঙ্কি খান্না ৷
advertisement
9/9
সুপারস্টার ধর্মেন্দ্র প্রথমা স্ত্রী প্রকাশ কৌরকে বিয়ে করেছিলেন তখন ধর্মেন্দ্রর বয়স ছিল ১৯ বছর, পরে হেমা মালিনীর সঙ্গে বিবিহ বন্ধনে আবদ্ধ হন ধর্মেন্দ্র ৷ হেমা ধর্মেন্দ্রর দুই সন্তান ৷
সুপারস্টার ধর্মেন্দ্র প্রথমা স্ত্রী প্রকাশ কৌরকে বিয়ে করেছিলেন তখন ধর্মেন্দ্রর বয়স ছিল ১৯ বছর, পরে হেমা মালিনীর সঙ্গে বিবিহ বন্ধনে আবদ্ধ হন ধর্মেন্দ্র ৷ হেমা ধর্মেন্দ্রর দুই সন্তান ৷
advertisement
advertisement
advertisement