নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে শুরু হল কাজল আগরওয়ালের বিয়ে, দেখুন ছবি

Last Updated:
বিয়েতে সংবাদ মাধ্যমের প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে । শুধুমাত্র নিকট আত্মীয় ও ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের নিয়ে ব্যক্তিগত অনুষ্ঠানের মাধ্যমেই চার হাত এক হবে কাজল-গৌতমের ।
1/7
• তামিল, তেলেগু ও হিন্দি সিনেমার জনপ্রিয় অভিনেত্রী কাজল আগরওয়ালের বিয়ের গুঞ্জন গত কয়েকমাস ধরেই শোনা যাচ্ছিল। অবশেষে সম্প্রতি অভিনেত্রী নিজেই সোশ্যাল মিডিয়ায় তাঁর বিয়ের খবর জানিয়েছেন ৷ Pic:Instagram
• তামিল, তেলেগু ও হিন্দি সিনেমার জনপ্রিয় অভিনেত্রী কাজল আগরওয়ালের বিয়ের গুঞ্জন গত কয়েকমাস ধরেই শোনা যাচ্ছিল। অবশেষে সম্প্রতি অভিনেত্রী নিজেই সোশ্যাল মিডিয়ায় তাঁর বিয়ের খবর জানিয়েছেন ৷ Pic:Instagram
advertisement
2/7
•আগামিকাল, শুক্রবার, ৩০ অক্টোবর মুম্বইয়ে বিয়ের আসর বসবে। ইতিমধ্যেই বিবাহ বাসরে শুরু হয়ে গিয়েছে শুভ অনুষ্ঠান । পাত্র, ব্যবসায়ী এবং ইন্টিরিয়র ডিজাইনার গৌতম কিচলু ৷ Pic:Instagram
•আগামিকাল, শুক্রবার, ৩০ অক্টোবর মুম্বইয়ে বিয়ের আসর বসবে। ইতিমধ্যেই বিবাহ বাসরে শুরু হয়ে গিয়েছে শুভ অনুষ্ঠান । পাত্র, ব্যবসায়ী এবং ইন্টিরিয়র ডিজাইনার গৌতম কিচলু ৷ Pic:Instagram
advertisement
3/7
• তবে জানা গিয়েছে, বিয়েতে সংবাদ মাধ্যমের প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে । শুধুমাত্র নিকট আত্মীয় ও ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের নিয়ে ব্যক্তিগত অনুষ্ঠানের মাধ্যমেই চার হাত এক হবে কাজল-গৌতমের । Pic:Instagram
• তবে জানা গিয়েছে, বিয়েতে সংবাদ মাধ্যমের প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে । শুধুমাত্র নিকট আত্মীয় ও ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের নিয়ে ব্যক্তিগত অনুষ্ঠানের মাধ্যমেই চার হাত এক হবে কাজল-গৌতমের । Pic:Instagram
advertisement
4/7
• এতদিন পর্যন্ত হবু স্বামীর সঙ্গে কোথাও দেখা যায়নি কাজলকে । কোনও ছবিও শেয়ার করেননি তাঁরা । কাজল বরাবরই একটু প্রাইভেট পার্সন । ব্যক্তিগত জীবনকে গোপনে রাখতেই স্বচ্ছন্দ্যবোধ করেন তিনি । বিয়ের অনুষ্ঠানেও সেই ছায়াই দেখা গেল । Pic:Instagram
• এতদিন পর্যন্ত হবু স্বামীর সঙ্গে কোথাও দেখা যায়নি কাজলকে । কোনও ছবিও শেয়ার করেননি তাঁরা । কাজল বরাবরই একটু প্রাইভেট পার্সন । ব্যক্তিগত জীবনকে গোপনে রাখতেই স্বচ্ছন্দ্যবোধ করেন তিনি । বিয়ের অনুষ্ঠানেও সেই ছায়াই দেখা গেল । Pic:Instagram
advertisement
5/7
• বিয়ের মাত্র চার দিন আগে দশেরা উপলক্ষে সকলের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন তাঁর হবু স্বামীর । একসঙ্গে সকলকে দশেরার শুভেচ্ছা জানিয়েছিলেন অভিনেত্রী । Pic:Instagram
• বিয়ের মাত্র চার দিন আগে দশেরা উপলক্ষে সকলের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন তাঁর হবু স্বামীর । একসঙ্গে সকলকে দশেরার শুভেচ্ছা জানিয়েছিলেন অভিনেত্রী । Pic:Instagram
advertisement
6/7
advertisement
7/7
• শেষ পর্যন্ত বৃহস্পতিবার সকালে মেহেন্দি লুকের একটি ছবি নিজেই পোস্ট করেন কাজল । নায়িকার বিয়ের ফোটোগ্রাফি করছে বিখ্যাত ফোটোগ্রাফার জোসেফ রাধিক । বিরুষ্কা থেকে দীপিকা, সকলের বিয়েতেই ফোটোগ্রাফি করতে দেখা গিয়েছে দিল্লির এই ফোটোগ্রাফারকে । Pic:Instagram
• শেষ পর্যন্ত বৃহস্পতিবার সকালে মেহেন্দি লুকের একটি ছবি নিজেই পোস্ট করেন কাজল । নায়িকার বিয়ের ফোটোগ্রাফি করছে বিখ্যাত ফোটোগ্রাফার জোসেফ রাধিক । বিরুষ্কা থেকে দীপিকা, সকলের বিয়েতেই ফোটোগ্রাফি করতে দেখা গিয়েছে দিল্লির এই ফোটোগ্রাফারকে । Pic:Instagram
advertisement
advertisement
advertisement