Durnibar-Mohor: সারেগামাপা-তে প্রথম দেখেই দুর্নিবারকে প্রপোজ করার বাসনা! একে অপরের প্রতি অনুভূতি নিয়ে খুল্লমখুল্লা ঐন্দ্রিলা-দুর্নিবার

Last Updated:
Durnibar-Mohor: দুর্নিবার-মোহরের অনেক গোপন কাহিনির পর্দাফাঁস
1/6
একটু একটু করে দানা বেঁধেছে ঐন্দ্রিলা সেন ও দুর্নিবারের প্রেমের কাহিনি ৷ তাঁরা একে অপরের সঙ্গে ঘরও বাঁধবেন বলে ঠিক করেছেন ৷ সংগৃহীত ছবি ৷
একটু একটু করে দানা বেঁধেছে ঐন্দ্রিলা সেন ও দুর্নিবারের প্রেমের কাহিনি ৷ তাঁরা একে অপরের সঙ্গে ঘরও বাঁধবেন বলে ঠিক করেছেন ৷ সংগৃহীত ছবি ৷
advertisement
2/6
ইতিমধ্যেই জানিয়েছেন এই বছরেই ৯ মার্চে বিয়ে করছেন অর্থাৎ ৯ মার্চ ২০২৩, বিয়ের পিঁড়িতে বসছেন মোহর ওরফে ঐন্দ্রিলা সেন ৷ সংগৃহীত ছবি ৷
ইতিমধ্যেই জানিয়েছেন এই বছরেই ৯ মার্চে বিয়ে করছেন অর্থাৎ ৯ মার্চ ২০২৩, বিয়ের পিঁড়িতে বসছেন মোহর ওরফে ঐন্দ্রিলা সেন ৷ সংগৃহীত ছবি ৷
advertisement
3/6
একটি সাক্ষাৎকারে দুর্নিবার ও ঐন্দ্রিলা জানিয়েছেন তাঁরা একে অপরকে ভালবাসেন তাঁদের প্রতি টানও অনুভব করেন ৷ সংগৃহীত ছবি ৷
একটি সাক্ষাৎকারে দুর্নিবার ও ঐন্দ্রিলা জানিয়েছেন তাঁরা একে অপরকে ভালবাসেন তাঁদের প্রতি টানও অনুভব করেন ৷ সংগৃহীত ছবি ৷
advertisement
4/6
খুব অল্পদিনের এই সম্পর্ক থেকে বিয়েতে সিলমোহর দিয়েছেন দুর্নিবার ও ঐন্দ্রিলা ৷ সারেগামাপা-তে প্রথম দেখেই সেদিন থেকেই ঐন্দ্রিলার চোখে পড়েছিলেন দুর্নিবার ৷ তারপরে অবশ্য গঙ্গা দিয়ে বয়ে গিয়েছে আনকেটাই জল ৷ সংগৃহীত ছবি ৷
খুব অল্পদিনের এই সম্পর্ক থেকে বিয়েতে সিলমোহর দিয়েছেন দুর্নিবার ও ঐন্দ্রিলা ৷ সারেগামাপা-তে প্রথম দেখেই সেদিন থেকেই ঐন্দ্রিলার চোখে পড়েছিলেন দুর্নিবার ৷ তারপরে অবশ্য গঙ্গা দিয়ে বয়ে গিয়েছে আনকেটাই জল ৷ সংগৃহীত ছবি ৷
advertisement
5/6
তারপরে আলাপ তবে তাঁদের সম্পর্কের মূলমন্ত্র এটাই একে অপরের প্রতি অপার টান ৷ সেই কারণেই প্রেমের সাগের ডুব দিয়েছেন মোহর ও দুর্নিবার ৷ সংগৃহীত ছবি ৷
তারপরে আলাপ তবে তাঁদের সম্পর্কের মূলমন্ত্র এটাই একে অপরের প্রতি অপার টান ৷ সেই কারণেই প্রেমের সাগের ডুব দিয়েছেন মোহর ও দুর্নিবার ৷ সংগৃহীত ছবি ৷
advertisement
6/6
সিনেমার রোমান্টিক দৃশ্য দেখে নিজেদের প্রেমকে উস্কে দিয়েছিলেন ঐন্দ্রিলা ৷ বিয়ে বাড়ির খুঁটিনাটি না জানালেও দুর্নিবার ও মোহর জানালেন আগুনের সামনে বসে দুই আত্মা এক হচ্ছে সেটাই সব থেকে বড় কথা ৷ সংগৃহীত ছবি ৷
সিনেমার রোমান্টিক দৃশ্য দেখে নিজেদের প্রেমকে উস্কে দিয়েছিলেন ঐন্দ্রিলা ৷ বিয়ে বাড়ির খুঁটিনাটি না জানালেও দুর্নিবার ও মোহর জানালেন আগুনের সামনে বসে দুই আত্মা এক হচ্ছে সেটাই সব থেকে বড় কথা ৷ সংগৃহীত ছবি ৷
advertisement
advertisement
advertisement