Yaariyan 2: কলকাতায় যশের সঙ্গে দিব্যা! হলুদ ট্যাক্সিতে শহর-দর্শন, বাদ রইল না মিষ্টির দোকানও

Last Updated:
Yaariyan 2: আর এক মাসের অপেক্ষা। মুক্তি পাবে 'ইয়ারিয়া ২'। সেই ছবির প্রচারেই শহরে এসেছিলেন দিব্যা খোসলা কুমার। আর তাঁর সঙ্গী হলেন ছবির নায়ক যশ দাশগুপ্ত।
1/5
আর এক মাসের অপেক্ষা। মুক্তি পাবে 'ইয়ারিয়া ২'। সেই ছবির প্রচারেই শহরে এসেছিলেন দিব্যা খোসলা কুমার। আর তাঁর সঙ্গী হলেন ছবির নায়ক যশ দাশগুপ্ত।
আর এক মাসের অপেক্ষা। মুক্তি পাবে 'ইয়ারিয়া ২'। সেই ছবির প্রচারেই শহরে এসেছিলেন দিব্যা খোসলা কুমার। আর তাঁর সঙ্গী হলেন ছবির নায়ক যশ দাশগুপ্ত।
advertisement
2/5
যশের সঙ্গেই শহর কলকাতা ঘুরে দেখলেন দিব্যা। কলকাতা বিমানবন্দরে তাঁকে আনতে গিয়েছিলেন ছবির নায়ক। তার পরেই হলুদ ট্যাক্সিতে ঘুরে চলল কলকাতা-দর্শন।
যশের সঙ্গেই শহর কলকাতা ঘুরে দেখলেন দিব্যা। কলকাতা বিমানবন্দরে তাঁকে আনতে গিয়েছিলেন ছবির নায়ক। তার পরেই হলুদ ট্যাক্সিতে ঘুরে চলল কলকাতা-দর্শন।
advertisement
3/5
শহরে এসে সাবেকি লাল পেড়ে সাদা শাড়িতে সেজে উঠছিলেন দিব্যা।-কালীঘাটে গিয়েছিলেন তিনি। ঢুঁ দিলেন মিষ্টির দোকানেও। যশও তাঁর সঙ্গে ছিলেন।
শহরে এসে সাবেকি লাল পেড়ে সাদা শাড়িতে সেজে উঠছিলেন দিব্যা।-কালীঘাটে গিয়েছিলেন তিনি। ঢুঁ দিলেন মিষ্টির দোকানেও। যশও তাঁর সঙ্গে ছিলেন।
advertisement
4/5
'ইয়ারিয়া ২'-এ যশের বিপরীতে অভিনয় করবেন দিব্যা। এ ছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছেন মিজান জাফরি, প্রিয়া ভ্যারিয়ার এবং পার্ল ভি পুরী।
'ইয়ারিয়া ২'-এ যশের বিপরীতে অভিনয় করবেন দিব্যা। এ ছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছেন মিজান জাফরি, প্রিয়া ভ্যারিয়ার এবং পার্ল ভি পুরী।
advertisement
5/5
এই প্রথম হিন্দি ছবিতে কাজ করলেন যশ। আপাতত পর্দায় 'ইয়ারিয়া ২' আসার অপেক্ষায় তিনি।
এই প্রথম হিন্দি ছবিতে কাজ করলেন যশ। আপাতত পর্দায় 'ইয়ারিয়া ২' আসার অপেক্ষায় তিনি।
advertisement
advertisement
advertisement