দিতিপ্রিয়ার শেষ পর্ব ! ধারাবাহিকের নামেও বদল ! অভিজ্ঞতা জানালেন রানি রাসমণি

Last Updated:
দিতিপ্রিয়ার দাবি, এই অসম্ভব জনপ্রিয়তা তাঁকে মানুষ হিসেবে একেবারে পাল্টায়নি। রাসমণি করার আগে দিতিপ্রিয়া যা ছিলেন, এখনো ঠিক তাই রয়েছেন।
1/5
দীর্ঘ যাত্রার অবসান, মারা যাচ্ছেন রানী রাসমণি। বেশ কিছু বছর ধরে দর্শকের মন জয় করেছে এই ধারাবাহিক। বিশেষ করে রানী রাসমণির চরিত্রের দিতিপ্রিয়াকে, অসম্ভব ভালোবাসা দিয়েছেন দর্শক। রেটিং এর দিক থেকেও প্রথম সারিতেই থাকে ধারাবাহিক।
দীর্ঘ যাত্রার অবসান, মারা যাচ্ছেন রানী রাসমণি। বেশ কিছু বছর ধরে দর্শকের মন জয় করেছে এই ধারাবাহিক। বিশেষ করে রানী রাসমণির চরিত্রের দিতিপ্রিয়াকে, অসম্ভব ভালোবাসা দিয়েছেন দর্শক। রেটিং এর দিক থেকেও প্রথম সারিতেই থাকে ধারাবাহিক।
advertisement
2/5
দিতিপ্রিয়ার যাত্রা শেষ। এই ধারাবাহিক থেকে বিদায় নিচ্ছেন তিনি। এক প্রকার বলা চলে রাসমনির পরিবার থেকে চলে যাচ্ছেন দিতিপ্রিয়া। সমস্ত যাত্রার তো একটা শেষ আছে তাই চলে জেতে হচ্ছে তাঁকে। তবে এই ধারাবাহিকের অভিজ্ঞতা কখনো ভুলবেন না দিতিপ্রিয়া।
দিতিপ্রিয়ার যাত্রা শেষ। এই ধারাবাহিক থেকে বিদায় নিচ্ছেন তিনি। এক প্রকার বলা চলে রাসমনির পরিবার থেকে চলে যাচ্ছেন দিতিপ্রিয়া। সমস্ত যাত্রার তো একটা শেষ আছে তাই চলে জেতে হচ্ছে তাঁকে। তবে এই ধারাবাহিকের অভিজ্ঞতা কখনো ভুলবেন না দিতিপ্রিয়া।
advertisement
3/5
৮ ই জুলাই দিতিপ্রিয়াকে শেষ দেখা যাবে এই ধারাবাহিকে। রাণীমার প্রয়াণ দেখানো হবে। ১৫ বছর বয়সে এ ধারাবাহিকের সঙ্গে যুক্ত হয়েছিলেন দিতিপ্রিয়া। আজ তার বয়স ১৮। এই ক'বছর এই ধারাবাহিকের সেটই ছিল তাঁর দ্বিতীয় বাড়ি। সকলের সঙ্গে অত্যন্ত মজা করে কাজ করেছেন তিনি। দর্শকও প্রাণ ভরে ভালোবাসা দিয়েছেন দিতিপ্রিয়াকে।
৮ ই জুলাই দিতিপ্রিয়াকে শেষ দেখা যাবে এই ধারাবাহিকে। রাণীমার প্রয়াণ দেখানো হবে। ১৫ বছর বয়সে এ ধারাবাহিকের সঙ্গে যুক্ত হয়েছিলেন দিতিপ্রিয়া। আজ তার বয়স ১৮। এই ক'বছর এই ধারাবাহিকের সেটই ছিল তাঁর দ্বিতীয় বাড়ি। সকলের সঙ্গে অত্যন্ত মজা করে কাজ করেছেন তিনি। দর্শকও প্রাণ ভরে ভালোবাসা দিয়েছেন দিতিপ্রিয়াকে।
advertisement
4/5
তাঁর চলে যাওয়ায়, দর্শকও  নিঃসন্দেহে খুব মিস করবেন দিতিপ্রিয়াকে। তাঁর কথায়, 'এই জার্নির সবকিছুই আমার সঙ্গে থেকে যাবে। অনেক ভালো মুহূর্ত কাটিয়েছি। অনেক কাজ শিখেছি। সবচেয়ে বড় দর্শকের ভালোবাসা, যতটা ভালোবাসা রাসমণি হিসেবে পেয়েছি আগে কখনো তা পাইনি। এই বছর গুলোর পুরো অভিজ্ঞতাটাই আমার সঙ্গে থেকে যাবে।  রানি মায়ের দয়াময়ী দিকটা ও প্রতিবাদী দিকটা নিজের মধ্যে ধরে রাখার চেষ্টা করব।'
তাঁর চলে যাওয়ায়, দর্শকও নিঃসন্দেহে খুব মিস করবেন দিতিপ্রিয়াকে। তাঁর কথায়, 'এই জার্নির সবকিছুই আমার সঙ্গে থেকে যাবে। অনেক ভালো মুহূর্ত কাটিয়েছি। অনেক কাজ শিখেছি। সবচেয়ে বড় দর্শকের ভালোবাসা, যতটা ভালোবাসা রাসমণি হিসেবে পেয়েছি আগে কখনো তা পাইনি। এই বছর গুলোর পুরো অভিজ্ঞতাটাই আমার সঙ্গে থেকে যাবে। রানি মায়ের দয়াময়ী দিকটা ও প্রতিবাদী দিকটা নিজের মধ্যে ধরে রাখার চেষ্টা করব।'
advertisement
5/5
দিতিপ্রিয়ার দাবি, এই অসম্ভব জনপ্রিয়তা তাঁকে মানুষ হিসেবে একেবারে পাল্টায়নি। রাসমণি করার আগে দিতিপ্রিয়া যা ছিলেন, এখনো ঠিক তাই রয়েছেন। রানিমা চলে গেলেও চলবে 'করুণাময়ী রানী রাসমণি' ধারাবাহিক। আগামী দিনে অনেক নতুন চমক আসতে চলেছে। তাই দিতিপ্রিয়ার আবেদন সকলে যেন এই ধারাবাহিক দেখেন। রানি মাকে যেমন ভালোবাসা দিয়েছেন তেমনভাবেই এই ধারাবাহিকেও ভালোবাসা দিতে থাকেন। তিনিও এ ধারাবাহিক দেখবেন। আগামী দিনে অন্যান্য কাজে দেখা পাওয়া যাবে দিতিপ্রিয়াকে। বেশ কিছু ছবিও রয়েছে তার হাতে। বদলে যাবে ধারাবাহিকের নামও। করুণাময়ী রানি রাসমণি উত্তরপর্ব- নামেই দেখানো হবে ধারাবাহিক। রামকৃষ্ণ, সারদা মাকে নিয়েই এবার পথ চলবে এই ধারাবাহিক।
দিতিপ্রিয়ার দাবি, এই অসম্ভব জনপ্রিয়তা তাঁকে মানুষ হিসেবে একেবারে পাল্টায়নি। রাসমণি করার আগে দিতিপ্রিয়া যা ছিলেন, এখনো ঠিক তাই রয়েছেন। রানিমা চলে গেলেও চলবে 'করুণাময়ী রানী রাসমণি' ধারাবাহিক। আগামী দিনে অনেক নতুন চমক আসতে চলেছে। তাই দিতিপ্রিয়ার আবেদন সকলে যেন এই ধারাবাহিক দেখেন। রানি মাকে যেমন ভালোবাসা দিয়েছেন তেমনভাবেই এই ধারাবাহিকেও ভালোবাসা দিতে থাকেন। তিনিও এ ধারাবাহিক দেখবেন। আগামী দিনে অন্যান্য কাজে দেখা পাওয়া যাবে দিতিপ্রিয়াকে। বেশ কিছু ছবিও রয়েছে তার হাতে। বদলে যাবে ধারাবাহিকের নামও। করুণাময়ী রানি রাসমণি উত্তরপর্ব- নামেই দেখানো হবে ধারাবাহিক। রামকৃষ্ণ, সারদা মাকে নিয়েই এবার পথ চলবে এই ধারাবাহিক।
advertisement
advertisement
advertisement