Deepika Padukone: কালো বডি হাগিং গাউনে স্পষ্ট ত্বন্বীর চেহারা! 'কান'-এ ফের নজর কাড়লেন দীপিকা

Last Updated:
Deepika Padukone :এবার কান চলচ্চিত্র জুরি সদস্য হিসেবে পৌঁছেছেন অভিনেত্রী দীপিকা পাডুকোন।
1/13
এবার কান চলচ্চিত্র জুরি সদস্য হিসেবে পৌঁছেছেন অভিনেত্রী দীপিকা পাডুকোন। জুরি হিসেবে এই প্রথম। তবে পাশাপাশি রূপে ও সাজেও মুগ্ধ করছেন ফ্যাশনিস্তা।
এবার কান চলচ্চিত্র জুরি সদস্য হিসেবে পৌঁছেছেন অভিনেত্রী দীপিকা পাডুকোন। জুরি হিসেবে এই প্রথম। তবে পাশাপাশি রূপে ও সাজেও মুগ্ধ করছেন ফ্যাশনিস্তা।
advertisement
2/13
কালো রঙের বডি হাগিং একটি গাউন পরলেন দীপিকা। সব সময়ের মতোই ডিভা তিনি।
কালো রঙের বডি হাগিং একটি গাউন পরলেন দীপিকা। সব সময়ের মতোই ডিভা তিনি।
advertisement
3/13
অভিনয়ে তিনি বার বার মুগ্ধ করেছেন। ফ্যাশনেও পিছিয়ে নেই অভিনেত্রী।
অভিনয়ে তিনি বার বার মুগ্ধ করেছেন। ফ্যাশনেও পিছিয়ে নেই অভিনেত্রী।
advertisement
4/13
লুই ভুটোর ব্র্যান্ড অ্যাম্বাসাডর তিনি। সেই ব্র্যান্ডেরই গোলাপি রঙের স্কার্টের সঙ্গে পরেছেন এই প্রিন্টেড শার্ট।
লুই ভুটোর ব্র্যান্ড অ্যাম্বাসাডর তিনি। সেই ব্র্যান্ডেরই গোলাপি রঙের স্কার্টের সঙ্গে পরেছেন এই প্রিন্টেড শার্ট।
advertisement
5/13
লুই ভুটোর এই পোশাকেও নতুনত্ব এনেছেন দীপিকা। তিনি আদতেই ফ্যাশনিস্তা।
লুই ভুটোর এই পোশাকেও নতুনত্ব এনেছেন দীপিকা। তিনি আদতেই ফ্যাশনিস্তা।
advertisement
6/13
ফ্লোরাল শার্টের উপরে বেজ রঙের জ্যাকেট পরেছেন তিনি। সঙ্গের সাজ একেবারে মানানসই।
ফ্লোরাল শার্টের উপরে বেজ রঙের জ্যাকেট পরেছেন তিনি। সঙ্গের সাজ একেবারে মানানসই।
advertisement
7/13
চেকস শর্টসের সঙ্গে কালো টপ। পায়ে জুতোও নজরকাড়া।
চেকস শর্টসের সঙ্গে কালো টপ। পায়ে জুতোও নজরকাড়া।
advertisement
8/13
আন্তর্জাতিক মানের মডেলদের থেকে কিছু কম নন দীপিকা পাডুকোন।
আন্তর্জাতিক মানের মডেলদের থেকে কিছু কম নন দীপিকা পাডুকোন।
advertisement
9/13
লাল রঙের পেপ্লাম স্টাইলের গাউনে দীপিকা। এই ছবি ভাইরাল সোশ্যালে।
লাল রঙের পেপ্লাম স্টাইলের গাউনে দীপিকা। এই ছবি ভাইরাল সোশ্যালে।
advertisement
10/13
এই পোশাকের সঙ্গে মেসি হেয়ারডু বেছে নিয়েছেন ফ্যাশনিস্তা।
এই পোশাকের সঙ্গে মেসি হেয়ারডু বেছে নিয়েছেন ফ্যাশনিস্তা।
advertisement
11/13
কালো স্যুটের সঙ্গে নজর কাড়া নেকপিস দীপিকার। নিঃসন্দেহে সুন্দরী অভিনেত্রী।
কালো স্যুটের সঙ্গে নজর কাড়া নেকপিস দীপিকার। নিঃসন্দেহে সুন্দরী অভিনেত্রী।
advertisement
12/13
কান-এ দীপিকার এই লুক সবচেয়ে হিট। সবুজ প্যান্টের সঙ্গে ফ্লোরাল শার্ট। সঙ্গে রেট্রো মেকআপ।
কান-এ দীপিকার এই লুক সবচেয়ে হিট। সবুজ প্যান্টের সঙ্গে ফ্লোরাল শার্ট। সঙ্গে রেট্রো মেকআপ।
advertisement
13/13
সব্যসাচীর শাড়িতে ফ্যাশন ডিভা। চোখে পড়ার মতো চোখের মেক আপ ও চুলের স্টাইল।
সব্যসাচীর শাড়িতে ফ্যাশন ডিভা। চোখে পড়ার মতো চোখের মেক আপ ও চুলের স্টাইল।
advertisement
advertisement
advertisement