Deepika Padukone : দীপিকা কি উরফি জাভেদকে নকল করছেন? কাটআউট পোশাকে ট্রোলড অভিনেত্রী

Last Updated:
Deepika Padukone : কাটআউট পোশাকে খোলামেলা দীপিকা! উরফি জাভেদের সঙ্গে তুলনা করছে নেটিজেন
1/7
বলিউডের ফ্যাশন ডিভা হলেন দীপিকা পাডুকোন। তিনি যা-ই পরেন, তাতেই নজর কাড়েন। দীর্ঘাঙ্গী অভিনেত্রীর সৌন্দর্যে মুগ্ধ নেটিজেনরা। কিন্তু সেই দীপিকা নাকি নকল করছেন উরফি জাভেদকে? সম্প্রতি এই ভাবেই ট্রোলড হলেন অভিনেত্রী।
বলিউডের ফ্যাশন ডিভা হলেন দীপিকা পাডুকোন। তিনি যা-ই পরেন, তাতেই নজর কাড়েন। দীর্ঘাঙ্গী অভিনেত্রীর সৌন্দর্যে মুগ্ধ নেটিজেনরা। কিন্তু সেই দীপিকা নাকি নকল করছেন উরফি জাভেদকে? সম্প্রতি এই ভাবেই ট্রোলড হলেন অভিনেত্রী।
advertisement
2/7
আসন্ন ছবি গেহেরাইয়া-র প্রচারে মুম্বইয়ের তাজ হোটেলের ইভেন্টে উপস্থিত ছিলেন দীপিকা। এইদিন অভিনেত্রীকে কমলা রঙের একটি কাটআউট বডি হাগিং পোশাকে দেখা যায়।
আসন্ন ছবি গেহেরাইয়া-র প্রচারে মুম্বইয়ের তাজ হোটেলের ইভেন্টে উপস্থিত ছিলেন দীপিকা। এইদিন অভিনেত্রীকে কমলা রঙের একটি কাটআউট বডি হাগিং পোশাকে দেখা যায়।
advertisement
3/7
লন্ডনের ফ্যাশন ডিজাইনার ডেভিড কোমার ডিজাইন করা এই পোশাকে নজর কেড়েছিলেন দীপিকা। পোশাকটির দাম ৪৮,৩০০ টাকা।
লন্ডনের ফ্যাশন ডিজাইনার ডেভিড কোমার ডিজাইন করা এই পোশাকে নজর কেড়েছিলেন দীপিকা। পোশাকটির দাম ৪৮,৩০০ টাকা।
advertisement
4/7
পোশাক যতই দামী হোক। এই পোশাকটিই নাকি উরফি জাভেদের কথা মনে করিয়ে দিয়েছে নেটিজেনকে। নেকলাইন ও পিঠের কাছে রয়েছে কাট আউট। যার ফলে দীপিকার ক্লিভলাইন স্পষ্ট বোঝা যাচ্ছে পোশাকে।
পোশাক যতই দামী হোক। এই পোশাকটিই নাকি উরফি জাভেদের কথা মনে করিয়ে দিয়েছে নেটিজেনকে। নেকলাইন ও পিঠের কাছে রয়েছে কাট আউট। যার ফলে দীপিকার ক্লিভলাইন স্পষ্ট বোঝা যাচ্ছে পোশাকে।
advertisement
5/7
সোশ্যাল মিডিয়া সেনসেশন উরফি জাভেদও প্রায় নানা রকমের কাট আউট পোশাকে আলোচনার কেন্দ্রে উঠে আসে। উরফির খোলামেলা পোশাকের সঙ্গে দীপিকার এই পোশাকের মিল পেয়েছেন অনেকেই।
সোশ্যাল মিডিয়া সেনসেশন উরফি জাভেদও প্রায় নানা রকমের কাট আউট পোশাকে আলোচনার কেন্দ্রে উঠে আসে। উরফির খোলামেলা পোশাকের সঙ্গে দীপিকার এই পোশাকের মিল পেয়েছেন অনেকেই।
advertisement
6/7
তাই কমেন্টে কেউ লিখেছেন, "দীপিকা কি উরফি জাভেদকে নকল করছেন?" কেউ আবার লিখছেন, "কাপড় কম পড়েছিল হয়তো।"
তাই কমেন্টে কেউ লিখেছেন, "দীপিকা কি উরফি জাভেদকে নকল করছেন?" কেউ আবার লিখছেন, "কাপড় কম পড়েছিল হয়তো।"
advertisement
7/7
প্রসঙ্গত, গেহেরাইয়া ছবিতে দীপিকা ছাড়াও অভিনয় করেছেন সিদ্ধান্ত চতুর্বেদী ও অনন্যা পাণ্ডে। ছবিটি মুক্তি পাবে আগামী ১১ ফেব্রুয়ারি।
প্রসঙ্গত, গেহেরাইয়া ছবিতে দীপিকা ছাড়াও অভিনয় করেছেন সিদ্ধান্ত চতুর্বেদী ও অনন্যা পাণ্ডে। ছবিটি মুক্তি পাবে আগামী ১১ ফেব্রুয়ারি।
advertisement
advertisement
advertisement