Bo অনেক নায়িকাই টপলেস হয়ে সেলিব্রিটি ফটোগ্রাফার ডাব্বু রত্নানির (Dabboo Ratnani) হাতে লেন্সবন্দি হয়েছেন ৷ তাঁর ক্যালেন্ডারে অশ্লীলতার পরিবর্তে ছবিতে প্রধান হয়ে ওঠে সৌন্দর্যই ৷ এক ঝলকে দেখে নেওয়া যাক কিছু নায়িকাকে, যাঁদের টপলেস অবস্থায় ক্যামেরাবন্দি করেছেন জনপ্রিয় আলোকচিত্রী। বিশাল আকারের টুপি আর পায়ে ন্যুড স্টিলেটো, এই দিয়েই বাজিমাত করেছেন সানি লিওন (Sunny Leone)। কৃতিত্ব অবশ্য ডাব্বুরও। সানির পেলব শরীরকে অন্য মাত্রা দিয়েছে তাঁর ছবি। কৃতি শ্যানন (Kriti Sanon) দীর্ঘাঙ্গী এবং বেতসপত্র শরীরের অধিকারিণী। আর সেটাই সুন্দরভাবে তুলে ধরেছেন ডাব্বু। আলিয়া ভাটের (Alia Bhatt) লুকে দুষ্টু ছোঁয়া দিয়েছেন ডাব্বু। এবারে আর টুপি নয়,আলিয়ার কোলে তিনি দিয়ে দিয়েছেন মিশকালো একটি বেড়াল। সানি বোধহয় চিত্রগ্রাহকের বিশেষ পছন্দের নায়িকা। টুপির বদলে বড় আকারের বই দিয়ে তাঁকেই আবার ক্লিক করেছেন তিনি। ২০১৭ সালে বলিউড সাইরেন দিশা পটানিও (Disha Patni) টপলেস হয়েছিলেন ডাব্বুর ক্যালেন্ডার শুটের সময়। লেদারের বেল্ট দেওয়া বুট ছবিটাকে এক অন্য মাত্রা এনে দিয়েছে। পরিণীতি চোপড়া (Parineeti Chopra) চেপেছেন একটি ঠেলাগাড়িতে। উজ্জ্বল হলুদ রঙের ঠেলাগাড়িতে টপলেস পরিণীতি, এই ছবির কথা একমাত্র ডাব্বুই ভাবতে পারেন। লাস্যময়ী অবতারে ডাব্বুর ক্যামেরার লেন্সের সামনে ধরা দিয়েছেন বিদ্যা বালনও (Vidya Balan)। কোনও রকম অ্যাকসেসরিজ ছাড়াই রিয়া সেনের (Riya Sen) অপার্থিব সৌন্দর্যকে আরও উজ্জ্বল করেছেন ডাব্বু। টাবু (Tabbu) এমনিতে ফটোশুট খুব একটা না করালেও, ডাব্বুর জন্য তিনিও ধরা দিয়েছেন টপলেস অবতারে। কচু পাতার আড়ালে কিয়ারা আদবানির (Kiara Advani) এই ছবি নিয়ে মিম তৈরি হয়েছে অনেক। তবে কিয়ারার ফ্যানরা এই ছবি পছন্দ করেছেন নায়িকার সরলতা মাখা আবেদনের জন্য।