CID Dayanand Shetty: 'আঙুল ছুঁতেই গল গল করে গড়াচ্ছে রক্ত'! CID-খ্যাত দয়ার বাইশ বছরের কেরিয়ারে ভয়ঙ্কর কাণ্ড, জানলে শিউরে উঠবেন
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
CID Dayanand Shetty: এসিপি প্রদ্যুম্নের সঙ্গে সিআইডি সিরিজের অন্যতম জনপ্রিয় মুখ হলেন ইন্সপেক্টর দয়া। তাঁর আসল নাম দয়ানন্দ শেট্টি। সিআইডির সেটে রক্তাক্ত কাণ্ডের সাক্ষী দয়া। কী হয়েছিল জানেন?
ভারতীয় টেলিভিশনের অন্যতম জনপ্রিয় ক্রাইম থ্রিলার সিরিজ সিআইডি। বছরের পর বছর ধরে এই সিরিজ চলছে এবং তার আকর্ষণ যেন প্রতিদিনই বেড়ে চলেছে।
advertisement
এসিপি প্রদ্যুম্নের সঙ্গে সিআইডি সিরিজের অন্যতম জনপ্রিয় মুখ হলেন ইন্সপেক্টর দয়া। তাঁর আসল নাম দয়ানন্দ শেট্টি।
advertisement
২২ বছর ধরে এই সিরিয়ালে কাজ করছেন দয়ানন্দ। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি সিআইডিতে কাজের অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে বলেছেন মারাত্মক এক ঘটনার কথা।
advertisement
অ্যাকশনের দৃশ্যে অভিনয় করতে গিয়ে ঘটেছিল রক্তাক্ত কাণ্ড। দয়া জানিয়েছেন, সাধারণত মারপিটের দৃশ্যে তিনি কোনও দিনই শারীরিক সংস্পর্শে যান না।
advertisement
অভিনয় করতে গিয়ে একাধিক বার সত্যিকারের দরজা ভাঙতে হয়েছে তাঁকে। তবে মারপিটের দৃশ্যে তিনি বডি কনট্যাক্ট এড়িয়ে চলেন। তবে একবার ঘটেছিল বিপত্তি।
advertisement
দয়া বলেছেন, 'সিআইডির সেটে বহু দরজা ভেঙেছি। তবে চড় মারার সময় কারও মুখে হাত ছোঁয়াই না আমি। একবার একজনের নাকে আমার আঙুলটা ছুঁয়ে যায়। আচমকা দেখি গল গল করে তাঁর নাক দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে। সেদিন মারাত্মক কাণ্ড হতে পারত। ২২ বছরের কেরিয়ারে সেদিনই প্রথম এমন হয়।'
advertisement
তিনি প্রফেশনালি একজন খেলোয়াড় ছিলেন। ট্রেনিং করেছেন বহু বছর। তিনি ১৯৯৬ সালে মহারাষ্ট্র থেকে ডিসকাস থ্রো-তে চ্যাম্পিয়ন হন।
advertisement
এরপর পায়ে আঘাতের কারণে তিনি খেলা থেকে সরে যান। বুঝেছিলেন খেলা ছাড়াও অভিনয়টা তিনি পারেন। তারপরেই অভিনয়ে আসা। বহু বিজ্ঞাপণেও দেখা গিয়েছে তাঁর মুখ।
advertisement