Bonny Sengupta- Koushani Mukherjee: টলিপাড়ায় ফের ব্রেক আপ? সত্যিই কি প্রেম ভাঙল বনি-কৌশানীর?

Last Updated:
Bonny Sengupta- Koushani Mukherjee: বার শোনা যাচ্ছে, চর্চিত জুটি বনি সেনগুপ্ত ও কৌশানী মুখোপাধ্য়ায়েরও নাকি প্রেম ভেঙেছে।।
1/7
টলি পাড়ায় কি আবার বিচ্ছেদের বাজনা বাজল? কিছুদিন আগেই সোহিনী সরকার ও রণজয় বিষ্ণুর প্রেম ভাঙার খবরে নেট দুনিয়া ছিল সরগরম। আর এবার শোনা যাচ্ছে, চর্চিত জুটি বনি সেনগুপ্ত ও কৌশানী মুখোপাধ্য়ায়েরও নাকি প্রেম ভেঙেছে।।
টলি পাড়ায় কি আবার বিচ্ছেদের বাজনা বাজল? কিছুদিন আগেই সোহিনী সরকার ও রণজয় বিষ্ণুর প্রেম ভাঙার খবরে নেট দুনিয়া ছিল সরগরম। আর এবার শোনা যাচ্ছে, চর্চিত জুটি বনি সেনগুপ্ত ও কৌশানী মুখোপাধ্য়ায়েরও নাকি প্রেম ভেঙেছে।।
advertisement
2/7
টলি পাড়ার সেলেবদের খবর বেশিদিন চাপা থাকে না। শোনা যাচ্ছে বহুদিনের রিয়েল লাইফ কাপল বনি ও কৌশানীর প্রেমের ছন্দে তাল কেটেছে।
টলি পাড়ার সেলেবদের খবর বেশিদিন চাপা থাকে না। শোনা যাচ্ছে বহুদিনের রিয়েল লাইফ কাপল বনি ও কৌশানীর প্রেমের ছন্দে তাল কেটেছে।
advertisement
3/7
বহুদিন ধরেই নাকি দুজনের মধ্যে কথা বন্ধ। আর এর জন্যই মনে করা হচ্ছে দুজনে হয়তো প্রেমে ইতি টেনেছেন। যদিও বনি বা কৌশানী ব্রেক আপের কোনও ইঙ্গিত দেননি এখনও।
বহুদিন ধরেই নাকি দুজনের মধ্যে কথা বন্ধ। আর এর জন্যই মনে করা হচ্ছে দুজনে হয়তো প্রেমে ইতি টেনেছেন। যদিও বনি বা কৌশানী ব্রেক আপের কোনও ইঙ্গিত দেননি এখনও।
advertisement
4/7
সংবাদমাধ্যমের কাছে কৌশানী বলেছেন, কথা বন্ধ আছে বেশ কিছুদিন হল। তবে সেটা শুধুই মতের অমিল হওয়ায়। কিন্তু তাঁদের ব্রেক আপ হয়নি। হলেই নিজেই বলবেন।
সংবাদমাধ্যমের কাছে কৌশানী বলেছেন, কথা বন্ধ আছে বেশ কিছুদিন হল। তবে সেটা শুধুই মতের অমিল হওয়ায়। কিন্তু তাঁদের ব্রেক আপ হয়নি। হলেই নিজেই বলবেন।
advertisement
5/7
পাশাপাশি আবার কৌশানী জানিয়েছেন, ব্রেক আপ না হলেও কিছুদিন তিনি একা থাকতে চান। নিজেকে শুধু সময় দিতে চান। নিজেকে চিনতে চান। এতেই জল্পনা আরও বেড়েছে।
পাশাপাশি আবার কৌশানী জানিয়েছেন, ব্রেক আপ না হলেও কিছুদিন তিনি একা থাকতে চান। নিজেকে শুধু সময় দিতে চান। নিজেকে চিনতে চান। এতেই জল্পনা আরও বেড়েছে।
advertisement
6/7
অন্যদিকে সংবাদমাধ্যমের কাছে বনি বলছেন, তিনি সময় দিতে পারছেন না বলে কৌশানী রেগে আছেন মাত্র। সব মিটে যাবে। কিন্তু ব্রেক আপ মোটেই হয়নি।
অন্যদিকে সংবাদমাধ্যমের কাছে বনি বলছেন, তিনি সময় দিতে পারছেন না বলে কৌশানী রেগে আছেন মাত্র। সব মিটে যাবে। কিন্তু ব্রেক আপ মোটেই হয়নি।
advertisement
7/7
প্রসঙ্গত, বনি-কৌশানীর জুটির বহু ভক্ত আছেন। প্রথম তাঁরা জুটি বাঁধেন পারব না আমি ছাড়তে তোকে ছবিতে।
প্রসঙ্গত, বনি-কৌশানীর জুটির বহু ভক্ত আছেন। প্রথম তাঁরা জুটি বাঁধেন পারব না আমি ছাড়তে তোকে ছবিতে।
advertisement
advertisement
advertisement