Shiney Ahuja : পরিচারিকার সঙ্গে জঘন্য কাণ্ড, কেরিয়ার শেষ! এত সুন্দর নায়ক, গ্যাংস্টার-এর হিরোকে মনে আছে?
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Shiney Ahuja- ২০০৯ সালে অভিনেতা শাইনি আহুজা-র বিরুদ্ধে তাঁর ১৯ বছর বয়সী গৃহকর্মী ধর্ষণের অভিযোগ তোলেন। জুন ২০০৯-এ শাইনি আহুজাকে তাঁর গৃহকর্মীকে ধর্ষণ, তাঁকে অবৈধভাবে আটকে রাখা এবং ভয় দেখানোর অভিযোগে গ্রেফতার করা হয়।
বলিউড থেকে অনেক প্রতিভাবান অভিনেতা হঠাৎই অদৃশ্য হয়ে গেছেন। তাঁদের চমৎকার কেরিয়ার থাকা সত্ত্বেও বিতর্ক তাঁদের জীবন এবং পেশাগত সাফল্যকে ধ্বংস করে দিয়েছে। এখন তাঁরা গুমনামী জীবন যাপন করছেন। এই তালিকায় রয়েছেন এমনই একজন অভিনেতা, যিনি বিদ্যা বালান, কঙ্গনা রানাউতের মতো জনপ্রিয় অভিনেত্রীদের সঙ্গে সুপারহিট সিনেমায় অভিনয় করেছেন। কিন্তু একটি বিতর্ক তাঁর কেরিয়ারই নয়, পুরো জীবন তছনছ করে দিয়েছে। আমরা কথা বলছি অভিনেতা শাইনি আহুজা-র সম্পর্কে। 'গ্যাংস্টার', 'ভুল ভুলাইয়া', 'ও লমহে', 'লাইফ ইন আ মেট্রো', 'হাজারো খোয়াহিশে অ্যায়সি' এবং 'খোয়া খোয়া চাঁদ'-এর মতো দুর্দান্ত ছবিতে নিজের অভিনয় প্রতিভার প্রমাণ রেখেছেন তিনি। কিন্তু ২০০৯ সালে ১৯ বছরের পরিচারিকা তাঁর বিরুদ্ধে এমন একটি অভিযোগ তোলেন, যা মাত্র কয়েক মিনিটের মধ্যে শাইনি আহুজার ৩৫ বছর ধরে গড়ে তোলা সম্মান ও সুনামকে ধ্বংস করে দেয়। অভিযোগ ছিল ধর্ষণের।
advertisement
২০০৯ সালে অভিনেতা শাইনি আহুজা-র বিরুদ্ধে তাঁর ১৯ বছর বয়সী গৃহকর্মী ধর্ষণের অভিযোগ তোলেন। জুন ২০০৯-এ শাইনি আহুজাকে তাঁর গৃহকর্মীকে ধর্ষণ, তাঁকে অবৈধভাবে আটকে রাখা এবং ভয় দেখানোর অভিযোগে গ্রেফতার করা হয়। তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ধারা ৩৭৬ (ধর্ষণ) এবং ধারা ৫০৬ (প্রাণনাশের হুমকি) অনুযায়ী মামলা দায়ের করা হয়েছিল। ২০১১ সালে আদালত শাইনি আহুজাকে ৭ বছরের কারাদণ্ড দেয়। এই মামলার পর থেকে তাঁর অভিনয় জীবন থমকে যায়, এবং তিনি বলিউড থেকে প্রায় অদৃশ্য হয়ে যান।
advertisement
পরে অবশ্য শাইনি আহুজার গৃহকর্মী আদালতে নিজের জবানবন্দি পরিবর্তন করে ধর্ষণের ঘটনা অস্বীকার করেন। কিন্তু আদালত মনে করে, ওই গৃহকর্মী সম্ভবত চাপে পড়ে বা ভয় পেয়ে এমনটা বলেছিলেন। এরপরও আদালত শাইনিকে দোষী সাব্যস্ত করে এবং ২০১১ সালে তাঁকে সাত বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হয়। তাঁর স্ত্রীর অনেক চেষ্টা ও আইনি লড়াইয়ের পর শাইনিকে জামিনে মুক্তি দেওয়া হয়। এই ঘটনা তাঁর পুরো কেরিয়ার ধ্বংস করে দেয়য আর কখনওই তিনি বড় কোনও কাজ পাননি। ২০১৫ সালে শাইনিকে শেষবার দেখা যায় ‘ওয়েলকাম ব্যাক’ ছবিতে। সেই থেকে আজ পর্যন্ত তিনি সম্পূর্ণরূপে আড়ালে চলে গেছেন। তিনি কোথায় আছেন, কী করছেন—এ নিয়ে কারও কাছে কোনও স্পষ্ট তথ্য নেই।
advertisement
মে ১৯৭৩ সালে দিল্লির একটি পঞ্জাবি পরিবারে জন্ম নেওয়া শাইনি আহুজা মিলিটারি ব্যাকগ্রাউন্ড থেকে এসেছেন। শাইনি’র বাবা ছিলেন ভারতীয় সেনাবাহিনীর লেফটেন্যান্ট।শাইনি ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছেন। শাইনি আহুজা ১৯৯৭ সালে অনুপমা পাণ্ডের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাঁদের একটি কন্যা সন্তান আছে, যার নাম আরশিয়া। বলিউডে কেরিয়ার শুরু করার আগে শাইনি অনেক বিজ্ঞাপনে কাজ করেছেন। বলিউডে ডেবিউ করার আগে তিনি প্রায় ৪০টির বেশি বিজ্ঞাপনে কাজ করেছেন তিনি।
advertisement
advertisement