অলভিদা বলার সুযোগ না দিয়েই চলে গেলেন বলিউডের শ্রীদেবী ৷ ২৪ শে ফেব্রুয়ারি রাতে চাঁদনির এক চিলতে আলো না রেখে চলে গেলেন তিনি ৷ মোহিত মারওয়ার বিয়ের অনুষ্ঠানে দুবাই গিয়েছিলেন শ্রীদেবী ৷ সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে সে ছবিও বেশ লাইক কমেন্ট কুড়িয়েছে ৷ কেউ তাঁর শাড়ির বা কেউ তাঁর চোখ না ফেরতে পারা সৌন্দর্য্যের তারিফ করেছিল ৷ সেই ক্যামেরার লেন্সও কি জানতো যে এই শেষবার ৷ অন্তিম বারের মতো শ্রীদেবীকে ক্যামেরা বন্দি করছে ৷ শনিবার রাত এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি ৷ চাঁদহীন রাতে রূপ কি রানি নিলেন বিদায় ৷
Photo Courtesy - Sridevi Twitter
অমাবস্যায় বলিউডের চাদঁনি বিদায়। হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বলিউডের প্রথম ফিমেল সুপারস্টার শ্রীদেবী । দুবাইয়ে আত্মীয় অভিনেতা মোহিত মারওয়ার বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে গিয়েছিলেন শ্রীদেবী। সেখানেই গতকাল রাতে প্রয়াত হন শ্রীদেবী। দুবাইয়ে সঙ্গে ছিলেন স্বামী বনি কাপুর ও ছোট মেয়ে খুশি। বড় মেয়ে জাহ্নবী তাঁর প্রথম ছবির শ্যুটিং করছেন. সেই কারণেই পরিবারের সঙ্গে দুবাইয়ের অনুষ্ঠানে যোগ দিতে পারেনি জাহ্নবী ৷ তাঁকে যে ভীষণ মিস করছিলেন মম শ্রীদেবী, তা বিয়ের প্রতি মুহূর্তের ছবির ট্যুইটেই স্পষ্ট ৷ লিখেছিলেন ‘মিস ইউ জাহ্নবী’ ৷ আর দেখা হলো না জাহ্নবীর সঙ্গে মম-এর ৷ ফুরিয়ে গেল শ্রীদেবীর লমহে। হয়ে গেল জুদাই, সদমায় সক্কলে ৷ Photo Courtesy - Sridevi Twitter
বলিউডের বিভিন্ন প্রজন্মের তামাম তারকারা সহ শোকস্তব্ধ অগণিত অনুরাগী ৷ শুধু অভিনয় জগতই নয়, রাজনীতি সঙ্গে সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে ছড়িয়ে থাকা নামীদামী তারকারাও বলিউড ডিভার প্রয়াণে শোক প্রকাশ করেছেন ৷ শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সহ রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দও ৷ ট্যুইটারে শোকবার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷
Photo Courtesy - Sridevi Twitter