Sidharth Shukla | Shehnaaz Gill: সিদ্ধার্থের শেষকৃত্যে ভেঙে পড়লেন শেহনাজ! অভিনেত্রীর অবস্থা দেখে চোখে জল নেটিজেনদের

Last Updated:
Sidharth Shukla | Shehnaaz Gill: আজ সিদ্ধার্থের শেষকৃত্য। সেখানেই সংবাদমাধ্যমের ক্যামেরায় ধরা পড়েছে শেহনাজের ছবি।
1/7
অকালে চলে গেলেন অভিনেতা সিদ্ধার্থ শুক্লা (Sidharth Shukla)। হৃদরোগে আক্রান্ত হওয়ার কারণেই এই আকস্মিক মৃত্যু। বয়স হয়েছিল মাত্র ৪০। সিদ্ধার্থের মৃত্যুর খবর পাওয়ার পর থেকে ভেঙে পড়েছেন তাঁর ঘনিষ্ঠ বন্ধু শেহনাজ গিলও (Shehnaaz Gill)।
অকালে চলে গেলেন অভিনেতা সিদ্ধার্থ শুক্লা (Sidharth Shukla)। হৃদরোগে আক্রান্ত হওয়ার কারণেই এই আকস্মিক মৃত্যু। বয়স হয়েছিল মাত্র ৪০। সিদ্ধার্থের মৃত্যুর খবর পাওয়ার পর থেকে ভেঙে পড়েছেন তাঁর ঘনিষ্ঠ বন্ধু শেহনাজ গিলও (Shehnaaz Gill)।
advertisement
2/7
আজ সিদ্ধার্থের শেষকৃত্য। সেখানেই সংবাদমাধ্যমের ক্যামেরায় ধরা পড়েছে শেহনাজের ছবি। অভিনেত্রীর ছবিতেই স্পষ্ট, মৃত্যুর খবর পাওয়ার পর থেকে তাঁর পায়ের তলার মা‌টি সরে গিয়েছে। মুম্বইয়ের ওশিওয়ারা শ্মশানে শেষকৃত্য হয় সিদ্ধার্থের।
আজ সিদ্ধার্থের শেষকৃত্য। সেখানেই সংবাদমাধ্যমের ক্যামেরায় ধরা পড়েছে শেহনাজের ছবি। অভিনেত্রীর ছবিতেই স্পষ্ট, মৃত্যুর খবর পাওয়ার পর থেকে তাঁর পায়ের তলার মা‌টি সরে গিয়েছে। মুম্বইয়ের ওশিওয়ারা শ্মশানে শেষকৃত্য হয় সিদ্ধার্থের।
advertisement
3/7
সংবাদমাধ্যমের সামনেই কান্নায় ভেঙে পড়েন শেহনাজ। তাঁর ছবি দেখে আবেগপ্রবণ হয়ে পড়েছেন অনুরাগীরাও। শেহনাজের সঙ্গে ছিলেন তাঁর ভাই শেহবাজ।
সংবাদমাধ্যমের সামনেই কান্নায় ভেঙে পড়েন শেহনাজ। তাঁর ছবি দেখে আবেগপ্রবণ হয়ে পড়েছেন অনুরাগীরাও। শেহনাজের সঙ্গে ছিলেন তাঁর ভাই শেহবাজ।
advertisement
4/7
সিদ্ধার্থের মৃত্যুর খবর পেয়েই শ্যুটিং বন্ধ করে দেন শেহনাজ। সংবাদমাধ্যমের কাছে সিদ্ধার্থের বাবা জানান,'শেহনাজ অসুস্থ হয়ে পড়েছেন। তাঁর ভাই শেহবাজ ইতিমধ্যেই দিদির বাড়িতে চলে গিয়েছেন।'
সিদ্ধার্থের মৃত্যুর খবর পেয়েই শ্যুটিং বন্ধ করে দেন শেহনাজ। সংবাদমাধ্যমের কাছে সিদ্ধার্থের বাবা জানান,'শেহনাজ অসুস্থ হয়ে পড়েছেন। তাঁর ভাই শেহবাজ ইতিমধ্যেই দিদির বাড়িতে চলে গিয়েছেন।'
advertisement
5/7
তাঁরা নাকি বিয়েও করবেন ভেবেছিলেন। গত মাসে টেলিভিশনের রিয়ালিটি শো ডান্স দিওয়ানে ৩ ও বিগ বস ওটিটি-তে দেখা গিয়েছিল এই জুটিকে। জনপ্রিয় মিউজিক কম্পোজার অনু মালিকের ভাই আবু জানান, সম্প্রতি দুই দিন আগেই তিনি সিদ্ধার্থের সঙ্গে কথা বলেছেন। তিনি জানিয়েছেন, শেহনাজকে সিদ্ধার্থ বিয়ে করবে কিনা জিজ্ঞেস করতে বলেছেন
তাঁরা নাকি বিয়েও করবেন ভেবেছিলেন। গত মাসে টেলিভিশনের রিয়ালিটি শো ডান্স দিওয়ানে ৩ ও বিগ বস ওটিটি-তে দেখা গিয়েছিল এই জুটিকে। জনপ্রিয় মিউজিক কম্পোজার অনু মালিকের ভাই আবু জানান, সম্প্রতি দুই দিন আগেই তিনি সিদ্ধার্থের সঙ্গে কথা বলেছেন। তিনি জানিয়েছেন, শেহনাজকে সিদ্ধার্থ বিয়ে করবে কিনা জিজ্ঞেস করতে বলেছেন
advertisement
6/7
'বিগ বস ১৩'-র ঘরে একসঙ্গে দীর্ঘ সময় কাটিয়েছেন সিদ্ধার্থ শুক্লা ও শেহনাজ গিল। দু'জনের মধ্যে বোঝাপড়া, সম্পর্ক, ঘনিষ্ঠতা সবই ধীরে ধীরে বেড়ে উঠেছিল এই বিগ বসের ঘরেই। তাঁদের রসায়ন পছন্দ হয় দর্শকদের।
'বিগ বস ১৩'-র ঘরে একসঙ্গে দীর্ঘ সময় কাটিয়েছেন সিদ্ধার্থ শুক্লা ও শেহনাজ গিল। দু'জনের মধ্যে বোঝাপড়া, সম্পর্ক, ঘনিষ্ঠতা সবই ধীরে ধীরে বেড়ে উঠেছিল এই বিগ বসের ঘরেই। তাঁদের রসায়ন পছন্দ হয় দর্শকদের।
advertisement
7/7
জানা যাচ্ছে, রাত ৩-৩.৩০ মিনিট নাগাদ আচমকাই ঘুম ভেঙে উঠে বসেন সিদ্ধার্থ এবং জানান শরীরে অস্বস্তির কথা। তখনই নিজের মাকে শরীরের অবস্থা জানান এবং বুকে ব্যথার কথা বলেন। তাঁর মা তাঁকে জল দেন ও ঘুমোতে বলেন। কিন্তু পরের দিন আর সকালে ঘুম ভাঙেনি সিদ্ধার্থের।
জানা যাচ্ছে, রাত ৩-৩.৩০ মিনিট নাগাদ আচমকাই ঘুম ভেঙে উঠে বসেন সিদ্ধার্থ এবং জানান শরীরে অস্বস্তির কথা। তখনই নিজের মাকে শরীরের অবস্থা জানান এবং বুকে ব্যথার কথা বলেন। তাঁর মা তাঁকে জল দেন ও ঘুমোতে বলেন। কিন্তু পরের দিন আর সকালে ঘুম ভাঙেনি সিদ্ধার্থের।
advertisement
advertisement
advertisement