Bollywood Gossip: ৫টি ছবি বিয়ের ফুল ফুটিয়েছিল ১০ হিরো-হিরোইনের! ২৪ বছরে এক নায়িকা তো করেই ফেললেন প্রাক্তন CM-এর ছেলের সঙ্গে বিয়ে!
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
বলিউডে এমন অনেক দম্পতি যাদের প্রেমের গল্প শুরু হয়েছিল ফিল্মের সেটে এবং সেটা সিনেমার বাইরে এগিয়ে চলে৷ তাঁরা এখন স্বামী-স্ত্রী৷ সংসার করছেন৷
advertisement
রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোন বলিউডের শক্তিশালী দম্পতিদের মধ্যে অন্যতম। তারা দুজনেই প্রথমবারের মতো গোলিওঁ কি রাসলীলা- রামলীলা ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন। পর্দায় তাদের রসায়ন পর্দায় আলোড়ন তুলেছিল। রামলীলা বক্স অফিসে মেগা হিট ছবি। প্রথম ছবির সাফল্যের পর, তাঁরা দুজনেই অনেক ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন। ২০১৮ সালে এই দম্পতি বিয়ে করেন।
advertisement
advertisement
advertisement
অভিষেক বচ্চন এবং ঐশ্বর্য রাই ২০০৭ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এই দম্পতির প্রথম দেখা হয়েছিল ২০০৬ সালে 'উমরাও জান' ছবির সেটে। এরপর, এই বাস্তব জীবনের জুটিকে 'গুরু', 'ধুম ২', 'কুছ না কহো' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল। দুজনেই তাঁদের মেয়ে আরাধ্যার সঙ্গে সুখী জীবনযাপন করছেন। গত বছর যদিও তাঁদের বিয়েতে কিছু জটিলতা তৈরি হয় বলে গুঞ্জন চলে৷ তবে সে নিয়ে কেউ কোনও কথা বলেনি৷ এখন আবার তাঁদের একসঙ্গেই দেখা যাচ্ছে৷
advertisement
advertisement
advertisement
advertisement