হোম » ছবি » বিনোদন » ‘পিকে’-র জন্য ১ পয়সাও নেননি সুশান্ত, রাজকুমার হিরানি উপহার দেন প্রচুর বই
‘পিকে’-র জন্য ১ পয়সাও নেননি সুশান্ত, রাজকুমার হিরানি উপহার দেন প্রচুর বই
Bangla Editor
1/ 7
• ভক্তরা তাঁকে বলেন বলিউডের ক্রিস্টোফার নোলান । অনুরাগ কাশ্যপের মতো পরিচালকরা তাঁকে হিংসা করেন, রণবীর সিংয়ের মতো তারকারা তাঁর একটা ছবি করার জন্য মুখিয়ে থাকেন । সেই রাজকুমার হিরানির ‘পিকে’-তে অভিনয় করেছিলেন সুশান্ত সিং রাজপুত ।
2/ 7
• ‘পিকে’ এক কথায় অমির খান আর অনুষ্কা শর্মার ছবি । কিন্তু পর্দায় মাত্র ১৫ মিনিটের জন্য থেকেও সারফারাজ দর্শকদের মনের গভীরে দাগ কেটে গিয়েছিলেন ।
3/ 7
• রাজকুমার হিরানির মস্ত বড় ভক্ত ছিলেন সুশান্ত । তাই যখন ‘পিকে’-র জন্য তাঁকে বেছে নিলেন পরিচালক, আনন্দে আত্মহারা হয়ে গিয়েছিলেন প্রয়াত অভিনেতা ।
4/ 7
• অল্প সময়ের ওই রোলের জন্য কোনও টাকা নেননি তিনি । যদিও ছবিতে অনুষ্কার প্রেমিক তিনিই ।
5/ 7
• তবে সুশান্ত টাকা নিতে না চাইলেও তাঁর শুভ কামনা করে হিরানি তাঁর হাতে ২১ টাকা গুঁজে দিয়েছিলেন ।
6/ 7
• আর ‘পিকে’-র বিপুল সাফল্যর পর নিজের কালেকশন থেকে সিনেমাটোগ্রাফির উপর প্রচুর বই সুশান্ত’কে উপহার স্বরূপ পাঠিয়েছিলেন তিনি । হয়তো একটা কৃতজ্ঞতাবোধও ছিল । আর সবচেয়ে বড় কথা, সুশান্তের প্রতিভার পরিচয় পেয়েছিলেন হিরানি স্যার । জানতেন, এই বইগুলি পড়তে কতটা আগ্রহী সুশান্ত ।
7/ 7
• জানা যায়, ‘পিকে’র ওই চরিত্রটির জন্য রণবীর কাপুর, শাহিদ কাপুর, ইমরান হাসমি অনেককেই ভাবা হয়েছিল প্রথমে । শেষ পর্যন্ত সারফারাজ’কে ব্যাগে বন্দী করেন সুশান্ত সিং রাজপুত ।
‘পিকে’-র জন্য ১ পয়সাও নেননি সুশান্ত, রাজকুমার হিরানি উপহার দেন প্রচুর বই
• ভক্তরা তাঁকে বলেন বলিউডের ক্রিস্টোফার নোলান । অনুরাগ কাশ্যপের মতো পরিচালকরা তাঁকে হিংসা করেন, রণবীর সিংয়ের মতো তারকারা তাঁর একটা ছবি করার জন্য মুখিয়ে থাকেন । সেই রাজকুমার হিরানির ‘পিকে’-তে অভিনয় করেছিলেন সুশান্ত সিং রাজপুত ।
‘পিকে’-র জন্য ১ পয়সাও নেননি সুশান্ত, রাজকুমার হিরানি উপহার দেন প্রচুর বই
• আর ‘পিকে’-র বিপুল সাফল্যর পর নিজের কালেকশন থেকে সিনেমাটোগ্রাফির উপর প্রচুর বই সুশান্ত’কে উপহার স্বরূপ পাঠিয়েছিলেন তিনি । হয়তো একটা কৃতজ্ঞতাবোধও ছিল । আর সবচেয়ে বড় কথা, সুশান্তের প্রতিভার পরিচয় পেয়েছিলেন হিরানি স্যার । জানতেন, এই বইগুলি পড়তে কতটা আগ্রহী সুশান্ত ।
‘পিকে’-র জন্য ১ পয়সাও নেননি সুশান্ত, রাজকুমার হিরানি উপহার দেন প্রচুর বই
• জানা যায়, ‘পিকে’র ওই চরিত্রটির জন্য রণবীর কাপুর, শাহিদ কাপুর, ইমরান হাসমি অনেককেই ভাবা হয়েছিল প্রথমে । শেষ পর্যন্ত সারফারাজ’কে ব্যাগে বন্দী করেন সুশান্ত সিং রাজপুত ।