Varun Dhawan: সুখবর! বাবা হলেন বরুণ ধওয়ান... ফুটফুটে সন্তানের জন্ম দিলেন নতাশা... ছেলে না মেয়ে? কী হল

Last Updated:
করোনা আবহে খুব সীমিত সংখ্যক অতিথির উপস্থিতিতেই বিয়ের পর্ব সেরেছিলেন এই জুটি। করণ জোহর, শশাঙ্ক খৈতান, মণীশ মালহোত্রার মতো বলিউড সেলেবরা হাজির ছিলেন এই বিয়েতে। এবার তাঁদের দায়িত্ব বাড়ল আরও। বরুণের মেয়ে হওয়ার খবরটি স্বয়ং ডেভিড ধওয়ান জানিয়েছেন।
1/7
বাবা হলেন বরুণ ধওয়ন। সোমবার মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে সন্তানের জন্ম দিলেন স্ত্রী নতাশা দালাল।
বাবা হলেন বরুণ ধওয়ন। সোমবার মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে সন্তানের জন্ম দিলেন স্ত্রী নতাশা দালাল।
advertisement
2/7
হিন্দুজা হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন নতাশা। বরুণ নীল পায়জামা এবং গোলাপী টি-শার্ট পরেছিলেন। সঙ্গে ছিল কমলা রঙের ব্যাগ।
হিন্দুজা হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন নতাশা। বরুণ নীল পায়জামা এবং গোলাপী টি-শার্ট পরেছিলেন। সঙ্গে ছিল কমলা রঙের ব্যাগ।
advertisement
3/7
মীরা রাজপুত নিজের ইনস্টাগ্রামে নাতাশার বেবি শাওয়ারের কাস্টমাইজড কেকের ছবি শেয়ার করেছিলেন। কেকে বসানো ছিল সাদা টেডি বিয়ার। যার উপরে লেখা বরুণ নতাশার নাম।
মীরা রাজপুত নিজের ইনস্টাগ্রামে নাতাশার বেবি শাওয়ারের কাস্টমাইজড কেকের ছবি শেয়ার করেছিলেন। কেকে বসানো ছিল সাদা টেডি বিয়ার। যার উপরে লেখা বরুণ নতাশার নাম।
advertisement
4/7
পাপারাৎজিদের জন্যও বরুণ-নাতাশার তরফে দেওয়া হয়েছিল বিশেষ কিছু উপহার। গোলাপি ব্যাগে প্যাক করা হয়েছিল সেগুলি।
পাপারাৎজিদের জন্যও বরুণ-নাতাশার তরফে দেওয়া হয়েছিল বিশেষ কিছু উপহার। গোলাপি ব্যাগে প্যাক করা হয়েছিল সেগুলি।
advertisement
5/7
করোনা আবহে খুব সীমিত সংখ্যক অতিথির উপস্থিতিতেই বিয়ের পর্ব সেরেছেন এই জুটি। করণ জোহর, শশাঙ্ক খৈতান, মণীশ মালহোত্রার মতো বলিউড সেলেবরা হাজির ছিলেন এই বিয়েতে। তবে সামনাসামনি না হলেও বিয়ের দিন ভার্চুয়ালি বরুণ-নাতাশাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানায় গোটা বলিউড। বিবাহিতদের ক্লাবে বরুণকে স্বাগত জানান দীপিকা, রণবীর, অনুষ্কারা।
করোনা আবহে খুব সীমিত সংখ্যক অতিথির উপস্থিতিতেই বিয়ের পর্ব সেরেছেন এই জুটি। করণ জোহর, শশাঙ্ক খৈতান, মণীশ মালহোত্রার মতো বলিউড সেলেবরা হাজির ছিলেন এই বিয়েতে। তবে সামনাসামনি না হলেও বিয়ের দিন ভার্চুয়ালি বরুণ-নাতাশাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানায় গোটা বলিউড। বিবাহিতদের ক্লাবে বরুণকে স্বাগত জানান দীপিকা, রণবীর, অনুষ্কারা।
advertisement
6/7
‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ ছবির হাত ধরে বলিউডে এসেছিলেন বরুণ। নিজের অনন্য স্টাইলের মাধ্যমে রুপোলি পর্দাকে রীতিমতো শাসন করেছেন অভিনেতা। প্রথম ছবিই তাঁকে এনে দিয়েছিল জনপ্রিয়তা। আজও বক্স অফিসে তাঁর ছবির ফলাফল ভালই হয়। তাঁর ছবি ফ্লপ, এটা খুব একটা শোনা যায় না।
‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ ছবির হাত ধরে বলিউডে এসেছিলেন বরুণ। নিজের অনন্য স্টাইলের মাধ্যমে রুপোলি পর্দাকে রীতিমতো শাসন করেছেন অভিনেতা। প্রথম ছবিই তাঁকে এনে দিয়েছিল জনপ্রিয়তা। আজও বক্স অফিসে তাঁর ছবির ফলাফল ভালই হয়। তাঁর ছবি ফ্লপ, এটা খুব একটা শোনা যায় না।
advertisement
7/7
 ১৮ ফেব্রুয়ারি অভিনেতা বরুণ ধাওয়ানই সুখবর দেন। একটা সাদা কালো ছবি পোস্ট করেন বরুণ। যেখানে তাঁকে স্ত্রী নাতাশার বেবি বাম্পে চুম্বন করতে দেখা যায়।
১৮ ফেব্রুয়ারি অভিনেতা বরুণ ধাওয়ানই সুখবর দেন। একটা সাদা কালো ছবি পোস্ট করেন বরুণ। যেখানে তাঁকে স্ত্রী নাতাশার বেবি বাম্পে চুম্বন করতে দেখা যায়।
advertisement
advertisement
advertisement