Gossip: স্কুল ফি দেওয়ার টাকা ছিল না, জল-বিস্কুট খেয়ে দিন কাটত, আজ বলিউডের প্রথম সারির অভিনেতা, কোটি কোটি টাকা পারিশ্রমিক, বলুন তো কে?

Last Updated:
Bollywood Top Actor Life Struggle: ভারতের সেরা অভিনেতাদের মধ্যে তিনি অন্যতম। ছোটবেলায় স্কুলের ফি, খাবারের জন্য সামান্য টাকাও ছিল না। সামান্য বিস্কুট খেয়ে দিন কাটিয়েছেন, আজ তিনি ৪৪ কোটি টাকার বিলাসবহুল বাড়ির মালিক। এক একটি সিনেমার জন্য মোটা পারিশ্রমিক নেন।
1/7
*রাম গোপাল ভার্মার 'রান' ছবিতে আত্মপ্রকাশ। শুরুর দিকে তিনি সাইড রোল করলেও কেউ ভাবেননি সাধারণ চেহারার এই অভিনেতা নিজের ক্ষমতায় সিনেমা সুপারহিট করবেন। এমন একটা সময় ছিল যখন স্কুলের বেতন দিতে পারতেন না এক অভিনেতা। শিক্ষকরা তাঁর পড়াশোনার টাকা দিয়েছেন। অভিনেতা হওয়ার স্বপ্ন নিয়ে যখন মুম্বই এসেছিলেন, তখন তাঁর খাওয়া-দাওয়ার টাকাও ছিল না। আজ তিনি বিলাসবহুল বাড়িতে থাকেন। সিনেমা থেকে কোটি কোটি টাকা উপার্জন। (ছবি সৌজন্য: Instagram@rajkummar_rao)
*রাম গোপাল ভার্মার 'রান' ছবিতে আত্মপ্রকাশ। শুরুর দিকে তিনি সাইড রোল করলেও কেউ ভাবেননি সাধারণ চেহারার এই অভিনেতা নিজের ক্ষমতায় সিনেমা সুপারহিট করবেন। এমন একটা সময় ছিল যখন স্কুলের বেতন দিতে পারতেন না এক অভিনেতা। শিক্ষকরা তাঁর পড়াশোনার টাকা দিয়েছেন। অভিনেতা হওয়ার স্বপ্ন নিয়ে যখন মুম্বই এসেছিলেন, তখন তাঁর খাওয়া-দাওয়ার টাকাও ছিল না। আজ তিনি বিলাসবহুল বাড়িতে থাকেন। সিনেমা থেকে কোটি কোটি টাকা উপার্জন। (ছবি সৌজন্য: Instagram@rajkummar_rao)
advertisement
2/7
*কে এই অভিনেতা বুঝতে পারছেন? আজ ভারতের সেরা অভিনেতাদের মধ্যে তাঁকে গন্য করা হয়। ছোটবেলায় স্কুলের ফি এবং খাবারের জন্য তাঁর কাছে সামান্য টাকাও ছিল না। সামান্য বিস্কুট খেয়ে দিন কাটিয়েছেন, আজ তিনি ৪৪ কোটি টাকার বিলাসবহুল বাড়ির মালিক। এক একটি সিনেমার জন্য মোটা পারিশ্রমিক নেন। অভিনেতা কয়েক বছরে এতটাই উন্নতি করেছেন, সাধারণ মানুষের কাছে যা স্বপ্নের চেয়ে কম নয়।
*কে এই অভিনেতা বুঝতে পারছেন? আজ ভারতের সেরা অভিনেতাদের মধ্যে তাঁকে গন্য করা হয়। ছোটবেলায় স্কুলের ফি এবং খাবারের জন্য তাঁর কাছে সামান্য টাকাও ছিল না। সামান্য বিস্কুট খেয়ে দিন কাটিয়েছেন, আজ তিনি ৪৪ কোটি টাকার বিলাসবহুল বাড়ির মালিক। এক একটি সিনেমার জন্য মোটা পারিশ্রমিক নেন। অভিনেতা কয়েক বছরে এতটাই উন্নতি করেছেন, সাধারণ মানুষের কাছে যা স্বপ্নের চেয়ে কম নয়।
advertisement
3/7
*রাজকুমার রাও। তাঁর নতুন সিনেমা 'শ্রীকান্ত'। এতে তিনি ব্যবসায়ী শ্রীকান্ত বোলার ভূমিকায় অভিনয় করেছেন। দিবাকর বন্দ্যোপাধ্যায়ের 'লাভ সেক্স অউর ধোকা' ছবিতে প্রথম মুখ্য অভিনেতা হিসেবে দেখা গিয়েছিল রাজকুমার রাওকে। এরপর 'স্ত্রী', 'কুইন', 'শাহিদ', 'নিউটন'-র মতো হিট ছবিতে অভিনয় করেন। তবে এই যাত্রা তাঁর জন্য সহজ ছিল না। বহু বাধার মুখোমুখি হয়েছিলেন। (ছবি সৌজন্য: Instagram@rajkummar_rao)
*রাজকুমার রাও। তাঁর নতুন সিনেমা 'শ্রীকান্ত'। এতে তিনি ব্যবসায়ী শ্রীকান্ত বোলার ভূমিকায় অভিনয় করেছেন। দিবাকর বন্দ্যোপাধ্যায়ের 'লাভ সেক্স অউর ধোকা' ছবিতে প্রথম মুখ্য অভিনেতা হিসেবে দেখা গিয়েছিল রাজকুমার রাওকে। এরপর 'স্ত্রী', 'কুইন', 'শাহিদ', 'নিউটন'-র মতো হিট ছবিতে অভিনয় করেন। তবে এই যাত্রা তাঁর জন্য সহজ ছিল না। বহু বাধার মুখোমুখি হয়েছিলেন। (ছবি সৌজন্য: Instagram@rajkummar_rao)
advertisement
4/7
*রাজকুমার রাও যখন মুম্বই আসেন, তখন তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ছিল মাত্র ১৮ টাকা। পিঙ্ক ভিলাকে তিনি বলেন, 'যখন শহরে আসি, তখন খুব ছোট একটি বাড়িতে থাকতাম। সাত হাজার টাকা দিতাম, যা অনেক বেশি ছিল তখন আমার জন্য। নিজের ভরণপোষণের জন্য মাসে ১৫ থেকে ২০ হাজার টাকা দরকার ছিল। তা হাতে ছিল না, বিস্কুট খেয়ে দিন কাটাতে হত। (ছবি সৌজন্য: Instagram@rajkummar_rao)
*রাজকুমার রাও যখন মুম্বই আসেন, তখন তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ছিল মাত্র ১৮ টাকা। পিঙ্ক ভিলাকে তিনি বলেন, 'যখন শহরে আসি, তখন খুব ছোট একটি বাড়িতে থাকতাম। সাত হাজার টাকা দিতাম, যা অনেক বেশি ছিল তখন আমার জন্য। নিজের ভরণপোষণের জন্য মাসে ১৫ থেকে ২০ হাজার টাকা দরকার ছিল। তা হাতে ছিল না, বিস্কুট খেয়ে দিন কাটাতে হত। (ছবি সৌজন্য: Instagram@rajkummar_rao)
advertisement
5/7
*মুম্বইয়ে রাজকুমারের শুরুর দিনগুলি খুব কঠিন ছিল। তাদের কাছে খাওয়ার মতো সামান্য বা কোনও খাবার পর্যন্ত থাকত না। দুপুরের খাবারে পার্লেজি ও ফ্রুটি খেতেন। বলিউডে তাঁর কোনও পরিচিতি ছিল না। অভিনেতা গুরগাঁওয়ের তাঁর পরিবারের বাস। (ছবি সৌজন্য: Instagram@rajkummar_rao)
*মুম্বইয়ে রাজকুমারের শুরুর দিনগুলি খুব কঠিন ছিল। তাদের কাছে খাওয়ার মতো সামান্য বা কোনও খাবার পর্যন্ত থাকত না। দুপুরের খাবারে পার্লেজি ও ফ্রুটি খেতেন। বলিউডে তাঁর কোনও পরিচিতি ছিল না। অভিনেতা গুরগাঁওয়ের তাঁর পরিবারের বাস। (ছবি সৌজন্য: Instagram@rajkummar_rao)
advertisement
6/7
*ছোটবেলায় সিনেমার প্রেমে পড়েন রাজকুমার রাও। তিনি বুঝতে পারেন সারা জীবন অভিনয় করতে চান। তিনি প্রতিদিন থিয়েটারে সাইকেল চালিয়ে যেতেন। কোনও বান্ধবীর সঙ্গে দেখা করা বা প্রেম করার মতো সময়ও ছিল না। তিনি আজ তারকা, রাজকীয় জীবনযাপন তাঁর। তাকে বলিউডের শীর্ষ শ্রেণির অভিনেতাদের মধ্যে গণ্য করা হয় এখন। (ছবি সৌজন্য: Instagram@rajkummar_rao)
*ছোটবেলায় সিনেমার প্রেমে পড়েন রাজকুমার রাও। তিনি বুঝতে পারেন সারা জীবন অভিনয় করতে চান। তিনি প্রতিদিন থিয়েটারে সাইকেল চালিয়ে যেতেন। কোনও বান্ধবীর সঙ্গে দেখা করা বা প্রেম করার মতো সময়ও ছিল না। তিনি আজ তারকা, রাজকীয় জীবনযাপন তাঁর। তাকে বলিউডের শীর্ষ শ্রেণির অভিনেতাদের মধ্যে গণ্য করা হয় এখন। (ছবি সৌজন্য: Instagram@rajkummar_rao)
advertisement
7/7
*রাজকুমার রাও একটি ছবির জন্য প্রায় ৬ কোটি টাকা পারিশ্রমিক নেন। ৪৪ কোটি টাকার বিলাসবহুল বাড়িতে থাকেন। অভিনেতার 'শ্রীকান্ত' ছবিটি দর্শকদের খুবই পছন্দ হয়েছে। আগামীতে তাকে করণ জোহরের 'মিস্টার অ্যান্ড মিসেস মাহি' ছবিতে দেখা যাবে, যেখানে তিনি জাহ্নবী কাপুরের বিপরীতে অভিনয় করবেন। আগামী ৩১ মে মুক্তি পাবে ছবিটি। (ছবি সৌজন্য: Instagram@rajkummar_rao)
*রাজকুমার রাও একটি ছবির জন্য প্রায় ৬ কোটি টাকা পারিশ্রমিক নেন। ৪৪ কোটি টাকার বিলাসবহুল বাড়িতে থাকেন। অভিনেতার 'শ্রীকান্ত' ছবিটি দর্শকদের খুবই পছন্দ হয়েছে। আগামীতে তাকে করণ জোহরের 'মিস্টার অ্যান্ড মিসেস মাহি' ছবিতে দেখা যাবে, যেখানে তিনি জাহ্নবী কাপুরের বিপরীতে অভিনয় করবেন। আগামী ৩১ মে মুক্তি পাবে ছবিটি। (ছবি সৌজন্য: Instagram@rajkummar_rao)
advertisement
advertisement
advertisement