‘কঙ্গনাকে একা করে দিন, কেউ কথা বলবেন না’, এ বার প্রতিবেশীদের নোটিশ ধরাল BMC!

Last Updated:
BMC-র নোটিশে লেখা রয়েছে, যাতে কেউ কঙ্গনাকে সাপোর্ট না করেন । তাহলে তাঁদের বাড়িও ভেঙে দেওয়া হবে ।
1/6
• কঙ্গনা রানাওয়াত আর বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন (BMC)-র তর্জা যেন আর থামছে না । ফের নতুন অভিযোগে BMC-কে বিদ্ধ করলেন বলিউডের ক্যুইন ।
• কঙ্গনা রানাওয়াত আর বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন (BMC)-র তর্জা যেন আর থামছে না । ফের নতুন অভিযোগে BMC-কে বিদ্ধ করলেন বলিউডের ক্যুইন ।
advertisement
2/6
• একটি ট্যুইটে কঙ্গনা এ দিন লিখেছেন, এ বার BMC তাঁর প্রতিবেশীদের চিঠি পাঠাচ্ছে । তাঁদের সতর্ক করছে, হমকি দিচ্ছে ।
• একটি ট্যুইটে কঙ্গনা এ দিন লিখেছেন, এ বার BMC তাঁর প্রতিবেশীদের চিঠি পাঠাচ্ছে । তাঁদের সতর্ক করছে, হমকি দিচ্ছে ।
advertisement
3/6
• যাতে কঙ্গনাকে সামাজিকভাবে বয়কট করা হয়, তাঁর সঙ্গে কেউ কথা না বলেন, তাঁকে যেন সমাজে মিশতে না দেওয়া হয়, এমনটাই সকলের কাছে অনুরোধ করেছে BMC ।
• যাতে কঙ্গনাকে সামাজিকভাবে বয়কট করা হয়, তাঁর সঙ্গে কেউ কথা না বলেন, তাঁকে যেন সমাজে মিশতে না দেওয়া হয়, এমনটাই সকলের কাছে অনুরোধ করেছে BMC ।
advertisement
4/6
• শুধু তাই নয়, ওই ট্যুইটেই কঙ্গনা লিখেছেন, BMC-র নোটিশে লেখা রয়েছে, যাতে কেউ কঙ্গনাকে সাপোর্ট না করেন । তাহলে তাঁদের বাড়িও ভেঙে দেওয়া হবে । প্রতিবেশীরা হয়তো মহারাষ্ট্র সরকারের বিরুদ্ধে মুখ খুলতে পারবেন না । কিন্তু সে কারণে তাঁদের বাড়ি যেন ভেঙে দেওয়া না হয়, বলেও আর্জি জানান কঙ্গনা ।
• শুধু তাই নয়, ওই ট্যুইটেই কঙ্গনা লিখেছেন, BMC-র নোটিশে লেখা রয়েছে, যাতে কেউ কঙ্গনাকে সাপোর্ট না করেন । তাহলে তাঁদের বাড়িও ভেঙে দেওয়া হবে । প্রতিবেশীরা হয়তো মহারাষ্ট্র সরকারের বিরুদ্ধে মুখ খুলতে পারবেন না । কিন্তু সে কারণে তাঁদের বাড়ি যেন ভেঙে দেওয়া না হয়, বলেও আর্জি জানান কঙ্গনা ।
advertisement
5/6
• ঘটনার সূত্রপাত হয় এ মাসের শুরুতে । কঙ্গনার পালি হিলসের প্রডাকশন হাউজ, তথা অফিস, তথা বিলাসবহুল বাংলোটি অবৈধ নির্মাণের অভিযোগে ভেঙে দেয় BMC । প্রতিবাদে বোম্বে হাইকোর্টের দ্বারস্থ হন কঙ্গনা । শিবসেনা সরকারকে তুলোধনা করতেও ছাড়েননি ।
• ঘটনার সূত্রপাত হয় এ মাসের শুরুতে । কঙ্গনার পালি হিলসের প্রডাকশন হাউজ, তথা অফিস, তথা বিলাসবহুল বাংলোটি অবৈধ নির্মাণের অভিযোগে ভেঙে দেয় BMC । প্রতিবাদে বোম্বে হাইকোর্টের দ্বারস্থ হন কঙ্গনা । শিবসেনা সরকারকে তুলোধনা করতেও ছাড়েননি ।
advertisement
6/6
• বোম্বে হাইকোর্টে সেই মামলাএখনও চলছে । তবে কঙ্গনা-BMC ঝামেলার জল এখনও বহু দূর গড়াবে বলেই মনে করা হচ্ছে ।
• বোম্বে হাইকোর্টে সেই মামলাএখনও চলছে । তবে কঙ্গনা-BMC ঝামেলার জল এখনও বহু দূর গড়াবে বলেই মনে করা হচ্ছে ।
advertisement
advertisement
advertisement