• শুধু তাই নয়, ওই ট্যুইটেই কঙ্গনা লিখেছেন, BMC-র নোটিশে লেখা রয়েছে, যাতে কেউ কঙ্গনাকে সাপোর্ট না করেন । তাহলে তাঁদের বাড়িও ভেঙে দেওয়া হবে । প্রতিবেশীরা হয়তো মহারাষ্ট্র সরকারের বিরুদ্ধে মুখ খুলতে পারবেন না । কিন্তু সে কারণে তাঁদের বাড়ি যেন ভেঙে দেওয়া না হয়, বলেও আর্জি জানান কঙ্গনা ।