‘সতীত্ব মেয়েদের এমন কোনও সম্পদ নয়, যা স্বামীর হাতে তুলে দেওয়ার জন্য তাঁরা রক্ষা করবেন’

Last Updated:
1/7
• তিনি বরাবরই অন্য ধারার ছবিতে অভ্যস্ত ৷ শক্তিশালী অভিনেত্রী হয়েও খুব বেশি সিনেমায় এখনও দেখা যায় না কল্কি কোয়েচলিনকে ৷ তবে অভিনয়ের মতোই বলিষ্ঠ নায়িকার মতামতও ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
• তিনি বরাবরই অন্য ধারার ছবিতে অভ্যস্ত ৷ শক্তিশালী অভিনেত্রী হয়েও খুব বেশি সিনেমায় এখনও দেখা যায় না কল্কি কোয়েচলিনকে ৷ তবে অভিনয়ের মতোই বলিষ্ঠ নায়িকার মতামতও ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
2/7
• সম্প্রতি হিন্দুস্তান টাইমসে প্রকাশিত একটি ইয়ার-এন্ড লেখায় এমনই কথা লিখলেন নায়িকা ৷ প্রবন্ধটিতে তিনি মিটু মুভমেন্ট এবং যৌন সচেতনতা নিয়ে নিজের মতামত প্রকাশ করেছেন কল্কি ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
• সম্প্রতি হিন্দুস্তান টাইমসে প্রকাশিত একটি ইয়ার-এন্ড লেখায় এমনই কথা লিখলেন নায়িকা ৷ প্রবন্ধটিতে তিনি মিটু মুভমেন্ট এবং যৌন সচেতনতা নিয়ে নিজের মতামত প্রকাশ করেছেন কল্কি ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
3/7
• এখানেই তিনি লেখেন, ‘না, শব্দটি দিয়ে কোনও কথার শুরু নয়, বরং এটা নিজের তরফের একটা বক্তব্য ৷ আমাদের কালচারটাই হল কোনও ব্যক্তিকে নীচু দেখানো ৷’’ ছবি: ইনস্টাগ্রাম ৷
• এখানেই তিনি লেখেন, ‘না, শব্দটি দিয়ে কোনও কথার শুরু নয়, বরং এটা নিজের তরফের একটা বক্তব্য ৷ আমাদের কালচারটাই হল কোনও ব্যক্তিকে নীচু দেখানো ৷’’ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
4/7
• ‘‘যদি কোনও নারী ‘না’ বলেন, পুরুষটি তাও জোর খাটাতে থাকেন ৷ মনে করেন, একসময় নিশ্চয়ই না বলতে বলতে সেটা ‘হ্যাঁ’ হয়ে যাবে ৷’’ ছবি: ইনস্টাগ্রাম ৷
• ‘‘যদি কোনও নারী ‘না’ বলেন, পুরুষটি তাও জোর খাটাতে থাকেন ৷ মনে করেন, একসময় নিশ্চয়ই না বলতে বলতে সেটা ‘হ্যাঁ’ হয়ে যাবে ৷’’ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
5/7
• কল্কি লেখেন, ‘‘আমাদের মেয়েদের আমাদের বলা উচিত, যখন চাইছ না, তখন ‘না’ বলো ৷ আর আমাদের ছেলেদের শেখানো উচিত ‘না’ মানে না-ই, এছাড়া আর কিছু নয় ৷ শুধু তাই নয়, যখন ইচ্ছে করছে, তখন ‘হ্যাঁ’ বলো ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
• কল্কি লেখেন, ‘‘আমাদের মেয়েদের আমাদের বলা উচিত, যখন চাইছ না, তখন ‘না’ বলো ৷ আর আমাদের ছেলেদের শেখানো উচিত ‘না’ মানে না-ই, এছাড়া আর কিছু নয় ৷ শুধু তাই নয়, যখন ইচ্ছে করছে, তখন ‘হ্যাঁ’ বলো ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
6/7
• ‘‘সেক্সকে পবিত্র বা নোংরা, কোনওটাই ভাবা উচিত নয় ৷ আর সতীত্ব এমন কোনও সম্পদ নয়, যা মেয়েদের রক্ষা করে রাখতে হবে ৷ আর স্বামীর হাতে উপহার হিসেবে তুলে দিতে হবে ৷’’ ছবি: ইনস্টাগ্রাম ৷
• ‘‘সেক্সকে পবিত্র বা নোংরা, কোনওটাই ভাবা উচিত নয় ৷ আর সতীত্ব এমন কোনও সম্পদ নয়, যা মেয়েদের রক্ষা করে রাখতে হবে ৷ আর স্বামীর হাতে উপহার হিসেবে তুলে দিতে হবে ৷’’ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
7/7
• কল্কি আরও লেখেন যে, এ দেশের বাবা-মায়ের উচিত ছেলে-মেয়েদের যৌনশিক্ষা দেওয়া ৷ ‘‘যৌন পরিতৃপ্তি আর যৌন ইচ্ছার কথা আলোচনা না করে কখনওই যৌন হিংসার কথা বলা উচিত নয় বাচ্চাদের ৷’’ ছবি: ইনস্টাগ্রাম ৷
• কল্কি আরও লেখেন যে, এ দেশের বাবা-মায়ের উচিত ছেলে-মেয়েদের যৌনশিক্ষা দেওয়া ৷ ‘‘যৌন পরিতৃপ্তি আর যৌন ইচ্ছার কথা আলোচনা না করে কখনওই যৌন হিংসার কথা বলা উচিত নয় বাচ্চাদের ৷’’ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
advertisement
advertisement