বিদায় কাদের খান ! বহুমুখী প্রতিভাবান এই অভিনেতা সম্পর্কে অজানা কিছু তথ্য

Last Updated:
1/7
 বছরের প্রথম দিনই বিনোদন দুনিয়ায় শোকের আবহ। চলে গেলেন খান ৷ মৃত্যুকালে বয়স হয়েছিল ৮১ বছর ৷ বহুদিন ধরেই অসুস্থ ছিলেন। ২০১৫ সালে শেষবার তাঁকে দেখা যায় 'দিমাগ কা দহি' ছবিতে ৷ তারপর কানাডায় চলে যান ছেলে সরফরাজের কাছে ৷ সেখানেই কাটালেন শেষ কয়েকটি বছর ৷ শুধু অভিনেতা নয়, কাদের খান ছিলেন একটা গোটা ইনস্টিটিউশন। কমেডি থেকে সিরিয়াস...সবেতেই তাঁর সাবলীল বিচরণ! রইল বলিটাউনের বহুমুখী প্রতিভাবান এই অভিনেতার সম্পর্কে অজানা কিছু তথ্য-- Photo Source: News18Network
বছরের প্রথম দিনই বিনোদন দুনিয়ায় শোকের আবহ। চলে গেলেন খান ৷ মৃত্যুকালে বয়স হয়েছিল ৮১ বছর ৷ বহুদিন ধরেই অসুস্থ ছিলেন। ২০১৫ সালে শেষবার তাঁকে দেখা যায় 'দিমাগ কা দহি' ছবিতে ৷ তারপর কানাডায় চলে যান ছেলে সরফরাজের কাছে ৷ সেখানেই কাটালেন শেষ কয়েকটি বছর ৷ শুধু অভিনেতা নয়, কাদের খান ছিলেন একটা গোটা ইনস্টিটিউশন। কমেডি থেকে সিরিয়াস...সবেতেই তাঁর সাবলীল বিচরণ! রইল বলিটাউনের বহুমুখী প্রতিভাবান এই অভিনেতার সম্পর্কে অজানা কিছু তথ্য-- Photo Source: News18Network
advertisement
2/7
ওসমানিয়া বিশ্ববিদ্যালয় থেকে আরবি ভাষায় মাস্টার্স করেন কাদের খান।  Photo Source: News18Network
ওসমানিয়া বিশ্ববিদ্যালয় থেকে আরবি ভাষায় মাস্টার্স করেন কাদের খান। Photo Source: News18Network
advertisement
3/7
ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসার আগে কাদের খান মুম্বইয়ের এম এইচ সাবু সিদ্দিকি কলেজে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের প্রফেসর ছিলেন। Photo Source: News18Network
ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসার আগে কাদের খান মুম্বইয়ের এম এইচ সাবু সিদ্দিকি কলেজে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের প্রফেসর ছিলেন। Photo Source: News18Network
advertisement
4/7
তখন তিনি কলেজের প্রফেসর। সেখানেই একটা নাটকে অভিনয় করেছিলেন। নাটকটি দেখতে এসেছিলেন দিলীপ কুমারও। কাদের খানের অভিনয় দেখে এতটাই মুগ্ধ হয়েছিলেন দিলীপ কুমার, তাঁকে তাঁর আগামী ছবির জন্য সাইন করান।  Photo Source: News18Network
তখন তিনি কলেজের প্রফেসর। সেখানেই একটা নাটকে অভিনয় করেছিলেন। নাটকটি দেখতে এসেছিলেন দিলীপ কুমারও। কাদের খানের অভিনয় দেখে এতটাই মুগ্ধ হয়েছিলেন দিলীপ কুমার, তাঁকে তাঁর আগামী ছবির জন্য সাইন করান। Photo Source: News18Network
advertisement
5/7
১৯৯৪-এর বিখ্যাত কমেডি ছবি 'আনদাজ আপনা আপনা'-র সিক্যুয়েল লিখছিলেন কাদের খান।  Photo Source: News18Network
১৯৯৪-এর বিখ্যাত কমেডি ছবি 'আনদাজ আপনা আপনা'-র সিক্যুয়েল লিখছিলেন কাদের খান। Photo Source: News18Network
advertisement
6/7
৩০০-রও বেশি ছবিতে কাজ করেছেন। পাশাপাশি, ' দো অওর দো পাঁচ', 'সত্তে পে সত্তা', 'মিস্টার নটবরলাল', ' গ্রেফতার'-এর মতো সিপার ডুপার হিট ছবির ডায়ালগও লিখেছেন। Photo Source: News18Network
৩০০-রও বেশি ছবিতে কাজ করেছেন। পাশাপাশি, ' দো অওর দো পাঁচ', 'সত্তে পে সত্তা', 'মিস্টার নটবরলাল', ' গ্রেফতার'-এর মতো সিপার ডুপার হিট ছবির ডায়ালগও লিখেছেন। Photo Source: News18Network
advertisement
7/7
অভিনয় জগতে তাঁর কৃতীত্ব ও ভারতের মুসলিম গোষ্ঠীর প্রতি অবদানের জন্য 'অ্যামেরিকান ফেডারেশন অফ মুসলিমস ফ্রম ইন্ডিয়া' কাদের খানকে পুরষ্কৃত করে। Photo Source: News18Network
অভিনয় জগতে তাঁর কৃতীত্ব ও ভারতের মুসলিম গোষ্ঠীর প্রতি অবদানের জন্য 'অ্যামেরিকান ফেডারেশন অফ মুসলিমস ফ্রম ইন্ডিয়া' কাদের খানকে পুরষ্কৃত করে। Photo Source: News18Network
advertisement
advertisement
advertisement