ছিঃ ছিঃ ছিঃ! বউকে ঠকিয়ে 'বাঙালি' নায়িকার সঙ্গে হোটেলে গোবিন্দা? হাতেনাতে ধরা পড়তেই তুলকালাম, 'লাস্যময়ী'র নাম শুনলে মাথায় হাত

Last Updated:
Govinda Gossip: পরিবারের তরফে সেই প্রেমের কথা জানাজানি হলে অল্প বয়সেই তাঁদের বিয়ে দিয়ে দেওয়া হয়। তবে গোবিন্দার দাবি, তাঁর মা-ই সুনীতাকে তাঁর জন্য পছন্দ করেছিলেন।
1/8
Govinda Gossip: ১৯৮৭ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন গোবিন্দা। সুনীতার সঙ্গে বিয়ের কথা তিনি চার বছর লুকিয়ে রেখেছিলেন। অনেক ছোট বয়সে একে অপরের প্রেমে পড়েছিলেন সুনীতা ও গোবিন্দা।
Govinda Gossip: ১৯৮৭ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন গোবিন্দা। সুনীতার সঙ্গে বিয়ের কথা তিনি চার বছর লুকিয়ে রেখেছিলেন। অনেক ছোট বয়সে একে অপরের প্রেমে পড়েছিলেন সুনীতা ও গোবিন্দা।
advertisement
2/8
Govinda Gossip: পরিবারের তরফে সেই প্রেমের কথা জানাজানি হলে অল্প বয়সেই তাঁদের বিয়ে দিয়ে দেওয়া হয়। তবে গোবিন্দার দাবি, তাঁর মা-ই সুনীতাকে তাঁর জন্য পছন্দ করেছিলেন।
Govinda Gossip: পরিবারের তরফে সেই প্রেমের কথা জানাজানি হলে অল্প বয়সেই তাঁদের বিয়ে দিয়ে দেওয়া হয়। তবে গোবিন্দার দাবি, তাঁর মা-ই সুনীতাকে তাঁর জন্য পছন্দ করেছিলেন।
advertisement
3/8
Govinda Gossip: ভক্তদের সিংহভাগই জানেন না সেই ঘটনাটি সম্পর্কে। একটি হোটেলের ঘরে নাকি বলি নায়িকার সঙ্গে হাতেনাতে ধরা পড়েন গোবিন্দা। আর সেই নায়িকা হলেন, রানি মুখোপাধ্যায়।
Govinda Gossip: ভক্তদের সিংহভাগই জানেন না সেই ঘটনাটি সম্পর্কে। একটি হোটেলের ঘরে নাকি বলি নায়িকার সঙ্গে হাতেনাতে ধরা পড়েন গোবিন্দা। আর সেই নায়িকা হলেন, রানি মুখোপাধ্যায়।
advertisement
4/8
Govinda Gossip: ‘পেয়ার দিয়ানা হোতা হ্যায়’, ‘হদ কর কি আপনে’ ছবিতে গোবিন্দার সহ-অভিনেত্রী ছিলেন নায়িকা। একটি ছবির শ্যুটিংয়ে সুইৎজারল্যান্ড এবং আমেরিকায় আউটডোরের সময় দুই শিল্পীর মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে বলে শোনা গিয়েছিল।
Govinda Gossip: ‘পেয়ার দিয়ানা হোতা হ্যায়’, ‘হদ কর কি আপনে’ ছবিতে গোবিন্দার সহ-অভিনেত্রী ছিলেন নায়িকা। একটি ছবির শ্যুটিংয়ে সুইৎজারল্যান্ড এবং আমেরিকায় আউটডোরের সময় দুই শিল্পীর মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে বলে শোনা গিয়েছিল।
advertisement
5/8
Govinda Gossip: শ্যুট শেষ হওয়ার পরে নাকি নানা জায়গায় দেখা যেত তাঁদের। রানির সঙ্গে গোবিন্দার প্রেম যেন ‘টক অফ দ্য টাউন’ হয়ে গিয়েছিল। কিন্তু কেচ্ছা-কেলেঙ্কারির পর্যায়ে পৌঁছে যায় তাঁদের বন্ধুত্ব।
Govinda Gossip: শ্যুট শেষ হওয়ার পরে নাকি নানা জায়গায় দেখা যেত তাঁদের। রানির সঙ্গে গোবিন্দার প্রেম যেন ‘টক অফ দ্য টাউন’ হয়ে গিয়েছিল। কিন্তু কেচ্ছা-কেলেঙ্কারির পর্যায়ে পৌঁছে যায় তাঁদের বন্ধুত্ব।
advertisement
6/8
Govinda Gossip: এক সাংবাদিক হঠাৎ দাবি করেন, তিনি দুই তারকাকে একটি হোটেলে হাতেনাতে ধরেছিলেন। সেই সময় থেকে কেচ্ছা শুরু হয় তাঁদের নিয়ে। তার জল গড়ায় তারকার ঘর পর্যন্ত।
Govinda Gossip: এক সাংবাদিক হঠাৎ দাবি করেন, তিনি দুই তারকাকে একটি হোটেলে হাতেনাতে ধরেছিলেন। সেই সময় থেকে কেচ্ছা শুরু হয় তাঁদের নিয়ে। তার জল গড়ায় তারকার ঘর পর্যন্ত।
advertisement
7/8
Govinda Gossip: সঙ্গে সঙ্গে খবরটি রাষ্ট্র হয়। মানসিক ভাবে ভেঙে পড়েছিলেন সুনীতা। মেনে নিতে পারেননি এই ঘটনাটি। রোজ রোজ নতুন নতুন খবর প্রকাশিত হত গোবিন্দা-রানিকে নিয়ে। সুনীতা নাকি স্বামীগৃহ ত্যাগ করবেন ভেবেছিলেন। যদিও রানি নিজে এই ধরনের খবরকে নস্যাৎ করেছিলেন।
Govinda Gossip: সঙ্গে সঙ্গে খবরটি রাষ্ট্র হয়। মানসিক ভাবে ভেঙে পড়েছিলেন সুনীতা। মেনে নিতে পারেননি এই ঘটনাটি। রোজ রোজ নতুন নতুন খবর প্রকাশিত হত গোবিন্দা-রানিকে নিয়ে। সুনীতা নাকি স্বামীগৃহ ত্যাগ করবেন ভেবেছিলেন। যদিও রানি নিজে এই ধরনের খবরকে নস্যাৎ করেছিলেন।
advertisement
8/8
Govinda Gossip: অনেকগুলি বছর কেটে গিয়েছে। সেই গোবিন্দা আর সুনীতা এখন নিজেদের সম্পর্ককে মজবুত করে তুলেছেন। একে অপরের পাশে থেকে গিয়েছেন। সন্তানদের নিয়ে সুখে সংসার করছেন তারকা এবং তারকা-পত্নী।
Govinda Gossip: অনেকগুলি বছর কেটে গিয়েছে। সেই গোবিন্দা আর সুনীতা এখন নিজেদের সম্পর্ককে মজবুত করে তুলেছেন। একে অপরের পাশে থেকে গিয়েছেন। সন্তানদের নিয়ে সুখে সংসার করছেন তারকা এবং তারকা-পত্নী।
advertisement
advertisement
advertisement