Bollywood Flashback:'' সময় হয়ে গিয়েছে, প্যাক আপ...'' মৃত্যুর আগে শেষ যা বলেছিলেন রাজেশ খান্না, সেদিনের স্মৃতি ভাগ করে নিলেন অমিতাভ
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
রক্ত দিয়ে লেখা চিঠি, গাড়িতে লিপস্টিকের দাগ! রাজেশ খান্নাকে ঘিরে ‘উন্মাদ’ ছিলেন মহিলা অনুরাগীরা। অতি বড় শত্রুও মানতে বাধ্য হবেন, এখনও পর্যন্ত বলিউডে যত অভিনেতা রয়েছেন, তাঁদের কারও জনপ্রিয়তা রাজেশ খান্নাকে ছুঁতে পারেনি। রাজেশকে ঘিরে মহিলা অনুরাগীদের যে উন্মাদনা ছিল তা অন্য কোনও অভিনেতার ক্ষেত্রে কখন-ও দেখা যায়নি
advertisement
রক্ত দিয়ে লেখা চিঠি, গাড়িতে লিপস্টিকের দাগ! রাজেশ খান্নাকে ঘিরে ‘উন্মাদ’ ছিলেন মহিলা অনুরাগীরা। অতি বড় শত্রুও মানতে বাধ্য হবেন, এখনও পর্যন্ত বলিউডে যত অভিনেতা রয়েছেন, তাঁদের কারও জনপ্রিয়তা রাজেশ খান্নাকে ছুঁতে পারেনি। রাজেশকে ঘিরে মহিলা অনুরাগীদের যে উন্মাদনা ছিল তা অন্য কোনও অভিনেতার ক্ষেত্রে কখন-ও দেখা যায়নি।
advertisement
২০১২ সালের ১৮ জুলাই একটা যুগের অবসান হয়। চলে যান রাজেশ খান্না। সত্তর থেকে আশির দশকের মধ্যে সর্বোচ্চ উপার্জনকারী বলি অভিনেতাদের তালিকায় শীর্ষে ছিলেন রাজেশ। ভারতীয় সিনেমার প্রথম সুপারস্টার ছিলেন তিনি। অমিতাভ স্মৃতিচারণ করেন, প্রথমবার তিনি রাজেশকে দেখেন ফিল্মফেয়ার-মাধুরী ট্যালেন্ট-কনটেস্টে। সেই প্রতিযোগীতায় বিজয়ী হয়েছিলেন রাজেশ। অমিতাভ-ও সেই কম্পিটিশনে অংশ নিতে চেয়েছিলেন, কিন্তু তাঁর আর্জি নাকোচ হয়ে যায়।
advertisement
অমিতাভ জানান, দ্বিতীয়বার তিনি রাজেশকে দেখেন 'আরাধনা' ছবিতে, নয়া দিল্লির কনোট প্লেসে। অমিতাভের ভাষায়, '' পর্দায় রাজেশকে দেখে দর্শকদের বাঁধভাঙা উচ্ছ্বাস আজ-ও ভুলব না।'' রাজেশকে বলি ইন্ডাস্ট্রির সকলে ‘কাকা’ বলে সম্বোধন করতেন। কখন-ও প্রকাশ্যে দেখা গেলের অনুরাগীরা ঘিরে ফেলতেন তাঁকে, নাম ধরে জোর গলায় চিৎকার করতেন।
advertisement
advertisement
advertisement