বিশ্বজুড়ে ২০ জুন ২০২১ পালিত হচ্ছে ফাদার্স ডে, অর্থাৎ পিতৃ দিবস (Father's Day 2021)। এমন দিনে বাবার মতো জীবনের একজন গুরুত্বপূর্ণ মানুষকে বিশেষ কিছু না বলে পারা যায়। বলিউডের একাধিক সেলিব্রিটিও এদিন বাবাদের সম্মান ও ভালোবাসা জানিয়ে পোস্ট করলেন ছবি। বার্তা দিলেন ভালোবাসার। আবেগঘন পোস্ট করলেন সদ্য বিবাহিতা ইয়ামি গৌতম। বিয়ের দিনেই বাবাকে জড়িয়ে রাখা একটি ছবি শেয়ার করেছেন নায়িকা। ঝলমলে ছবিতে ধরা দিয়েছে তাঁদের বাবা-মেয়ের জুটির বাঁধন।