Actress Gossip: ১৬ বছরে বিয়ে, ১৭ বছরে হন মেয়ের মা! দ্বিতীয় মেয়ে হলে বাড়ে অশান্তি? ২৫ বছরেই ডিভোর্স! ইনি বলিউডের প্রথম সারির নায়িকাদের অন্যতম, চিনতে পারছেন?
- Published by:Shubhagata Dey
Last Updated:
Actress Gossip: মাত্র ১৬ বছরে বিয়ে, ১৭ বছর বয়সে কন্যা সন্তানের জন্ম দেন এই জনপ্রিয় সুন্দরী অভিনেত্রী। বিয়ের পর দীর্ঘ ১২ বছর চলচ্চিত্র জগৎ থেকে দূরে ছিলেন, সেই সময় আরও এক সন্তানের জন্ম দেন।
*বেশ কয়েকবছর আগে পর্যন্ত কোনও অভিনেত্রীর জন্য বিবাহিত জীবন ও সন্তান তাঁর কেরিয়ারের অন্তরায় বলে মনে করা হত। কারণ বিয়ের পর নায়িকার চরিত্র পাওয়া অভিনেত্রীদের জন্য কঠিন হত। পার্শ্ব অভিনেত্রীদের মতো চরিত্রের জন্য বিবেচনা করা হত তাঁদের। কিন্তু অভিনেতাদের এই সমস্যা কোনওদিনই ছিল না। বিয়ের পরও নায়কের ভূমিকায় দীর্ঘদিন পর্যন্ত অভিনয় করতেন। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ফিল্ম ইন্ডাস্ট্রিতে এই বৈষম্য কেটেছে। অভিনেত্রীরা অনেকসময়ই তাঁদের সন্তান এবং ন্যানিকে নিয়ে সিনেমার সেটে আসেন।
advertisement
advertisement
*বলিউড অভিনেত্রী ডিম্পল কাপাডিয়ার বলিউডে পরিচিতি 'লেডি সুপারস্টার' হিসেবে। ১৯৭৩ সালে 'ববি' ছবির মাধ্যমে রুপালি পর্দায় অভিষেক হয়। এই একটি মাত্র ছবি দিয়েই নজরে আসেন অভিনেত্রী। অভিনেত্রী গুজরাটি ব্যবসায়ী চুন্নিভাই কাপাডিয়া এবং বেটির বড় মেয়ে। প্রথম ছবি 'ববি' মুক্তির আগে ডিম্পল বিয়ে করেছিলেন অভিনেতা রাজেশ খান্নাকে। রাজেশ খান্নার প্রথম জীবনে নাম ছিল যতীন খান্না।
advertisement
advertisement
*বিয়ের পর দীর্ঘ ১২ বছর চলচ্চিত্র জগৎ থেকে দূরে ছিলেন ডিম্পল। তখন তিনি আরও এক সন্তানের জন্ম দেন, তিনি রিঙ্কি খান্না। তবে খুব তাড়াতাড়ি ডিম্পল এবং রাজেশ খান্নার সম্পর্কে চিড় ধরে। দ্বিতীয় কন্যার জন্মের পরপরই আলাদা হয়ে যান তাঁরা। জানা যায়, দুজনের মধ্যে বয়সের পার্থক্যই ছিল বিচ্ছেদের অন্যতম কারণ। তবে সেই সময় গুজব রটে, রাজেশ চেয়েছিলেন পুত্রসন্তান হোক, তা না হওয়ায় অশান্তি বাড়ে। এরপর সম্পর্ক ভাঙতে শুরু করে।
advertisement
*বিচ্ছেদের পর সাগর চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্রে দ্বিতীয়বারের মতো প্রত্যাবর্তন করেন ডিম্পল। তিনি রুদালি (১৯৯৩) চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় পুরস্কার, ববি (১৯৭৩) ও সাগর (১৯৮৫) চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার এবং ক্রান্তিবীর (১৯৯৪) চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করেন। ২০০৬ সালে একটি ইংরেজি ছবিতেও অভিনয় করেন। অভিনেত্রীর মেয়ে টুইঙ্কল খান্না অভিনেতা অক্ষয় কুমারকে বিয়ে করেন।