একতা কাপুরের দীপাবলি পার্টিতে চাঁদের হাট! এ'বছর করোনা আবহে পার্টির যৌলুশ ছিল কম, নেহাতই সাদামাটা-ছিমছাম ছিল আয়োজন, তবু উপচে পড়েছিল টেলি দুনিয়া। হাজির ছিলেন করণ জোহর থেকে মণীশ মালহোত্রাও
সাদা ইন্দো-ওয়েস্টার্ন আউটফিটে হাজির অনুপ্রিয়া গোয়েঙ্কা
সাদা ট্র্যাডিশনাল পোশাকে পোজ দিতে ব্যস্ত হিনা খান
সাদা লেহেঙ্গায় ঝলমলাচ্ছিলেন বং-বিউটি মৌনী রায়
এসেছিলেন ম্রুনাল ঠাকুর। সুপার থার্টি-তে হত্বিক রোশনের সহ-অভিনেত্রী ছিলেন ম্রুনাল
একতা কাপুরের পার্টিতে হাজির ছিলেন করণ জোহর, তবে তিনি পাপারাৎজিদর ক্যামেরার সামনে আসেননি। গাড়ির ভিতর থেকেই করণের এই ছবিটা তোলা হয়। স্টাইল আইকন এদিন পরেছিলেন কালো কুর্তা-পাজামা। টিম-আপ করেছিলেন কালোর উপর সোনালী বর্ডার দেওয়া মাস্ক দিয়ে।
একতা কাপুরের পার্টিতে হাজির হয়েছিলেন ফ্যাশন ডিজাইনার মণীশ মালহোত্রা
একতা কাপুরের পার্টিতে এসেছিলেন ভিকি কৌশলের প্রাক্তন বান্ধবী হারলিন শেট্টি
সাবেকী লেহেঙ্গায় 'টক অফ দ্য টাউন' করিশ্মা তান্না
...